X
সোমবার, ২৭ মার্চ ২০২৩
১৩ চৈত্র ১৪২৯

বৃদ্ধকে সড়কে ফেলে গেলো পরিবার, দায়িত্ব নিলেন ওসি

সুমিত সরকার সুমন, মুন্সীগঞ্জ
১৯ সেপ্টেম্বর ২০২২, ২০:৩৯আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ২০:৩৯

মুন্সীগঞ্জর শ্রীনগর উপজেলার কোলাপাড়া জামে মসজিদের সামনে সড়কের পাশে আব্দুল কাদের (৭৫) নামে এক অসুস্থ বৃদ্ধকে ফেলে রেখে গেছেন তার পরিবারের সদস্যরা। পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে শ্রীনগর থানার ওসি আমিনুল ইসলাম এসে তাকে সেখান থেকে নিজ গাড়িতে করে হাসপাতালে নিয়ে ভর্তি করেন। ওই বৃদ্ধের চিকিৎসাসহ সব দায়-দায়িত্ব নিয়েছেন ওসি আমিনুল ইসলাম।

কোলাপাড়া ইউনিয়নের সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির হাসান সানি জানান, সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে কোলাপাড়া ইউনিয়ন পরিষদের সামনের মসজিদের পাশে সড়কে এক ব্যক্তিকে ব্যাটারিচালিত অটোরিকশা করে নিয়ে আসেন তিন লোক। অটোরিকশা ভাড়া না দিয়েই ওই বৃদ্ধকে সেখানে রেখে তড়িঘড়ি করে একটি মোটরসাইকেল চম্পট দেন তারা।

তিনি বলেন, আমি বৃদ্ধের সঙ্গে কথা বলি। তিনি জানান, তার বাড়ি ভাগ্যকুল ইউনিয়নের উত্তর কামারগাঁওয়ে। প্রায় চার মাস ধরে অসুস্থ তিনি। তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। তারা অনেকদিন আগেই তাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। একই এলাকায় ছোট বোনের বাড়িতেই থাকছেন তিন বছর ধরে। বোনের শ্বশুরবাড়িতে তাকে রাখতে কষ্ট হচ্ছে। আজ দুপুরে তার ছোট ভাইসহ তিন জন মিলে তাকে এখানে ফেলে রেখে গেছেন।

সাব্বির হাসান আরও বলেন, এলাকাবাসী তাকে দেখে থানায় খবর দেই। পরে পুলিশ এসে তাকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়। তবে আমরা জানতে পারি, তার মেয়ের শ্বশুরবাড়ি কোলাপাড়া ইউনিয়নের গাবতলী হাওলাদার বাড়িতে। তার মেয়ের জামাই কোলাপাড়া জামিয়া মাদানিয়া মাদ্রাসার শিক্ষক। এলাকাবাসী তাকে শ্বশুরের বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি তাকে চিনি না।

এই বিষয়ে ভাগ্যকুল ইউনিয়নের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন বলেন, আব্দুল কাদির নামে যে অসুস্থ লোকটিকে সড়কে ফেলে রেখে গেছে- তার স্ত্রী ও সন্তানরা তার যে জমিজমা ছিল তা বিক্রি করে কোলাপাড়া চলে গেছে। তিনি অসুস্থ অবস্থায় কয়েকদিন বোনের বাড়িতে ছিলেন।

কোলাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ঘটনা শুনেছি। অন্য ইউনিয়নের এক প্যারালাইসিস রোগী। তার বাড়ি ভাগ্যকুল ইউনিয়নে। আজকে কোলাপাড়া এলাকায় এনে সড়কের পাশে ফেলে পালিয়ে গেছে। আমার এলাকার লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে হাসপাতালে নিয়ে যায়। তিনি এখন চিকিৎসাধীন আছেন। সুস্থ হলে তার কাছ থেকে জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শ্রীনগর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, সোমবার দুপুরে আমার কাছে এক ব্যক্তির ফোন আসে। অসুস্থ এক ব্যক্তিকে তার পরিবারের লোকেরা রাস্তায় ফেলে গেছে- এমন খবর জানান। আমি সঙ্গে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যাই। গাড়ি করে হাসপাতালে নিয়ে আসি। তিনি দীর্ঘ দিন ধরে অসুস্থ। তাই তাকে পরিবারের লোকজন বোঝা ভেবে সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যান। আমি তার চিকিৎসাসহ সব ধরনের দায়িত্ব নিয়েছি। আমি এখন তার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছি না। কারণ তারা তো তাকে বোঝা হিসেবে ফেলে রেখে গেছেন। আমি তার ভরণপোষণসহ সব কিছুর দায়িত্ব নেব। তারপর দেখি, পরিবারের লোকজন কী করে। আসলে মানবতা আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা ভাবতে কষ্ট হয়।

/এফআর/
সম্পর্কিত
সবাই মিলে বাংলাদেশ, সবাইকে নিয়ে ইফতার
‘শেখ হাসিনার সরকার, চিরদিনই দরকার’
৯ জেলায় ভূমি ও গৃহহীন থাকছে না কেউ
সর্বশেষ খবর
রমজানেই সৌদি-ইরানের বৈঠক
রমজানেই সৌদি-ইরানের বৈঠক
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
রাজধানীতে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীতে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
মঞ্চের অভাবে ধুঁকছে নারায়ণগঞ্জের থিয়েটার শিল্প
মঞ্চের অভাবে ধুঁকছে নারায়ণগঞ্জের থিয়েটার শিল্প
সর্বাধিক পঠিত
স্যার না ডেকে ভাই বলায় শিক্ষকের ওপর খেপলেন সরকারি কর্মকর্তা
স্যার না ডেকে ভাই বলায় শিক্ষকের ওপর খেপলেন সরকারি কর্মকর্তা
সোমবার থেকে সরকারি অফিস ও ব্যাংক চলবে নতুন সময়সূচিতে
সোমবার থেকে সরকারি অফিস ও ব্যাংক চলবে নতুন সময়সূচিতে
ইফতার-সেহরি বিক্রিতে ব্যস্ত ওমর সানী ও মাহিয়া মাহি
ইফতার-সেহরি বিক্রিতে ব্যস্ত ওমর সানী ও মাহিয়া মাহি
চলন্ত মোটরসাইকেলে ফণা তুলে বসলো বিষধর সাপ
চলন্ত মোটরসাইকেলে ফণা তুলে বসলো বিষধর সাপ
চেকিংয়ের আগেই আনসার সদস্যকে লাথি মেরে লাগেজ নিয়ে পালিয়েছেন যাত্রী
চেকিংয়ের আগেই আনসার সদস্যকে লাথি মেরে লাগেজ নিয়ে পালিয়েছেন যাত্রী