X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বৃদ্ধকে সড়কে ফেলে গেলো পরিবার, দায়িত্ব নিলেন ওসি

সুমিত সরকার সুমন, মুন্সীগঞ্জ
১৯ সেপ্টেম্বর ২০২২, ২০:৩৯আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ২০:৩৯

মুন্সীগঞ্জর শ্রীনগর উপজেলার কোলাপাড়া জামে মসজিদের সামনে সড়কের পাশে আব্দুল কাদের (৭৫) নামে এক অসুস্থ বৃদ্ধকে ফেলে রেখে গেছেন তার পরিবারের সদস্যরা। পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে শ্রীনগর থানার ওসি আমিনুল ইসলাম এসে তাকে সেখান থেকে নিজ গাড়িতে করে হাসপাতালে নিয়ে ভর্তি করেন। ওই বৃদ্ধের চিকিৎসাসহ সব দায়-দায়িত্ব নিয়েছেন ওসি আমিনুল ইসলাম।

কোলাপাড়া ইউনিয়নের সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির হাসান সানি জানান, সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে কোলাপাড়া ইউনিয়ন পরিষদের সামনের মসজিদের পাশে সড়কে এক ব্যক্তিকে ব্যাটারিচালিত অটোরিকশা করে নিয়ে আসেন তিন লোক। অটোরিকশা ভাড়া না দিয়েই ওই বৃদ্ধকে সেখানে রেখে তড়িঘড়ি করে একটি মোটরসাইকেল চম্পট দেন তারা।

তিনি বলেন, আমি বৃদ্ধের সঙ্গে কথা বলি। তিনি জানান, তার বাড়ি ভাগ্যকুল ইউনিয়নের উত্তর কামারগাঁওয়ে। প্রায় চার মাস ধরে অসুস্থ তিনি। তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। তারা অনেকদিন আগেই তাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। একই এলাকায় ছোট বোনের বাড়িতেই থাকছেন তিন বছর ধরে। বোনের শ্বশুরবাড়িতে তাকে রাখতে কষ্ট হচ্ছে। আজ দুপুরে তার ছোট ভাইসহ তিন জন মিলে তাকে এখানে ফেলে রেখে গেছেন।

সাব্বির হাসান আরও বলেন, এলাকাবাসী তাকে দেখে থানায় খবর দেই। পরে পুলিশ এসে তাকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়। তবে আমরা জানতে পারি, তার মেয়ের শ্বশুরবাড়ি কোলাপাড়া ইউনিয়নের গাবতলী হাওলাদার বাড়িতে। তার মেয়ের জামাই কোলাপাড়া জামিয়া মাদানিয়া মাদ্রাসার শিক্ষক। এলাকাবাসী তাকে শ্বশুরের বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি তাকে চিনি না।

এই বিষয়ে ভাগ্যকুল ইউনিয়নের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন বলেন, আব্দুল কাদির নামে যে অসুস্থ লোকটিকে সড়কে ফেলে রেখে গেছে- তার স্ত্রী ও সন্তানরা তার যে জমিজমা ছিল তা বিক্রি করে কোলাপাড়া চলে গেছে। তিনি অসুস্থ অবস্থায় কয়েকদিন বোনের বাড়িতে ছিলেন।

কোলাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ঘটনা শুনেছি। অন্য ইউনিয়নের এক প্যারালাইসিস রোগী। তার বাড়ি ভাগ্যকুল ইউনিয়নে। আজকে কোলাপাড়া এলাকায় এনে সড়কের পাশে ফেলে পালিয়ে গেছে। আমার এলাকার লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে হাসপাতালে নিয়ে যায়। তিনি এখন চিকিৎসাধীন আছেন। সুস্থ হলে তার কাছ থেকে জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শ্রীনগর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, সোমবার দুপুরে আমার কাছে এক ব্যক্তির ফোন আসে। অসুস্থ এক ব্যক্তিকে তার পরিবারের লোকেরা রাস্তায় ফেলে গেছে- এমন খবর জানান। আমি সঙ্গে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যাই। গাড়ি করে হাসপাতালে নিয়ে আসি। তিনি দীর্ঘ দিন ধরে অসুস্থ। তাই তাকে পরিবারের লোকজন বোঝা ভেবে সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যান। আমি তার চিকিৎসাসহ সব ধরনের দায়িত্ব নিয়েছি। আমি এখন তার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছি না। কারণ তারা তো তাকে বোঝা হিসেবে ফেলে রেখে গেছেন। আমি তার ভরণপোষণসহ সব কিছুর দায়িত্ব নেব। তারপর দেখি, পরিবারের লোকজন কী করে। আসলে মানবতা আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা ভাবতে কষ্ট হয়।

/এফআর/
সম্পর্কিত
কুড়িয়ে পাওয়া সাড়ে চার লাখ টাকা ফিরিয়ে দিলেন ইজিবাইকচালক
জীবনসংগ্রামে থেমে নেই যারা
‘নারী দিবসে কি টাকা পাওয়া যায়?’
সর্বশেষ খবর
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
মৎস্য অবতরণ কেন্দ্র আধুনিকায়নে কাজ করবে জাইকা ও বিএফডিসি
মৎস্য অবতরণ কেন্দ্র আধুনিকায়নে কাজ করবে জাইকা ও বিএফডিসি
ট্রেনের ৪৫ হাজার টিকিট কিনতে দেড় কোটির বেশি হিট
ট্রেনের ৪৫ হাজার টিকিট কিনতে দেড় কোটির বেশি হিট
নোয়াখালীতে সনি স্মার্ট-এর শোরুম উদ্বোধন
নোয়াখালীতে সনি স্মার্ট-এর শোরুম উদ্বোধন
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের