X
শনিবার, ০৫ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

দেশকে ফকির বানিয়ে বিদায় নেবে তারা: শামা ওবায়েদ

মাদারীপুর প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২২, ০২:৩৪আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ০২:৩৪

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক  সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, 'ভোটবিহীন সরকারকে গদি থেকে নামাতে হলে আন্দোলনের বিকল্প নেই। আগামী ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশে আমাদের নেতাকর্মীরা অংশগ্রহণ করার মধ্য দিয়ে জনস্রোত তৈরি হবে। এই সমাবেশ হবে দেশের জনগণের মুক্তির সমাবেশ, দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির সমাবেশ, গণতন্ত্র ফিরিয়ে আনার সমাবেশ ও দেশের একনায়কতন্ত্র শেষ হবার সমাবেশ।'

তিনি বলেন, 'গত ১৪ বছরে দেশে এত উন্নয়ন হয়েছে যে, এখন দুর্ভিক্ষের জন্য প্রস্তুত হতে আমাদের। যারা আগে তিন বেলা খেতো তারা এখন দুই বেলা খায়, যারা দুই বেলা খেতো তারা এখন এক বেলা খায়। এখন ওএমএসের ট্রাকের পেছনে মধ্যবিত্ত আর নিম্নমধ্যবিত্তদের দীর্ঘ লাইন থাকে। যেদিন এই সরকারের পতন হবে সেদিনই দেশের অর্থনৈতিক উন্নতি হবে।'

মঙ্গলবার (২৯ নভেম্বর) রাতে মাদারীপুরের রাজৈরের টেকেরহাট এলাকায় রাজৈর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এম. মহিউদ্দিন হাওলাদারের ৫ম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

শামা ওবায়েদ বলেন, 'আপনারা খবরের কাগজে দেখে থাকবেন ব্যাংকগুলো সব দেউলিয়া হয়ে গেছে। আপনার টাকা আপনি তুলবেন তাও ব্যাংককে ৫ দিন আগে জানাতে হবে। এই হচ্ছে ব্যাংকগুলোর অবস্থা। এই দেউলিয়াত্বের মধ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক আর ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা তুলে নিয়ে গেছে গ্রাহকরা। একদিকে মানুষ না খেয়ে আছে অন্যদিকে এই সরকার বিপুল টাকা খরচ করে ইভিএম নামে ভোট চুরির মেশিন কিনছে। দুর্ভিক্ষ আসতেছে বলে হুমকি দেয়। গ্যাস নাই, বিদ্যুৎ নাই, পানি নাই কিন্তু এর মধ্যেও তাদের চুরি থেমে নাই। মালয়েশিয়া, সিঙ্গাপুর, কানাডা, আমেরিকায় বাড়ি করে দেশকে ফকির বানিয়ে বিদায় নেবে তারা।'

মনি হাওলাদার স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা শামচুল হক হাওলাদারের সভাপতিত্বে ও জীবন বোসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটি সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার, জেলা বিএনপির আহ্বায়ক জাফর আলী মিয়া, সদস্য সচিব জাহান্দার আলী জাহানসহ রাজৈর উপজেলা ও মাদারীপুর জেলা পর্যায়ের নেতাকর্মীরা।

/এলকে/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাঁতারে ৫ ইভেন্টেই ঢাবি সেরা শেখ জামিল
সাঁতারে ৫ ইভেন্টেই ঢাবি সেরা শেখ জামিল
জয়ের পর মনিকা চাকমা বললেন, ‘আজ অনেক ভালো লাগছে’
জয়ের পর মনিকা চাকমা বললেন, ‘আজ অনেক ভালো লাগছে’
ঢাকায় উদযাপিত হলো উল্টো রথযাত্রার শোভাযাত্রা
ঢাকায় উদযাপিত হলো উল্টো রথযাত্রার শোভাযাত্রা
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
সর্বাধিক পঠিত
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন