X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

গোয়ালঘরে বৃদ্ধা মা, দুই ছেলে ও পুত্রবধূ গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি
১৪ জুন ২০২২, ১৩:১৭আপডেট : ১৪ জুন ২০২২, ১৩:১৭

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ৮৫ বছর বয়সী মাকে গোয়ালঘরে রাখার অভিযোগে দুই ছেলে ও এক পুত্রবধূকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৩ জুন) বিকালে উপজেলার চারিগ্রাম ইউনিয়নের মধ্য চারিগ্রাম থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। এরপর আয়েশা বেগম নামে ওই বৃদ্ধাকে উদ্ধার করে থানায় নেয়।

গ্রেফকারকৃতরা হলো—আয়েশা বেগমের বড় ছেলে ছেলে কলম মিয়া (৫১), মেজো ছেলে মোস্তফা ওরফে মস্তা (৪৫) এবং আরেক ছেলে চানু মিয়ার স্ত্রী মর্জিনা বেগম (৩২)।

পুলিশ ও স্থানীয়রা জানান, আয়েশা বেগম দীর্ঘদিন ধরে অসুখে ভুগছেন। তিন ছেলের আর্থিক অবস্থা ভালো হলেও কেউ তার দেখভাল করে না। ছয় মাস আগে বড় ছেলে কলম মিয়া দেখভালের দায়িত্ব নেয়। কিন্তু কিছু দিন ঘরে রাখার পর গোয়ালঘরে রেখে আসে। তার স্ত্রী বিদেশ থেকে ফিরে ঘরে তোলার পর আয়েশা বেগমের ওপর অত্যাচার শুরু করে। সেই সঙ্গে চানু বিদেশ যাওয়ার পর তার স্ত্রীও মারধর করতে থাকে। তারা কেউ খাবারও দেয় না ঠিকমতো। সাত দিন আগে আয়েশা বেগমকে গোয়ালঘরে রেখে আসে মেজো ছেলে মোস্তফা। সম্প্রতি প্রতিবেশী কয়েকজন নারী তাকে দেখতে যান। এ সময় তাদের কাছে খাবার চান বৃদ্ধা। দোকান থেকে রুটি এনে খাওয়াতে গেলে দুই ছেলে ও পুত্রবধূ তাদের সঙ্গে ঝগড়া করেন।

এ ঘটনা জানাজানি হলে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্যা তাদের বাড়িতে পুলিশ পাঠান। এরপর কলম, মোস্তফা ও চানুর স্ত্রী মর্জিনাকে আটক করে থানায় নিয়ে আসেন। আরেক ছেলের স্ত্রী বিলকিস আক্তারকে আয়েশা বেগমের দেখভালের দায়িত্ব দিয়েছে।

ওসি সফিকুল ইসলাম মোল্যা বলেন,‌ ‘বৃদ্ধা মাকে অবহেলা করায় দুই ছেলে ও এক পুত্রবধূকে আটক করা হয়। সেই সঙ্গে উদ্ধার করে থানায় আনা হলে বৃদ্ধা লিখিত অভিযোগ দেন। এর পরিপ্রেক্ষিতে চার জনের বিরুদ্ধে পিতা-মাতার ভরণ-পোষণ আইন-২০১৩ অনুযায়ী থানায় মামলা হয়েছে। পরে তিন জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।’

/এসএইচ/
সম্পর্কিত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
শিশু অপহরণ করে নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করতো চক্রটি
সর্বশেষ খবর
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ