X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

রাজবাড়ীতেও চলছে ৩৮ ঘণ্টার বাস ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা

রাজবাড়ী প্রতিনিধি
১১ নভেম্বর ২০২২, ১৫:২০আপডেট : ১১ নভেম্বর ২০২২, ১৫:২২

মহাসড়কে তিন চাকার যানবাহন বন্ধের দাবিতে ফরিদপুরের পাশাপাশি রাজবাড়ীতেও ৩৮ ঘণ্টার বাস ধর্মঘট চলছে। শুক্রবার (১১ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া ধর্মঘট চলবে শনিবার (১২ নভেম্বর) রাত ৮টা পর্যন্ত। বাস ধর্মঘটের কারণে সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। ছোট ছোট যানে ভেঙে ভেঙে গন্তব্যে ছুটছেন তারা। গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া।

রাজবাড়ীর কেন্দ্রীয় বাস টার্মিনাল ও মুরগির ফার্ম এলাকায় গিয়ে দেখা যায়, রাজবাড়ী-কুষ্টিয়া, রাজবাড়ী-ফরিদপুর, রাজবাড়ী-দৌলতদিয়া ও ঢাকাসহ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। টার্মিনালগুলোতে বাসগুলোকে সারিবদ্ধ করে রাখা হয়েছে। পরিবহন শ্রমিকেরা বাসের মধ্যে বসে অলস সময় পার করছেন। 

পরিবহন চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষের চরম বিড়ম্বনায় পড়তে হচ্ছে। যাদের জরুরি ভিত্তিতে গৌন্তব্যে যেতে হচ্ছে, তারা অতিরিক্ত ভাড়া দিয়ে মাহিন্দ্র ও অটোরিকশায় যাতায়াত করছেন।

সকাল থেকে কোনও বাস ছেড়ে যায়নি

রাজবাড়ী থেকে গাজীপুরে যাচ্ছিলেন পলাশ মাহমুদ। তিনি বলেন, ‘সড়কে যানবাহন বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাট পর্যন্ত ভেঙে ভেঙে যেতে হবে। একটি অটোরিকশাচালকে ভাড়ার কত বললে তিনি বলেন দৌলতদিয়া ঘাট পর্যন্ত যেতে জনপ্রতি ১৫০ টাকা করে লাগবে। কী আর করা, বাড়তি ভাড়া দিয়ে হলেও যেতে হবে’

রাজবাড়ী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মুরাদ হাসান বলেন, ‘৩৮ ঘণ্টার ধর্মঘটে যাত্রীবাহী বাস বন্ধ থাকায় মহাসড়কে থ্রি হুইলার ও ব্যাটারিচারিত অটোরিকশা চলাচল করছে। আমাদের পূর্ব ঘোষণা অনুযায়ী আজ থেকে শনিবার রাত ৮টা পর্যন্ত ধর্মঘট ডাকা হয়েছে।’ 

বিকল্প যানে বাড়তি ভাড়া গুনে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা

বিএনপি নেতাদের অভিযোগ, শনিবার ফরিদপুর শহরের উপকণ্ঠে কোমরপুরের আব্দুল আজিজ ইনস্টিটিউট মাঠে দলের বিভাগীয় গণসমাবেশ আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে নেতাকর্মীদের যাতায়াত বিঘ্ন করতে বাস ধর্মঘটের ডাক দিয়েছে মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশে নেতাকর্মীদের যাতায়াত বন্ধের জন্য এই ধর্মঘট কি-না, জানতে চাইলে তিনি বলেন, ‘না। এই ধর্মঘট আমাদের পূর্ব ঘোষণা অনুযায়ী হয়েছে। সুতরাং বিএনপির ফরিদপুর গণসমাবেশকে কেন্দ্র করে আমাদের এই ধর্মঘট না।’

/এসএইচ/
সম্পর্কিত
ফিরতি ঈদযাত্রা: আগের দামে টিকিট নেই, দ্বিগুণ দিলে আছে
ঈদের ছুটি শেষ, কাজে ফিরছে মানুষ
শেষ দিনে প্রায় যাত্রীশূন্য গাবতলী বাস টার্মিনাল
সর্বশেষ খবর
গরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালগরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন