X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ফতুল্লায় ছুরিকাঘাতে কিশোরের মৃত্যু: গ্রেফতার ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৭ জুন ২০২২, ১৩:৩৮আপডেট : ২৭ জুন ২০২২, ১৩:৪৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় কিশোর সাকিবকে (১৪) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দুই কিশোরকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২৬ জুন) তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার একজনের বয়স ১৮ বছর এবং আরেকজনের বয়স ১৭ বছর। 

এর আগে, শনিবার (২৫ জুন) রাতে ফতুল্লা রেলস্টেশন এলাকায় সাকিবকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। সে ওই এলাকার মারুফ ম্যানেজারের বাড়ির ভাড়াটিয়া নাছিমা বেগমের ছেলে। এ ঘটনায় নিহতের নাছিমা বেগম বাদী হয়ে পাঁচ জনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, সাকিব ও তার ভাই রাকিব (১৯) দাপা ইদ্রাকপুর এলাকার তোফাজ্জল মিয়ার সিলভার মিলে কাজ করতো। শনিবার কাজে না গিয়ে বাসায় ছিল সাকিব। রাত ৯টায় বাসার পাশে শুভর চায়ের দোকানে যায়। এ সময় তার বন্ধু খোকন সঙ্গে ছিল। খোকন ও এক কিশোরের মধ্যে সিনিয়র-জুনিয়র নিয়ে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে। 

আরও পড়ুন: ছুরিকাঘাতে প্রাণ গেলো কিশোরের

এর জেরে রাত ১০টায় ফতুল্লা রেলস্টেশন সংলগ্ন মসজিদের পাশের সড়কে বিবাদীরা ছোরা-চাকু নিয়ে সাকিব ও খোকনের ওপর হামলা চালায়। এক কিশোর চাকু দিয়ে সাকিবের বুকে আঘাত করে। এ সময় আরেক কিশোর ছুরি দিয়ে তার পুরুষাঙ্গে আঘাত করে। এতে জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সাকিব। চিৎকারে নিহতের মা ও বড় ভাইসহ আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে সাকিবকে শহরের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত খোকন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা ও ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির জানান, মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে মামলা করেছেন। দুই জন আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
ছেলের হাতে মা খুনের অভিযোগ
কোরআন পোড়ানোর অভিযোগে যুবক গ্রেফতার
সর্বশেষ খবর
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
ভারত-পাকিস্তান টেস্ট হবে দারুণ: রোহিত
ভারত-পাকিস্তান টেস্ট হবে দারুণ: রোহিত
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ