X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

উত্তরের ৩০ কিমি সড়কে থেমে থেমে চলছে গাড়ি, দুর্ভোগ চরমে

এনায়েত করিম বিজয়, টাঙ্গাইল
০৮ জুলাই ২০২২, ১৭:৩৪আপডেট : ০৮ জুলাই ২০২২, ২১:৪১

ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে। অতিরিক্ত গাড়ির চাপ, টোল আদায়ে ধীরগতি ও সড়ক দুর্ঘটনার কারণে শুক্রবার (৮ জুলাই) ভোর থেকে মাঝে মধ্যে তীব্র জট ও থেমে থেমে চলছে গাড়ি। এতে চরম দুর্ভোগে পড়েছেন ঘুরমুখো মানুষ। 

সরেজমিনে দেখা যায়, টাঙ্গাইল অংশের করটিয়া হাট বাইপাস এলাকা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে চলছে গাড়ি। কিছু দূর গাড়ি এগিয়ে আবার থেমে যাচ্ছে। প্রচণ্ড রোদে গাদাগাদি করে বাসের ছাদ ও খোলা ট্রাক-পিকআপে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। অনেকে গাড়ি থেকে নেমে সড়কের পাশেই অপেক্ষা করছেন। জট ছুটলে আবার দৌঁড়ে গাড়িতে উঠতে দেখা গেছে তাদের। 

মেঘনা ব্রিজ এলাকা থেকে আসা মফিজুর রহমান নামের এক বাসযাত্রী বলেন, গতকাল রাত ১০টায় বগুড়া যাওয়ার উদ্দেশ্যে মেঘনা ব্রিজ থেকে বাসে উঠেছি। প্রায় পুরো রাস্তায় যানজট পেয়েছি। এখন বিকাল সাড়ে ৩টায় টাঙ্গাইলের রসুলপুরে এসে আটকে আছি। যানজটের কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কখন যে বাড়িতে পৌঁছাতে পারবো তাও জানি না।

 কাশিমপুর থেকে আসা রায়হান নামের এক বাসযাত্রী বলেন, আমি রংপুর যাওয়ার উদ্দেশ্যে সকাল ৯টায় বাসে উঠেছি। পুরো রাস্তায় যানজট পেয়েছি। প্রতি বছর ঈদযাত্রায় এ সড়কে যানজট লেগে থেকে। কী কারণে যানজট হচ্ছে সেটা সমাধান করা জরুরি। এভাবে যানজটে ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে শিশুরা অসুস্থ হয়ে পড়ছে। 

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

সেলিম মিয়া নামের এক যাত্রী বলেন, বাস না পেয়ে ট্রাকে করে বগুড়া যাচ্ছি। প্রায় পুরো রাস্তায় যানজট পেয়েছি। এখন রসুলপুরে আটকে আছি। একদিকে প্রচণ্ড গরম ও অপরদিকে যানজট। সব মিলিয়ে খুব বেকায়দায় আছি। প্রতি ঈদের সময় এই যানজট লাগে। যানজটের কারণ শনাক্ত করে সমাধান করা জরুরি।

 গাজীপুরের চন্দ্রা থেকে এলেঙ্গা আসা বিনিময় গাড়ীর সুপারভাইজার রশিদ মিয়া বলেন, 'সড়কে অনেক যানজট। যাত্রীরাও চরম দুর্ভোগে পড়েছেন।

এলেঙ্গা বাসস্ট্যান্ডে দায়িত্বরত ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর এশরাজুল ইসলাম বলেন, বৃহস্পতিবার অফিস ও গার্মেন্ট ছুটি হওয়ায় মহাসড়কে গাড়ির চাপ বেড়েছে কয়েকগুণ। এজন্য গাড়ির ধীরগতি রয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে আমরা কাজ করছি।

 এ‌লেঙ্গা হাইও‌য়ে পু‌লিশ ফাঁড়ির ইনচার্জ আতাউর রহমান বলেন, সিরাজগঞ্জ প্রান্তে গাড়ি টানতে না পারায় টাঙ্গাইল অংশে যানজটের সৃষ্টি হচ্ছে। পুলিশ যানজট নিরসনে কাজ করছে। আশা করছি খুব দ্রুতই সড়ক স্বাভাবিক হবে। 

বঙ্গবন্ধু সেতুর দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী বলেন, সড়ক দুর্ঘটনা এবং সেতুর ওপর কয়েকটি যান বিকল হয়ে যাওয়ায় যানজট সৃষ্টি হয়েছে। তবে রেকার দিয়ে দুর্ঘটনা কবলিত যান সরানো হয়েছে। এখন গাড়ি চলছে। আশা করি চলাচল দ্রুত স্বাভাবিক হবে ।

 

/টিটি/
সম্পর্কিত
যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদনঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩২২, আহত ৮২৬
অতিরিক্ত ভাড়া আদায়, যৌথ বাহিনীর অভিযানে জরিমানা
আজও কর্মস্থলে ফিরছে মানুষ, বেশি ভাড়া আদায়
সর্বশেষ খবর
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আ.লীগেরর কার্যক্রম নিষিদ্ধে সরকারের সিদ্ধান্ত যুগান্তকারী: মজলিস
আ.লীগেরর কার্যক্রম নিষিদ্ধে সরকারের সিদ্ধান্ত যুগান্তকারী: মজলিস
যুক্তরাজ্যের অভিবাসন আইনে আসতে যাচ্ছে ব্যাপক পরিবর্তন
যুক্তরাজ্যের অভিবাসন আইনে আসতে যাচ্ছে ব্যাপক পরিবর্তন
তারকাদের মা দিবস…
তারকাদের মা দিবস…
সর্বাধিক পঠিত
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ