X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে সংঘর্ষে ৩০ পুলিশ আহত, বিএনপির দুজন গুলিবিদ্ধের অভিযোগ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২২, ২১:২৪আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ২১:২৪

মুন্সীগঞ্জ সদরের মুক্তারপুরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। এর মধ্যে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মিনহাজ উল ইসলাম ও সদর থানার ওসি তরিকুজ্জামানসহ পুলিশের ৩০ কর্মকর্তা-সদস্য রয়েছেন। পাশাপাশি পুলিশের গুলিতে দুই নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেছেন বিএনপি নেতারা। বুধবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে মুক্তারপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মুক্তারপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। এ সময় পুলিশ বিক্ষোভ মিছিলে বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে বিএনপি নেতাকর্মীদের ছোড়া ইট-পাটকেলে পুলিশ, সাংবাদিক ও বিএনপির নেতাকর্মীসহ অন্তত ৫০ জন আহত হন।

আহতরা হলেন- অতিরিক্ত পুলিশ সুপার মিনহাজ উল ইসলাম, মুন্সীগঞ্জ সদর থানার ওসি তারিকুজ্জামান, ওসি (অপারেশন্স) মোজাম্মেল হক, এসআই সুকান্ত বাউল, এসআই কাজল দাস, এসআই মো. ফরিদুল ইসলাম, এসআই আমিনুল, এএসআই অজিত দাস, এএসআই নকুল দাস, এএসআই কাইয়ুম মিয়া, এসআই মো. তারেক, এসআই শাহিন শিকদার নারী পুলিশ সদস্যসহ ৩০ জন। আহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে এক পুলিশ সদস্য ও আরেক বিএনপি নেতাকে ঢাকায় পাঠানো হয়েছে।

পাশাপাশি পুলিশের গুলিতে দুই নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেছেন বিএনপি নেতারা

এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মাসুদ রানা বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মুক্তারপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছি আমরা। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষ বেধে যায়। এ সময় আমাদের অনেক নেতাকর্মী আহত হন। এর মধ্যে দুজন গুলিবিদ্ধ হন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

দৈনিক সমকালের মুন্সীগঞ্জ প্রতিনিধি কাজী সাব্বির আহমেদ দিপু বলেন, ‘বিকালে বিএনপি বিক্ষোভ মিছিল করলে তাতে বাধা দেয় পুলিশ। পরে বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। ইট-পাটকেলে আমিসহ কয়েকজন সংবাদকর্মী আহত হই।’

মুন্সীগঞ্জ সদর থানার ওসি তারিকুজ্জামান বলেন, ‘আমরা ঘটনাস্থলে অবস্থান করেছিলাম। বিএনপি কর্মসূচি পালনের নামে ট্রাক দিয়ে রাস্তায় ব্যারিকেড দিয়ে মানুষের চলাচলে বাধা সৃষ্টি করে। এতে বাধা দিলে আমাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। কিছুক্ষণ পর লাঠিসোঁটা ও অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালান বিএনপির নেতাকর্মীরা। হামলায় অতিরিক্ত পুলিশ সুপার, সদর থানার ওসি, ওসি অপারেশন্স ও এসআইসহ ৩০ পুলিশ আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

বিএনপির ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক আবুল কালাম প্রধান বলেন, ‘হাসপাতালে ৩০ পুলিশ সদস্য চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে এক পুলিশ সদস্যকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে পাঠানো হয়েছে। একজন বিএনপি কর্মীর কপালে গুরুতর আঘাত লেগেছে। সেটি গুলির আঘাত কিনা নিশ্চিত হতে পারিনি। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা হঠাৎ পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়লে ৩০ পুলিশ আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। তবে কত রাউন্ড গুলি ছোড়া হয়েছে, তা সঠিকভাবে বলতে পারছি না। এ ঘটনায় বিএনপির ১২ নেতাকর্মীকে আটক করা হয়েছে। তবে বিএনপি নেতাকর্মীদের হতাহতের খবর পাইনি। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা করা হবে।’

মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দিন ভূঁইয়া বলেন, ‘পুলিশের ওপর হামলার ঘটনায় বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে জেলা আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হবে।’

 

/এএম/
সম্পর্কিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় ধান শুকানোর জমি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
বাঘ ছাড়া হবে জঙ্গলে, তাই শেষবার ভোট দিলেন বাসিন্দারা!
বাঘ ছাড়া হবে জঙ্গলে, তাই শেষবার ভোট দিলেন বাসিন্দারা!
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ ঘোষণা