X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে বরযাত্রীর ওপর হামলা, আহত ১২

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৭ জুন ২০২২, ২৩:১৭আপডেট : ২৭ জুন ২০২২, ২৩:১৭

নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা নদীতে বরযাত্রীর ট্রলারে হামলা চালিয়েছে ডাকাতরা। এ সময় বরযাত্রীদের মারধর করে স্বর্ণালঙ্কার, টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় তারা। এতে বর ও নববধূসহ ১২ জন আহত হয়েছেন। সোমবার (২৭ জুন) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, গত শুক্রবার উপজেলার পিরোজপুর ইউনিয়নের চরগোয়ালদী গ্রামের মোতালেব হোসেনের ছেলে মালয়েশিয়া প্রবাসী নুরে আলমের সঙ্গে মেঘনা উপজেলার সাতআনি গ্রামের আবুল কাসেমের মেয়ে শারমিন আক্তারের বিয়ে হয়। সোমবার বরপক্ষের ৩৫ জন আত্মীয়-স্বজন কনেকে আনতে যান। বিকালে বাড়ি ফেরার পথে মেঘনা নদীর প্রতাপের চর এলাকায় ১৫ জনের ডাকাত দল তাদের ট্রলারে হামলা চালায়। 

এ সময় বরযাত্রীদের মারধর ও পিটিয়ে আহত করে ডাকাতরা। এতে বর নুরে আলম, নববধূ শারমিন, বরযাত্রী আব্দুল বাতেন, জুবায়ের হোসেন, হাফেজ আহম্মদ, আবু ছালেহ, শাহ পরান, সেলিম, বিল্লাল, নাসরিন, নুরজাহান ও খোদেজাসহ ১২ জন আহত হন। হামলার পর তাদের কাছ থেকে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায় ডাকাতরা। পরে আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।

আহত জুবায়ের হোসেন বলেন, ‌‌‘নব দম্পতিকে নিয়ে বাড়ি ফেরার পথে মেঘনা নদীতে ট্রলারযোগে এসে আমাদের ট্রলারে হামলা চালায় ডাকাতরা। তারা মুখোশধারী ছিল। আমাদের এলোপাতাড়ি পিটিয়ে আহত করে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।’

বৈদ্যের বাজার নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. শাহিন বলেন, ‘বিকালে অনুষ্ঠান শেষে নববধূকে নিয়ে বাড়ি ফিরছিল বরপক্ষ। এ সময় ১৫ জনের ডাকাত দল তাদের ওপর হামলা চালিয়ে পিটিয়ে আহত করে। তাদের কাছ থেকে ১৫-২০ ভরি সোনাসহ নগদ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় বর ও নববধূসহ ১২ জন আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সুস্থ হলে এ ঘটনায় মামলা হবে।’

নারায়ণগঞ্জ নৌ-পুলিশ সুপার (এসপি) মিনা মাহমুদা বলেন, ‘ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যদের বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজার একাধিক স্থানে ইসরায়েলি হামলা, নিহত ৯৫
ছাত্রদল নেতার হাতুড়ি পেটায় জাসদ কর্মী নিহত
সেই ফজর আলী হাসপাতালে, নতুন মামলার আসামি ৩০
সর্বশেষ খবর
যশোর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কের পদত্যাগ
যশোর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কের পদত্যাগ
হোলি আর্টিজান হামলা: যেসব কারণে হাইকোর্টে আসামিদের সাজা কমলো
হোলি আর্টিজান হামলা: যেসব কারণে হাইকোর্টে আসামিদের সাজা কমলো
যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজার একাধিক স্থানে ইসরায়েলি হামলা, নিহত ৯৫
যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজার একাধিক স্থানে ইসরায়েলি হামলা, নিহত ৯৫
ফেনীতে অস্ত্রসহ ছাত্রদলের সাবেক দুই নেতা আটক
ফেনীতে অস্ত্রসহ ছাত্রদলের সাবেক দুই নেতা আটক
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের