X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

ফরিদপুরে যুবলীগ-স্বেচ্ছাসেবক দলে সংঘর্ষ, আহত ২৫

ফরিদপুর প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২২, ০১:৫৫আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ০২:০৮

ফরিদপুরে স্বেচ্ছাসেবক দল ও যুবলীগের নেতাকর্মীদের মধ্যে হামলার ঘটনা ঘটেছে। এতে স্বেচ্ছাসেবক দলের ২৫ জন কর্মী আহত হয়েছেন বলে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকালে শহরের অম্বিকা মেমোরিয়াল হলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্বেচ্ছাসেবক দলের নেতারা অভিযোগ করেন, ‘জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু এবং পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মতিউর রহমান শামীমের নেতৃত্বে রামদা, লোহার রড ও লাঠি সোটা নিয়ে অর্ধশতাধিক নেতাকর্মী এ হামলা চালিয়েছে। এ সময় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এম এম জিলানী ও কেন্দ্রীয় সহ-সভাপতি ইয়াছিন আলী মঞ্চে উপস্থিত ছিলেন। তাবে হামলাকারীরা তাদের উপর আঘাত না করে হল থেকে বের করে দেন।’

জেলা স্বেচ্ছাসেক দলের আহ্বায়ক জুলফিকার হোসেন বলেন, কেন্দ্রীয় নেতাদের সামনে জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু ও পৌর কাউন্সিলর মতিউর রহমান শামীমের নেতৃত্বে এ হামলা হয়েছে। হামলায় জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাফিজ, সদর উপজেলা আহ্বায়ক আবুল কালাম, সলথা উপজেলা সদস্য সচিব মামুন হাসান, সদরের যুগ্ম আহ্বায়ক ইদ্রিস বেপারী, পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক রেজাউল তালুকদারসহ অন্তত ২৫ জন আহত হন। এর মধ্যে ফরিদপুর জেনারেল হাসপাতালে একজন এবং ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যালে তিন জন ভর্তি রয়েছেন। বাকিরা ওই দুই হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

তিনি বলেন, ‘হলরুমের মধ্যে এ কর্মীসভার জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে। পৌরসভার কাছ থেকে হলটি ভাড়া নেওয়া হয়েছে।’

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন জিয়াউল হাসান মিঠু ও মতিউর রহমান শামীম। মিঠু বলেন, ‘প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যুবলীগ কর্মীরা সেখানে সমবেত হয়। আমরা জানতামই না যে, সেখানে স্বেচ্ছাসেবক দলের সভা চলছে। আমি স্বেচ্ছাসেক দলের নেতাদের হল থেকে বের হতে সাহায্য করেছি, কোনও হামলার ঘটনা ঘটেনি। এ ঘটনায় কেউ আহত হয়েছে কিংবা চেয়ার, সাউন্ডবক্স ভাঙচুর করা হয়েছে; তা আমার জানা নেই।’

ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান শামীম বলেন, ‘অম্বিকা হলে স্বেচ্ছাসেবক দলের সভা চলছিল। জেলা যুবলীগের নেতাকর্মীরা ওখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সমবেত হয়েছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও মারামারি হয়। পরে আমি শুনতে পারি যে, হলে হামলা হয়েছে, ভাংচুর হচ্ছে। এ খবর শুনে আমি পৌরসভার মালিকানাধীন হলটি রক্ষা করতে এগিয়ে যাই, কোতয়ালি থানার ওসিকে খবর দেই।’

হামলার পেছনে নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করে তিনি বলেন, ‘আমি হামলা করিনি, বরং হামলার কবল থেকে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের রক্ষা করেছি। এটা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কও জানেন।‘

প্রত্যক্ষদর্শীরা জানান, অম্বিকা হল চত্বরে জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান ও বেলুন উড়িয়ে কর্মী সভার সূচনা হয়। এরপর কেন্দ্রীয় নেতাদের নিয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল অম্বিকা হলে ঢুকে নেতারাসহ আসন গ্রহণ করেন।

ওই সময় হামলার ঘটনা ঘটে। প্রথমে যুবলীগের কয়েকজন নেতা হলরুমে হামলা করলে প্রতিরোধ করে স্বেচ্ছাসেক দলের কর্মীরা। এর পর যুবলীগের আরও ৫০-৬০ জন নেতাকর্মী ওই সমাবেশে হামলা করেন। স্বেচ্ছাসেবক দলের বেশ কয়েকজন কর্মী আহত হন।

এসময় রাব্বী ইসলাম শুভ (১২) নামে মাইক অপারেটর এক শিশুকেও মারধর করা হয়। পরে হামলাকারীরা ওই হলরুমের চেয়ার, সাউন্ড বক্স, মাইক্রোফোন ভাংচুর করে।

ওই হামলার সময় ওই হলরুম ও তার আশেপাশে আইনশৃংখলা বাহিনীর কোনও সদস্য ছিল না। পরে হামলার ঘটনার পর ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ জলিলের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যান। তবে তখন হামলাকারী কিংবা স্বেচ্ছাসেবক দলের কেউ ওই হলরুমে ছিলেন না। সংঘর্ষের কথা স্বীকার করে ওসি এম এ জলিল বলেন, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

/ইউএস/
সম্পর্কিত
শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত: গয়েশ্বর চন্দ্র
‘যারা হাসিনাকে হাতপাখা দিয়ে বাতাস করেছে তারাও পিআর নির্বাচন চায়’
আ. লীগের দমন-পীড়ন ছিল এজিদ বাহিনীর সমতুল্য: তারেক রহমান
সর্বশেষ খবর
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল