X
রবিবার, ১১ মে ২০২৫
২৭ বৈশাখ ১৪৩২

সুতার নামে এলো দুই কনটেইনার বিদেশি মদ, আটক ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৩ জুলাই ২০২২, ২১:২৫আপডেট : ২৩ জুলাই ২০২২, ২১:২৫

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিপুল পরিমাণ বিদেশি মদের দুটি কনটেইনার জব্দের ঘটনায় দুই জনকে আটক করেছে র‌্যাব-১১। সুতা ও মেশিনারিজ ঘোষণা দিয়ে চট্টগ্রাম বন্দর দিয়ে বিদেশ থেকে এসব মদ আমদানি করা হয়েছে।

শুক্রবার (২২ জুলাই) রাতে সোনারগাঁয়ের টিপরদি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসিয়ে বিদেশি মদ ও বিয়ারভর্তি দুটি কনটেইনারসহ দুই জনকে আটক করা হয়। শনিবার (২৩ জুলাই) দুপুর ২টার দিকে ঘটনাস্থলে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত জানান র‌্যাব-১১-এর  অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা।

আটককৃতরা হলেন মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার নাগেরহাটের মৃত শেখ জয়নুল আবেদীনের ছেলে সাইফুল ইসলাম (৩২) ও শ্রীনগরের ষোলঘর ভুইচিত্র এলাকার মো. আক্কাস মোল্লার ছেলে মো. নাজমুল মোল্লা (২৩)। 

লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা বলেন, ‘শুক্রবার রাতে তথ্য পাই চট্টগ্রাম বন্দর থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ারভর্তি দুটি কনটেইনার ঢাকায় আসছে। এমন তথ্যের ভিত্তিতে রাত থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসিয়ে সন্দেহজনক গাড়িতে তল্লাশি চালানো হয়। পরে কনটেইনার দুটি আটক করা হয়। এ নিয়ে কাস্টমসের সঙ্গে যোগাযোগ করি। কাস্টমসের গোয়েন্দা শাখার কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। তাদের উপস্থিতিতে কনটেইনার দুটি খোলা হয়। এ সময় বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার পাওয়া যায়।’

আরও পড়ুন: বন্দর থেকে অবৈধভাবে বের হওয়া ২ গাড়ি বিদেশি মদ জব্দ

তিনি আরও বলেন, ‘দুটি চালানের একটিতে সুতা এবং অপরটিতে মেশিনারিজ লেখা ছিল। ট্যাক্সের কোনও কাগজ আমরা পাইনি।আমদানিকারক কারা এ বিষয়ে কাস্টমস জানে। এখন পর্যন্ত আমরা দুই জনকে আটক করেছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

চট্টগ্রাম কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার (এআইআর) মো. সাইফুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আইপি জালিয়াতি করে কুমিল্লা ও ঈশ্বরদী ইপিজেডের দুটি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে সুতা ও মেশিনারিজ ঘোষণায় চালান দুটি খালাস করা হয়। এর মধ্যে গত ২০ জুলাই কুমিল্লা ইপিজেডের হেশি টাইগার কোম্পানি লিমিটেডের নামে চীন থেকে টেক্সটার্ড ইয়ান ঘোষণায় আসা ১৯ হাজার ৬৫০ কেজি ওজনের পণ্য এবং একই দিন ঈশ্বরদী ইপিজেডের বিএইচকে টেক্সটাইল লিমিটেডের নামে চীন থেকে আসা রোভিং মেশিন ও সুতা ঘোষণায় ২০ হাজার ৭৫০ কেজি ওজনের পণ্য খালাসে পৃথকভাবে বিল অফ এন্ট্রি দাখিল করেছিল। প্রতিষ্ঠান দুটির সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান হিসেবে ছিল ডবলমুরিং থানাধীন ৬৯৯ কেবি দেভাশ লেনের জাফর আহমেদ।’

তিনি আরও বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯টায় মদভর্তি দুটি কনটেইনার খালাস হবে। চট্টগ্রাম কাস্টমস হাউসের এআইআর টিম অনুসন্ধান করে জানতে পারে চালান দুটি সন্ধ্যা সাড়ে ৬টায় বের হয়ে গেছে। এরপর কনটেইনার নম্বর ট্র্যাকিং করে গোয়েন্দা সংস্থা, র‌্যাব ও হাইওয়ে পুলিশের সহায়তায় গাড়ি দুটি সোনারগাঁ ও নারায়ণগঞ্জ থেকে জব্দ করা হয়।’

/এএম/ 
সম্পর্কিত
কাগজপত্রবিহীন মোটরসাইকেল ছাড়াতে এসে থানায় হামলা, আটক ৪
জাল এক লাখ টাকা ২০ হাজারে বিক্রি
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
এবার শাহবাগে অবস্থান নিলেন আহত জুলাই যোদ্ধারা
এবার শাহবাগে অবস্থান নিলেন আহত জুলাই যোদ্ধারা
থ্যালাসেমিয়া পেশেন্টস অ্যান্ড প্যারেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ
থ্যালাসেমিয়া পেশেন্টস অ্যান্ড প্যারেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ
আ.লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধকে ইতিবাচক হিসেবে দেখছি: হাসনাত আব্দুল্লাহ
আ.লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধকে ইতিবাচক হিসেবে দেখছি: হাসনাত আব্দুল্লাহ
ইমিগ্রেশন পুলিশকে আরও কঠোর হওয়ার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
ইমিগ্রেশন পুলিশকে আরও কঠোর হওয়ার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
সর্বাধিক পঠিত
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু
চট্টগ্রামে বিএনপির সমাবেশে তামিম ইকবাল, বললেন ‘আমি পলিটিক্যাল কেউ না, স্পোর্টসম্যান’
চট্টগ্রামে বিএনপির সমাবেশে তামিম ইকবাল, বললেন ‘আমি পলিটিক্যাল কেউ না, স্পোর্টসম্যান’
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ