X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

টুঙ্গিপাড়ায় ২০ জেলার ইজতেমা, জাতির পিতার সমাধিতে মুসল্লিরা

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৭ নভেম্বর ২০২২, ১১:০৬আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ১১:০৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২০ জেলার ৩ দিনের ইজতেমা চলছে। এখানে ওলামায়ে কেরাম ও তিন চিল্লার সাথীদের সমাগম ঘটেছে। গত শুক্রবার থেকে টুঙ্গিপাড়ার গওহরডাঙ্গা মাদ্রাসা প্রাঙ্গণে এ ইজতেমা শুরু হয়েছে। সোমবার (২৮ নভেম্বর) ভোরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা সমাপ্ত হবে।

ইজতেমায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২০ জেলার অন্তত ১ লাখ ধর্মপ্রাণ মুসল্লি অংশ নিয়েছেন। তাদের পদচারণায় টুঙ্গিপাড়া এখন মুখরিত। গওহরডাঙ্গা মাদ্রাসা থেকে টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ মাত্র ২ কিলোমিটার দূরে অবস্থিত। তাই জাতির পিতার জন্মভূমি, পৈতৃকবাড়ি ও সমাধিসৌধ কমপ্লেক্স দেখতে ভিড় করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। 

রবিবার (২৭ নভেম্বর) এখানে মুসল্লিদের ঢল নামে। বিভিন্ন বয়সের মুসল্লিরা বঙ্গবন্ধুর সমাধিসৌধ ঘুরে ঘুরে দেখেছেন। গত শনিবার ও শুক্রবার বঙ্গবন্ধুর সমাধিতে মুসল্লিদের সমাগম ছিল চোখে পড়ার মতো।

সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ইজতেমায় অংশ নেওয়া বিভিন্ন শ্রেণিপেশার মানুষ বঙ্গবন্ধুর সমাধিসৌধ পরিদর্শন করছেন। দলে দলে বিভিন্ন জেলার মুসল্লিরা বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে ঢুকছেন। আর জাতির পিতার জন্মভূমি, পৈতৃকবাড়ি ও সমাধিসৌধ কমপ্লেক্স ঘুরে ঘুরে দেখে আবার ইজতেমা মাঠে ফিরে যাচ্ছেন। এদের মধ্যে অধিকাংশই বঙ্গবন্ধুর সমাধিতে প্রথম এসেছেন। তবে বঙ্গবন্ধুর সমাধিতে আগত ধর্মপ্রাণ মুসল্লিরা বঙ্গবন্ধুর জন্য দোয়া-মোনাজাত করেছেন। 

ইজতেমায় অংশ নেওয়া ফরিদপুর জেলার সালথা উপজেলার কাগদী মসজিদের ইমাম রফিকুল ইসলাম (৫৫) বলেন, টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গা মাদ্রাসায় তিনদিনের ইজতেমা চলছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ভোলা জেলা বাদে ২০ জেলার ওলামায়ে কেরাম ও তিন চিল্লার সাথীরাসহ প্রায় ১ লাখ ধর্মপ্রাণ মুসল্লি অংশ নিয়েছেন। আমরা ইজতেমা ময়দান থেকে একটি দল বঙ্গবন্ধুর সমাধিতে এসেছি। আমাদের মতো অনেক দল এখানে এসেছে। আমরা বঙ্গবন্ধুর জন্মস্থান, আদি পৈতৃক বাড়ি, সমাধিসৌধ পরিদর্শন করেছি। এগুলো আমাদের কাছে ভালো লেগেছে। এছাড়া আমরা বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজত করেছি। 

এজতেমায় অংশ নেওয়া ররিশাল জেলার সায়েস্তাবাদ গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব মো. আমির হোসেন (৭০) বলেন, বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা। তার প্রতি শ্রদ্ধা জানাতে সমাধিসৌধে দলবল নিয়ে এসেছি। বঙ্গবন্ধুর সমাধিতে এটিই আমার প্রথম আসা। এখানে এসে তার ঐতিহাসিক বাড়িসহ সমাধিসৌধ দেখে আমার মনভরে গেছে। তিনি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি। তার প্রতি শ্রদ্ধা জানাতে পেরে আমি গর্ববোধ করছি।

বঙ্গবন্ধু সমাধিসৌধের সহকারী কিউরেটর মো. নুরুল ইসলাম বলেন, টুঙ্গিপাড়ায় ২০ জেলার ইজতেমা হচ্ছে। ইজতেমায় আগত ধর্মপ্রাণ মুসল্লিরা বঙ্গবন্ধুর সমাধি পরিদর্শন করছেন। এ কারণে এখানে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নেমেছে। খবর বাসস।

/ইউএস/
সম্পর্কিত
‘বাংলাদেশ ভারতের ওপর নির্ভর করে থাকবে না, নিজের পায়ে দাঁড়াবে’
গোপালগঞ্জে ভ্যান চুরির মীমাংসা করতে বসে উল্টো সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
গোপালগঞ্জে ‘কিশোর গ্যাংয়ের’ ৮ সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল