X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সড়কে ফসল মাড়াই, দুর্ঘটনার শঙ্কা

রাজবাড়ী প্রতিনিধি
২৪ মে ২০২২, ১২:৫০আপডেট : ২৪ মে ২০২২, ১২:৫০

ঢাকা-খুলনা মহাসড়কের সঙ্গে যুক্ত রাজবাড়ীর গোয়ালন্দ-ফরিদপুর-তাড়াইল সড়ক। মহাসড়কের চেয়ে কম সময় লাগায় ও নিরাপদ মনে হওয়ায় এই সড়কটি ব্যবহার করেন অধিকাংশ যানবাহনের চালক। তবে সড়কের প্রায় অর্ধেকটা আটকে যন্ত্র বসিয়ে ধান ও ধনিয়া মাড়াইসহ ধান-খড় শুকানো হচ্ছে। এতে সড়ক দিয়ে অনেকটা ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। শঙ্কা দেখা দিয়েছে যেকোনও বড় ধরনের দুর্ঘটনার।

গোয়ালন্দ থেকে ফরিদপুর পর্যন্ত ২০ কিলোমিটার এলাকা ঘুরে দেখা যায়, ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দের জমিদার সেতু থেকে যুক্ত হয়ে অল্প সময়ে ও নিরাপদে ফরিদপুর যাতায়াতে গোয়ালন্দ-ফরিদপুর-তাড়াইল সড়ক ব্যবহার হচ্ছে। দূরপাল্লার পরিবহন ব্যতীত প্রতিদিন ছোট-বড় অসংখ্য যানবাহন সড়ক দিয়ে যাতায়াত করছে। বিভিন্ন স্থানে স্থানীয়রা সড়কের এক কিনারে ধান ও ধনিয়া ভাঙানোর যন্ত্র বা মাড়াইকল বসিয়েছে। যন্ত্রসহ লোকজন সড়কের অর্ধেক জায়গাজুড়ে দখল করে আছে। মাড়াই করা ধান ও ধনিয়া মাড়াই শেষে সড়কেই শুকাতে দিয়েছে। অনেক পরিবারে পর্যাপ্ত জায়গা না থাকায় সড়ক বেছে নিয়েছে। তাদের পাশ দিয়ে দ্রুতগামী যানবাহন চলাচল করছে।

গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের লাল বিদ্যালয় এলাকায় দেখা যায়, সড়কের এক পাশে ধান মাড়াইকল বসানো হয়েছে। ধানসহ লোকজনের উপস্থিতি সড়কটির অর্ধেক জায়গা দখল করে আছে।  

সড়কে ধান ও ধনিয়া মাড়াই করায় দুর্ঘটনার শঙ্কা দেখা দিয়েছে

স্থানীয় কৃষক হাচেন শেখ বলেন, ‘বাড়িতে তেমন জায়গা নেই। মাঠ থেকে ধান কেটে আনার পর মাড়াই করতে বা শুকাতে সড়কে রেখেছি। এখানে ধান-গম মাড়াই করে খড় শুকিয়ে তারপর বাড়িতে নিয়ে যাবো।

ব্যস্ততম সড়কে এই কাজ করতে গিয়ে আপনারা তো দুর্ঘটনারও শিকার হতে পারেন—এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বহু বছর ধরে এই সড়কেই কাজ করে যাচ্ছি। দুর্ঘটনাতো ঘটে না।’

কিছুটা দূরে ফরিদপুরের দিকে এগোলে দেখা যায়, আরেকটি স্থানে কল বসিয়ে ধনিয়া মাড়াই করা হচ্ছে। স্থানীয়রা জানান, তারা পার্শ্ববর্তী ফরিদপুরের আরিফ বাজার এলাকা থেকে যন্ত্রটি ভাড়া করে এনেছেন। 

উজানচর ইউনিয়নের সদস্য জাকির হোসেন বলেন, ‘এই সড়ক অনেক ব্যস্ত থাকে। প্রতিদিন কয়েকশ ট্রাক, মাইক্রোবাস, মাহিন্দ্রা, অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল করে। বিভিন্ন স্থানে যন্ত্রের সাহায্যে ধান বা ধনিয়া মাড়াইয়ের কাজ করে আবার শুকাতে দেয়। যে কারণে সড়কের অর্ধেকের বেশি জায়গা দখল হয়ে যায়। এতে সড়ক দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। স্থানীয়দের নিষেধ করলেও তারা কথা শোনে না।’

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান বলেন, ‘খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

/এসএইচ/
সম্পর্কিত
বিক্রির জন্য সবজি কিনে ফেরার পথে দুই ব্যবসায়ী নিহত
গরুবোঝাই ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
সর্বশেষ খবর
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!