X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

অন্যজনকে দিয়ে চাকরির লিখিত পরীক্ষায় পাস, মৌখিক দিতে এসে ধরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০১ জুন ২০২২, ২১:০৫আপডেট : ০১ জুন ২০২২, ২২:৩৫

জালিয়াতির মাধ্যমে রাজস্ব ও ভূমি অফিসের অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১৫ জনকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১ জুন) দুপুরে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম হলে মৌখিক পরীক্ষা চলাকালে তাদের আটক করা হয়। এ সময় আটকের ভয়ে পরীক্ষার হল থেকে পালিয়ে গেছেন আরও ২১ পরীক্ষার্থী।

আটক পরীক্ষার্থীরা হলেন- মো. ইব্রাহীম, নাইমুল ইসলাম, মুরশেদুল আলম, মো. জুনায়েদ, বিপ্লব সুশীল, মনি দীপা চৌধুরী, মোজাম্মেল হোসেন, আলী আজগর, তম্ময় দে, নন্দন দাশ, মান্না দাশ, প্রীতম চৌধুরী, শেখর দাশ, রহিম উদ্দিন ও আসাদুজ্জামান।

চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাজমুল আহসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন চট্টগ্রাম জেলার রাজস্ব প্রশাসনের রাজস্ব শাখাসহ ১৫ উপজেলা ভূমি অফিস এবং ছয়টি মহানগর সার্কেল ভূমি অফিসের অফিস সহায়কের শূন্য পদে জনবল নিয়োগের লিখিত পরীক্ষা গত ১১ মার্চ অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উত্তীর্ণ ২৩৭ চাকরিপ্রার্থী বুধবার মৌখিক পরীক্ষায় অংশ নেন। লিখিত পরীক্ষা প্রক্সির মাধ্যমে পাস করা পরীক্ষার্থীদের ধরতে আমরা নানা কৌশল অবলম্বন করি। বিষয়টি বুঝতে পেরে হল থেকে ২১ জন পালিয়ে যায়। বাকি ১৫ জনকে পালানোর সময় আটক করা হয়।’

তিনি আরও জানান, আটক পরীক্ষার্থীদের খাতা যাচাই করে প্রাপ্ত নম্বরের তারতম্যের পাশাপাশি হাতের লেখায়ও অমিল পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, লিখিত পরীক্ষার প্রবেশপত্র ফটোশপ করে অন্যজনকে দিয়ে পরীক্ষায় পাস করেন তারা। আটক ১৫ জনের মধ্যে পাঁচ জনকে অর্থদণ্ড ও ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।

/এফআর/
সম্পর্কিত
দ্বিগুণ করার লোভ দেখিয়ে গৃহবধূর নগদ অর্থ ও স্বর্ণ আত্মসাৎকারী গ্রেফতার
দুদক কর্মকর্তা পরিচয়ে ঘুষ চাওয়া প্রতারক চক্রের ৫ সদস্য কারাগারে
ব্যবসার নামে প্রতারণা: শত কোটি টাকা আত্মসাৎকারীর গ্রেফতার ও বিচার দাবি
সর্বশেষ খবর
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি