X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

জাজিরায় কচু চাষে কৃষকের মুখে হাসি

শরীয়তপুর প্রতিনিধি
২১ মে ২০২২, ০৯:৩৮আপডেট : ২১ মে ২০২২, ০৯:৩৮

শরীয়তপুরের জাজিরা উপজেলায় পানি কচু ও লতিরাজ কচু চাষে কৃষকের মুখে হাসি ফুটেছে। উপজেলার বিভিন্ন ব্লকে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় চাষ হয়েছে এই দুই জাতের কচু।

জাজিরা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, অর্থকরী ফসল হিসেবে এই সবজি বেশ লাভজনক। উপজেলার ১২ ইউনিয়ন ও একটি পৌরসভায় ১৭টি ব্লকে ২৭ হেক্টর জমিতে পানি ও লতিরাজ কচুর চাষ হয়েছে। কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকদের সার, চারা, আন্তঃপরিচর্যার জন্য আর্থিক প্রণোদনা দেওয়া হচ্ছে। পাশাপাশি উপজেলা কৃষি অফিসের মাঠপর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তারা নিয়মিত পর্যবেক্ষণ করে পরামর্শ দিচ্ছেন। এটির মাঝে আন্তঃফসল হিসেবে লালশাক, ধনিয়া ও মেথি শাক চাষে বাড়তি লাভ করছেন কৃষকরা।

মৃধা কান্দি ব্লকের মুন্সিকান্দি গ্রামের কৃষক মো. নেছারউদ্দিন প্রথমবারের মতো কচুর লতি চাষ করেছেন। তিনি বলেন, ‌‘কৃষি বিভাগের পরামর্শে এক হেক্টর জমিতে পানি কচু আবাদ করেছি। আগামীতে আরও দুই হেক্টর জমিতে চাষ করবো। ইতোমধ্যে ৩০ হাজার টাকার কচু বিক্রি করেছি। আশা করছি আরও তিন মাস প্রতি সপ্তাহে নিয়মিত কচু বিক্রি করতে পারবো।’ 

মানিকনগর ব্লকে মহিউদ্দিন হাজির কান্দির গ্রামের কৃষক মহরআলী ফকির ৫০ হেক্টর জমিতে পানি কচু আবাদ করেছেন। 

তিনি বলেন, ‘পানি কচু আবাদ ধান চাষের চেয়েও অনেক লাভজনক। প্রকল্পের আওতায় এবং কৃষি বিভাগের পরামর্শে চাষ করে লাভ হয়েছে। এছাড়া কচু ক্ষেতের ভেতর লাল শাক চাষ করেছি। ইতোমধ্যে লালশাক বিক্রি শুরু করেছি।’

বিকেনগর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা আজহারুল ইসলাম জানান, বাজারে এই সময়ে সবজির ঘাটতি থাকে। তাই বাজারদর বেশ ভালো হয়। জাজিরাতে পানি কচু কিছু উত্তোলন শুরু করেছে, যেখানে প্রতি পিস বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকায়। 

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জামাল হোসেন জানান, কচু চাষে বিঘাপ্রতি খরচ হয় প্রায় ৩০ হাজার থেকে ৩২ হাজার টাকা। শুধু কচু বিক্রি করে গড়ে টাকা আসে ৮০ হাজার থেকে ৯০ হাজার টাকা। এতে মৌসুম শেষে বিঘাপ্রতি লাভ হয় প্রায় ৬০-৭০ হাজার টাকা। কচু চাষ কেবল আর্থিকভাবে লাভজনক নয়, এটি আয়রণ সমৃদ্ধ সবজি যা, শিশু ও গর্ভবতী মায়েদের পুষ্টি নিরাপত্তায় দারুণ ভূমিকা রাখে। 

তিনি আরও জানান, কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় জাজিরায় মুখিকচু, লতিরাজ কচু, ওল কচু, পানি কচু সম্প্রসারণ করতে কৃষকদের উপকরণ, প্রশিক্ষণ দেওয়া হয়। আগ্রহী কৃষকের সংখ্যা দিন দিন বাড়ছে বলেও জানান তিনি। 

/এসএইচ/
সম্পর্কিত
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ফসলের মাঠে সোনারঙ, তীব্র গরমেও কৃষকের মুখে হাসি
ফেসবুকে পোস্ট দিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ, বোমায় আহত ৪
সর্বশেষ খবর
শুধু চাকরির পেছনে ছুটবে না, উদ্যোক্তা হবে:  স্বাস্থ্যমন্ত্রী
শুধু চাকরির পেছনে ছুটবে না, উদ্যোক্তা হবে:  স্বাস্থ্যমন্ত্রী
প্রগতি ইন্ডাস্ট্রিজের সাবেক এমডিসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা
প্রগতি ইন্ডাস্ট্রিজের সাবেক এমডিসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা
বঙ্গোপসাগরে ডুবলো জাহাজ, ভাসছেন ১২ নাবিক
বঙ্গোপসাগরে ডুবলো জাহাজ, ভাসছেন ১২ নাবিক
মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ ইসির
মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ ইসির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের