X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

ঈদের দিনে অনশন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৩ মে ২০২২, ২০:১৬আপডেট : ০৩ মে ২০২২, ২১:৪১

বকেয়া বেতন ও বোনাসের দাবিতে ঈদের দিনে অনশন করছেন নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের বেকা গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল লিমিটেডের শতাধিক পোশাক শ্রমিক। মঙ্গলবার (৩ মে) সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে তারা এই কর্মসূচি পালন করেছেন।

আন্দোলনরত শ্রমিকরা জানান, ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিলসহ মোট তিন মাসের বেতন বকেয়া রয়েছে। দফায় দফায় বেতন ও ঈদ বোনাস দেওয়ার ঘোষণা দিয়েও মালিক পক্ষ কথা রাখেনি। উল্টো কারখানা বন্ধ রেখেছে। এ কারণে বাধ্য হয়ে আন্দোলন করেছেন তারা। এতেও সমাধান না হওয়ায় আজ অনশনে বসেছেন।

আন্দোলনরত শ্রমিক নুর জাহান বলেন, ‘আমাদের তিন মাসের বেতন বকেয়া আছে। ঈদের বোনাস দেয় নাই। এ কারণে আন্দোলনে নেমেছি।’

তিনি আরও বলেন, ‘বেতন পাইনি বলে গ্রামের বাড়ি যেতে পারিনি। মেয়েদের ঈদের জামা কিনে দিতে পারিনি। মেয়েরা বারবার ফোন করে যেতে বলছে, আর্থিক সংকটের ফলে যেতেও পারছি না।’

আরেক শ্রমিক ফরিদ হোসেন বলেন, ‘বেতন-বোনাস পরিশোধের একাধিক তারিখ দিয়েও মালিক পক্ষ কথা রাখেনি। আজকে টাকা নেই বলে ঈদের দিনে সেমাই পর্যন্ত কিনে খেতে পারিনি। তাই অনশনে বসেছি। বাড়ি ভাড়া, দোকানের বাকি অনেক জমে গেছে। এখন কী করবো?’

নারায়ণগঞ্জ শিল্প পুলিশের (অঞ্চল ৪) পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, ‘গার্মেন্টস মালিকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। মালিক না থাকলে বেতন কে দেবে?’

তিনি আরও বলেন, ‘শ্রমিকদের সমস্যা আমরাও বুঝি। কিন্তু মালিক না থাকলে কী আর করার। তবে আমরা চেষ্টা করছি।’

এ বেকা গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল লিমিটেডের মালিক পক্ষের লোকজনের সঙ্গে যোগাযোগ করেও পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল সকালে একই দাবিতে সিদ্ধিরগঞ্জের শিমরাইল-আদমজী সড়ক অবরোধ করেন বিক্ষোভ করেছিলেন কারখানাটির শ্রমিকরা। পরে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়। ১৩ এপ্রিলও তারা আন্দোলন করেছিলেন। সেদিন নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া পরিশোধের আশ্বাস দিয়েছিল মালিক পক্ষ।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
দাবি আদায়ের আগ পর্যন্ত রাজুতে অবস্থানের ঘোষণা পিএসসি সংস্কার আন্দোলনের
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এবার এনবিআরের তিন সদস্য ও এক কমিশনারকে অবসরে পাঠানো হলো
সর্বশেষ খবর
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
৯ জনের দল নিয়েও বায়ার্নকে হারিয়ে সেমিতে পিএসজি
৯ জনের দল নিয়েও বায়ার্নকে হারিয়ে সেমিতে পিএসজি
পুরান ঢাকায় তাজিয়া মিছিল বের হবে সকাল ১০টায়
পুরান ঢাকায় তাজিয়া মিছিল বের হবে সকাল ১০টায়
জুলাই সনদ নিয়ে সালাহ উদ্দিন আহমেদের মন্তব্য জনগণের সঙ্গে প্রতারণা: শিশির
জুলাই সনদ নিয়ে সালাহ উদ্দিন আহমেদের মন্তব্য জনগণের সঙ্গে প্রতারণা: শিশির
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই