X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে বরযাত্রীর ওপর হামলা, আহত ১২

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৭ জুন ২০২২, ২৩:১৭আপডেট : ২৭ জুন ২০২২, ২৩:১৭

নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা নদীতে বরযাত্রীর ট্রলারে হামলা চালিয়েছে ডাকাতরা। এ সময় বরযাত্রীদের মারধর করে স্বর্ণালঙ্কার, টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় তারা। এতে বর ও নববধূসহ ১২ জন আহত হয়েছেন। সোমবার (২৭ জুন) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, গত শুক্রবার উপজেলার পিরোজপুর ইউনিয়নের চরগোয়ালদী গ্রামের মোতালেব হোসেনের ছেলে মালয়েশিয়া প্রবাসী নুরে আলমের সঙ্গে মেঘনা উপজেলার সাতআনি গ্রামের আবুল কাসেমের মেয়ে শারমিন আক্তারের বিয়ে হয়। সোমবার বরপক্ষের ৩৫ জন আত্মীয়-স্বজন কনেকে আনতে যান। বিকালে বাড়ি ফেরার পথে মেঘনা নদীর প্রতাপের চর এলাকায় ১৫ জনের ডাকাত দল তাদের ট্রলারে হামলা চালায়। 

এ সময় বরযাত্রীদের মারধর ও পিটিয়ে আহত করে ডাকাতরা। এতে বর নুরে আলম, নববধূ শারমিন, বরযাত্রী আব্দুল বাতেন, জুবায়ের হোসেন, হাফেজ আহম্মদ, আবু ছালেহ, শাহ পরান, সেলিম, বিল্লাল, নাসরিন, নুরজাহান ও খোদেজাসহ ১২ জন আহত হন। হামলার পর তাদের কাছ থেকে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায় ডাকাতরা। পরে আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।

আহত জুবায়ের হোসেন বলেন, ‌‌‘নব দম্পতিকে নিয়ে বাড়ি ফেরার পথে মেঘনা নদীতে ট্রলারযোগে এসে আমাদের ট্রলারে হামলা চালায় ডাকাতরা। তারা মুখোশধারী ছিল। আমাদের এলোপাতাড়ি পিটিয়ে আহত করে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।’

বৈদ্যের বাজার নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. শাহিন বলেন, ‘বিকালে অনুষ্ঠান শেষে নববধূকে নিয়ে বাড়ি ফিরছিল বরপক্ষ। এ সময় ১৫ জনের ডাকাত দল তাদের ওপর হামলা চালিয়ে পিটিয়ে আহত করে। তাদের কাছ থেকে ১৫-২০ ভরি সোনাসহ নগদ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় বর ও নববধূসহ ১২ জন আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সুস্থ হলে এ ঘটনায় মামলা হবে।’

নারায়ণগঞ্জ নৌ-পুলিশ সুপার (এসপি) মিনা মাহমুদা বলেন, ‘ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যদের বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
পায়ুপথে ৭০ লাখ টাকার সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা