X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

মুন্সীগঞ্জে সংঘর্ষে ৩০ পুলিশ আহত, বিএনপির দুজন গুলিবিদ্ধের অভিযোগ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২২, ২১:২৪আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ২১:২৪

মুন্সীগঞ্জ সদরের মুক্তারপুরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। এর মধ্যে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মিনহাজ উল ইসলাম ও সদর থানার ওসি তরিকুজ্জামানসহ পুলিশের ৩০ কর্মকর্তা-সদস্য রয়েছেন। পাশাপাশি পুলিশের গুলিতে দুই নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেছেন বিএনপি নেতারা। বুধবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে মুক্তারপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মুক্তারপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। এ সময় পুলিশ বিক্ষোভ মিছিলে বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে বিএনপি নেতাকর্মীদের ছোড়া ইট-পাটকেলে পুলিশ, সাংবাদিক ও বিএনপির নেতাকর্মীসহ অন্তত ৫০ জন আহত হন।

আহতরা হলেন- অতিরিক্ত পুলিশ সুপার মিনহাজ উল ইসলাম, মুন্সীগঞ্জ সদর থানার ওসি তারিকুজ্জামান, ওসি (অপারেশন্স) মোজাম্মেল হক, এসআই সুকান্ত বাউল, এসআই কাজল দাস, এসআই মো. ফরিদুল ইসলাম, এসআই আমিনুল, এএসআই অজিত দাস, এএসআই নকুল দাস, এএসআই কাইয়ুম মিয়া, এসআই মো. তারেক, এসআই শাহিন শিকদার নারী পুলিশ সদস্যসহ ৩০ জন। আহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে এক পুলিশ সদস্য ও আরেক বিএনপি নেতাকে ঢাকায় পাঠানো হয়েছে।

পাশাপাশি পুলিশের গুলিতে দুই নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেছেন বিএনপি নেতারা

এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মাসুদ রানা বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মুক্তারপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছি আমরা। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষ বেধে যায়। এ সময় আমাদের অনেক নেতাকর্মী আহত হন। এর মধ্যে দুজন গুলিবিদ্ধ হন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

দৈনিক সমকালের মুন্সীগঞ্জ প্রতিনিধি কাজী সাব্বির আহমেদ দিপু বলেন, ‘বিকালে বিএনপি বিক্ষোভ মিছিল করলে তাতে বাধা দেয় পুলিশ। পরে বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। ইট-পাটকেলে আমিসহ কয়েকজন সংবাদকর্মী আহত হই।’

মুন্সীগঞ্জ সদর থানার ওসি তারিকুজ্জামান বলেন, ‘আমরা ঘটনাস্থলে অবস্থান করেছিলাম। বিএনপি কর্মসূচি পালনের নামে ট্রাক দিয়ে রাস্তায় ব্যারিকেড দিয়ে মানুষের চলাচলে বাধা সৃষ্টি করে। এতে বাধা দিলে আমাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। কিছুক্ষণ পর লাঠিসোঁটা ও অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালান বিএনপির নেতাকর্মীরা। হামলায় অতিরিক্ত পুলিশ সুপার, সদর থানার ওসি, ওসি অপারেশন্স ও এসআইসহ ৩০ পুলিশ আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

বিএনপির ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক আবুল কালাম প্রধান বলেন, ‘হাসপাতালে ৩০ পুলিশ সদস্য চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে এক পুলিশ সদস্যকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে পাঠানো হয়েছে। একজন বিএনপি কর্মীর কপালে গুরুতর আঘাত লেগেছে। সেটি গুলির আঘাত কিনা নিশ্চিত হতে পারিনি। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা হঠাৎ পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়লে ৩০ পুলিশ আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। তবে কত রাউন্ড গুলি ছোড়া হয়েছে, তা সঠিকভাবে বলতে পারছি না। এ ঘটনায় বিএনপির ১২ নেতাকর্মীকে আটক করা হয়েছে। তবে বিএনপি নেতাকর্মীদের হতাহতের খবর পাইনি। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা করা হবে।’

মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দিন ভূঁইয়া বলেন, ‘পুলিশের ওপর হামলার ঘটনায় বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে জেলা আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হবে।’

 

/এএম/
সম্পর্কিত
সাবেক মেয়র আইভীকে আটক করতে গিয়ে অবরুদ্ধ পুলিশ, এলাকাবাসীর বিক্ষোভ 
শহীদকন্যাকে ধর্ষণের মামলায় ৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র
আবদুল হামিদের দেশত্যাগ: কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার
সর্বশেষ খবর
আ.লীগ নিষিদ্ধে অনেকগুলো ধারা নিয়ে প্রশ্ন তুলেছিলাম: মাহফুজ আলম 
আ.লীগ নিষিদ্ধে অনেকগুলো ধারা নিয়ে প্রশ্ন তুলেছিলাম: মাহফুজ আলম 
কালীগঞ্জে ৪ ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন, চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে
কালীগঞ্জে ৪ ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন, চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ