X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

পুনাক মেলায় আলোকসজ্জা

শরীয়তপুর প্রতিনিধি
২৪ জুলাই ২০২২, ২২:২৭আপডেট : ২৪ জুলাই ২০২২, ২২:২৭

বিদ্যুৎ সাশ্রয়ে দিনে এক ঘণ্টা এলাকাভিত্তিক শিডিউল লোডশেডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এ অবস্থায় শরীয়তপুরে মাসব্যাপী আয়োজিত পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) হস্ত, কুটিরশিল্প ও পণ্য মেলায় মানা হচ্ছে না এমন নির্দেশনা। মেলার প্রতিটি স্টলে, ভেতরে ও বাইরের চারপাশে আলোকসজ্জার বিষয়টি সবার নজরে এসেছে। এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

রবিবার (২৪ জুলাই) সন্ধ্যা থেকে প্রতিটি স্টল খোলা আছে। এ স্টল খোলা থাকবে রাত ১১টা পর্যন্ত। এতে স্টলের ভেতরে ও বাইরের বিভিন্ন স্থানে অসংখ্য বাতি জ্বলছে। স্টল ছাড়াও মেলায় বাড়তি বিনোদনের জন্য রয়েছে সার্কাস। এ সার্কাস চলে রাত ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত। এখানে ভেতরে ও বাইরে আলোকসজ্জার ব্যবস্থা রয়েছে।

স্থানীয় কয়েকজন নাম উল্লেখ না করার শর্তে বলেন, যেখানে বিশ্বব্যাপী বৈদ্যুতিক ও জ্বালানি সমস্যা সেখানে আলোকসজ্জা করে মেলা কীভাবে করে এটা আমাদের মাথায় আসে না। অনেক অফিস দেখলাম তারা এসি বন্ধ করে অফিস করে। আর এখানে আলোকসজ্জা করে মেলা হচ্ছে। আমরা নিজেরা যদি সচেতন না হই, তাহলে এ সংকট মোকাবিলা করা কঠিন।

শরীয়তপুর জেলা পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান বলেন, আর সাত দিন মেলা চলবে। এটা তাদের করতে না দিলে স্টল মালিকদের লোকসান হয়ে যাবে। নির্দেশনা আছে দিনের বেলা ডিজেল ব্যবহার করে পেট্রোল ব্যবহার করে জেনারেটর দিয়ে কাজ চালাতে। এছাড়া আমাদের পুলিশ লাইন্সের কোনও বিদ্যুৎ তাদের ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। মেলা কর্তৃপক্ষ শরীয়তপুর ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড থেকে ম্যানেজ করে বিদ্যুৎ নিয়েছে।

শরীয়তপুর ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কামাল উদ্দিনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মেলার বিষয়ে কিছু বলতে পারবো না। আপনার যদি কোনও তথ্য জানার থাকে, তথ্য অধিকার আইনে আবেদন করুন। তখন বিস্তারিত জানানো হবে।  

/টিটি/
সম্পর্কিত
রামপুরা গ্রিডে কারিগরি ত্রুটি, অন্ধকারে ঢাকার একাংশ
আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে সরবরাহ বন্ধ, লোডশেডিং বাড়ার শঙ্কা
রোজায় ২৫ ডিগ্রির নিচে এসি চালালে ব্যবস্থা: বিদ্যুৎ উপদেষ্টা
সর্বশেষ খবর
অসহায় মা-মেয়ের সরকারি চাল খেয়েছেন আওয়ামী লীগ নেতা
অসহায় মা-মেয়ের সরকারি চাল খেয়েছেন আওয়ামী লীগ নেতা
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক