X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

ঈদের দিনে অনশন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৩ মে ২০২২, ২০:১৬আপডেট : ০৩ মে ২০২২, ২১:৪১

বকেয়া বেতন ও বোনাসের দাবিতে ঈদের দিনে অনশন করছেন নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের বেকা গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল লিমিটেডের শতাধিক পোশাক শ্রমিক। মঙ্গলবার (৩ মে) সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে তারা এই কর্মসূচি পালন করেছেন।

আন্দোলনরত শ্রমিকরা জানান, ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিলসহ মোট তিন মাসের বেতন বকেয়া রয়েছে। দফায় দফায় বেতন ও ঈদ বোনাস দেওয়ার ঘোষণা দিয়েও মালিক পক্ষ কথা রাখেনি। উল্টো কারখানা বন্ধ রেখেছে। এ কারণে বাধ্য হয়ে আন্দোলন করেছেন তারা। এতেও সমাধান না হওয়ায় আজ অনশনে বসেছেন।

আন্দোলনরত শ্রমিক নুর জাহান বলেন, ‘আমাদের তিন মাসের বেতন বকেয়া আছে। ঈদের বোনাস দেয় নাই। এ কারণে আন্দোলনে নেমেছি।’

তিনি আরও বলেন, ‘বেতন পাইনি বলে গ্রামের বাড়ি যেতে পারিনি। মেয়েদের ঈদের জামা কিনে দিতে পারিনি। মেয়েরা বারবার ফোন করে যেতে বলছে, আর্থিক সংকটের ফলে যেতেও পারছি না।’

আরেক শ্রমিক ফরিদ হোসেন বলেন, ‘বেতন-বোনাস পরিশোধের একাধিক তারিখ দিয়েও মালিক পক্ষ কথা রাখেনি। আজকে টাকা নেই বলে ঈদের দিনে সেমাই পর্যন্ত কিনে খেতে পারিনি। তাই অনশনে বসেছি। বাড়ি ভাড়া, দোকানের বাকি অনেক জমে গেছে। এখন কী করবো?’

নারায়ণগঞ্জ শিল্প পুলিশের (অঞ্চল ৪) পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, ‘গার্মেন্টস মালিকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। মালিক না থাকলে বেতন কে দেবে?’

তিনি আরও বলেন, ‘শ্রমিকদের সমস্যা আমরাও বুঝি। কিন্তু মালিক না থাকলে কী আর করার। তবে আমরা চেষ্টা করছি।’

এ বেকা গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল লিমিটেডের মালিক পক্ষের লোকজনের সঙ্গে যোগাযোগ করেও পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল সকালে একই দাবিতে সিদ্ধিরগঞ্জের শিমরাইল-আদমজী সড়ক অবরোধ করেন বিক্ষোভ করেছিলেন কারখানাটির শ্রমিকরা। পরে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়। ১৩ এপ্রিলও তারা আন্দোলন করেছিলেন। সেদিন নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া পরিশোধের আশ্বাস দিয়েছিল মালিক পক্ষ।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
‘লন্ডন-সন্তুষ্টিতে’ ব্যস্ত বিএনপি নেতারা, পরবর্তী কর্মপরিকল্পনা আসছে কবে?
আন্দোলনের মুষল বৃষ্টিতে ভেসে যাবে শাসক গোষ্ঠী: গয়েশ্বর চন্দ্র রায়
সরকার হটাতে ঢাকায় দুর্গ গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ
ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ
অপরাধে জড়িয়ে পড়া শিশু-কিশোরদের সংশোধনের উপায় কী
অপরাধে জড়িয়ে পড়া শিশু-কিশোরদের সংশোধনের উপায় কী
লেবাননে এক হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
লেবাননে এক হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন