X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

বিড়ালটির ময়নাতদন্ত হলো সবার সামনে

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৩ নভেম্বর ২০২২, ২০:১৩আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ২০:১৩

মুন্সীগঞ্জের সিরাজদিখানে আছিয়া নামের এক কিশোরীর মারা যাওয়া পোষ্য বিড়ালটির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। মৃত্যুর চার দিন পর বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতালে বিড়ালটির ময়নাতদন্ত করা হয়। 

প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসক শবনম সুলতানা বিড়ালের ময়নাতদন্ত করেন। তিনি বলেন, পুলিশ ও সাংবাদিক সবার উপস্থিতিতেই ময়নাতদন্ত করা হয়। প্রতিটি অঙ্গের ময়নাতদন্ত করেছি। তবে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রতিবেদন আমি দিয়ে দিয়েছি। 

তিনি আরও বলেন, দেহের ময়নাতদন্ত হলেও বিষক্রিয়ার বিষয়টি আমাদের এখানে হয় না। সেটা পরীক্ষা করে ইনস্টিটিউট অব পাবলিক হেলথে। সে বিষয়টি তারা বলতে পারবে।

বিড়ালের ময়নাতদন্ত

এই ঘটনায় করা অভিযোগের তদন্তকারী কর্মকর্তা সিরাজদিখান থানার এসআই কামরুল জানান, বিড়ালটির ময়নাতদন্ত করা হয়েছে। ভিসেরা রিপোর্টের জন্য ঢাকায় নেওয়া হবে। রিপোর্ট পাওয়া গেলে বিড়ালটিকে হত্যা করা হয়েছিল না স্বাভাবিক মৃত্যু হয়েছে তা বোঝা যাবে। ভিসেরা রিপোর্ট পাওয়া গেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, গত ৩০ অক্টোবর সিরাজদিখান থানায় পোষ্য বিড়াল হত্যার অভিযোগ করে বিড়ালের মালিক আছিয়া আক্তারের মা আকলিমা বেগম। এই ঘটনায় বিড়ালটিকে ময়নাতদন্তের জন্য পাঠায় থানা পুলিশ। প্রথমে গড়িমসি করা হলেও গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর আইনি ব্যবস্থা নিতে তৎপর হয় সংশ্লিষ্টরা। 

আছিয়া উপজেলার মালখানগর ইউনিয়নের ফুরশাইল গ্রামের মো. কালাম শেখের মেয়ে। সে জানায়, বিড়ালটিকে ছোটবেলা থেকেই লালন-পালন করছে। গত রবিবার (৩০ অক্টোবর) দুপুরে তার বিড়ালটিকে প্রতিবেশীরা কাঠ দিয়ে আঘাত করে। পরে চিকিৎসার জন্য পশু হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্মকর্তারা মৃত ঘোষণা করেন।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
আমের এই আচার বানিয়ে ফেলা যায় তেল ছাড়াই
আমের এই আচার বানিয়ে ফেলা যায় তেল ছাড়াই
২০২২ সালের খসড়া চুক্তিকে কেন্দ্র করে শান্তি আলোচনা চায় রাশিয়া
২০২২ সালের খসড়া চুক্তিকে কেন্দ্র করে শান্তি আলোচনা চায় রাশিয়া
তিনি এখন হলিউডের শীর্ষ কাঙ্ক্ষিত ব্যাচেলর!
তিনি এখন হলিউডের শীর্ষ কাঙ্ক্ষিত ব্যাচেলর!
সর্বাধিক পঠিত
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ