X
শনিবার, ২৮ জানুয়ারি ২০২৩
১৪ মাঘ ১৪২৯

টুঙ্গিপাড়ায় ২০ জেলার ইজতেমা, জাতির পিতার সমাধিতে মুসল্লিরা

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৭ নভেম্বর ২০২২, ১১:০৬আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ১১:০৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২০ জেলার ৩ দিনের ইজতেমা চলছে। এখানে ওলামায়ে কেরাম ও তিন চিল্লার সাথীদের সমাগম ঘটেছে। গত শুক্রবার থেকে টুঙ্গিপাড়ার গওহরডাঙ্গা মাদ্রাসা প্রাঙ্গণে এ ইজতেমা শুরু হয়েছে। সোমবার (২৮ নভেম্বর) ভোরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা সমাপ্ত হবে।

ইজতেমায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২০ জেলার অন্তত ১ লাখ ধর্মপ্রাণ মুসল্লি অংশ নিয়েছেন। তাদের পদচারণায় টুঙ্গিপাড়া এখন মুখরিত। গওহরডাঙ্গা মাদ্রাসা থেকে টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ মাত্র ২ কিলোমিটার দূরে অবস্থিত। তাই জাতির পিতার জন্মভূমি, পৈতৃকবাড়ি ও সমাধিসৌধ কমপ্লেক্স দেখতে ভিড় করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। 

রবিবার (২৭ নভেম্বর) এখানে মুসল্লিদের ঢল নামে। বিভিন্ন বয়সের মুসল্লিরা বঙ্গবন্ধুর সমাধিসৌধ ঘুরে ঘুরে দেখেছেন। গত শনিবার ও শুক্রবার বঙ্গবন্ধুর সমাধিতে মুসল্লিদের সমাগম ছিল চোখে পড়ার মতো।

সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ইজতেমায় অংশ নেওয়া বিভিন্ন শ্রেণিপেশার মানুষ বঙ্গবন্ধুর সমাধিসৌধ পরিদর্শন করছেন। দলে দলে বিভিন্ন জেলার মুসল্লিরা বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে ঢুকছেন। আর জাতির পিতার জন্মভূমি, পৈতৃকবাড়ি ও সমাধিসৌধ কমপ্লেক্স ঘুরে ঘুরে দেখে আবার ইজতেমা মাঠে ফিরে যাচ্ছেন। এদের মধ্যে অধিকাংশই বঙ্গবন্ধুর সমাধিতে প্রথম এসেছেন। তবে বঙ্গবন্ধুর সমাধিতে আগত ধর্মপ্রাণ মুসল্লিরা বঙ্গবন্ধুর জন্য দোয়া-মোনাজাত করেছেন। 

ইজতেমায় অংশ নেওয়া ফরিদপুর জেলার সালথা উপজেলার কাগদী মসজিদের ইমাম রফিকুল ইসলাম (৫৫) বলেন, টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গা মাদ্রাসায় তিনদিনের ইজতেমা চলছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ভোলা জেলা বাদে ২০ জেলার ওলামায়ে কেরাম ও তিন চিল্লার সাথীরাসহ প্রায় ১ লাখ ধর্মপ্রাণ মুসল্লি অংশ নিয়েছেন। আমরা ইজতেমা ময়দান থেকে একটি দল বঙ্গবন্ধুর সমাধিতে এসেছি। আমাদের মতো অনেক দল এখানে এসেছে। আমরা বঙ্গবন্ধুর জন্মস্থান, আদি পৈতৃক বাড়ি, সমাধিসৌধ পরিদর্শন করেছি। এগুলো আমাদের কাছে ভালো লেগেছে। এছাড়া আমরা বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজত করেছি। 

এজতেমায় অংশ নেওয়া ররিশাল জেলার সায়েস্তাবাদ গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব মো. আমির হোসেন (৭০) বলেন, বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা। তার প্রতি শ্রদ্ধা জানাতে সমাধিসৌধে দলবল নিয়ে এসেছি। বঙ্গবন্ধুর সমাধিতে এটিই আমার প্রথম আসা। এখানে এসে তার ঐতিহাসিক বাড়িসহ সমাধিসৌধ দেখে আমার মনভরে গেছে। তিনি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি। তার প্রতি শ্রদ্ধা জানাতে পেরে আমি গর্ববোধ করছি।

বঙ্গবন্ধু সমাধিসৌধের সহকারী কিউরেটর মো. নুরুল ইসলাম বলেন, টুঙ্গিপাড়ায় ২০ জেলার ইজতেমা হচ্ছে। ইজতেমায় আগত ধর্মপ্রাণ মুসল্লিরা বঙ্গবন্ধুর সমাধি পরিদর্শন করছেন। এ কারণে এখানে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নেমেছে। খবর বাসস।

/ইউএস/
সর্বশেষ খবর
বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় ট্রলার উলটে চালক নিহত
বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় ট্রলার উলটে চালক নিহত
মধ্যরাতে উপাচার্যের বাসভবনের সামনে ছাত্রীদের অবস্থান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়মধ্যরাতে উপাচার্যের বাসভবনের সামনে ছাত্রীদের অবস্থান
কাভার্ডভ্যানের চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
কাভার্ডভ্যানের চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
পশ্চিমবঙ্গে বিজেপির টার্গেট ১৩ মুসলিম অধ্যুষিত আসন
পশ্চিমবঙ্গে বিজেপির টার্গেট ১৩ মুসলিম অধ্যুষিত আসন
সর্বাধিক পঠিত
বিয়ে করে বিপাকে অভিনেতা তৌসিফ!
বিয়ে করে বিপাকে অভিনেতা তৌসিফ!
উপহার পেয়েছিলেন মাত্র চারটি, এখন তাদের ছাগল-ভেড়া ৬৩টি
উপহার পেয়েছিলেন মাত্র চারটি, এখন তাদের ছাগল-ভেড়া ৬৩টি
রাজধানীতে বিক্রি হচ্ছে জমজমের পানি
রাজধানীতে বিক্রি হচ্ছে জমজমের পানি
কলকাতার দেয়ালে দেয়ালে তাসনিয়া: ফারিণের পাশে দাঁড়ালেন প্রসেনজিৎ
কলকাতার দেয়ালে দেয়ালে তাসনিয়া: ফারিণের পাশে দাঁড়ালেন প্রসেনজিৎ
প্রধানমন্ত্রী কুমিল্লা নামেই বিভাগ দিন: এমপি বাহার
প্রধানমন্ত্রী কুমিল্লা নামেই বিভাগ দিন: এমপি বাহার