X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নাশকতার মামলায় গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছেড়ে দিলো পুলিশ

মানিকগঞ্জ প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০২২, ১৮:৫১আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ১৮:৫১

নাশকতার অভিযোগে মানিকগঞ্জের সিংগাইর থানায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে শ্রমিক লীগের নেতার করা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল হাসানকেও (৩২) আসামি করা হয়েছে। মামলার পর পুলিশ তাকে গ্রেফতার করলেও পরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সুপারিশে তাকে ছেড়ে দিয়েছে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। কামরুল হাসান জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য। উপজেলার পশ্চিম বাস্তা গ্রামের মজিবর রহমানের ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত বৃহস্পতিবার (১ ডিসেম্বর) নাশকতার অভিযোগ এনে সিংগাইর থানায় মামলাটি করেন পরিবহন শ্রমিক লীগের নেতা আকাশ আহমেদ ওরফে নয়ন। এ মামলায় বিএনপির নেতাকর্মীসহ ২০ জন আসামির নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়। মামলায় আসামি হিসেবে স্বেচ্ছাসেবক লীগের নেতা কামরুল হাসানের নামও রয়েছে।

এজাহার সূত্রে জানা গেছে, গত ৩০ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে সিংগাইরের গাজিন্দা এলাকায় মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কে বিএনপির নেতাকর্মীরা ১০ ডিসেম্বর ঢাকায় গণসমাবেশে দেশকে অচল করার লক্ষ্যে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। তারা মহাসড়কে টায়ার জ্বালিয়ে স্লোগান দিচ্ছিলেন। একটি সিএনজিচালিত অটোরিকশায় যাওয়ার সময় বাদীকে দেখার পরপরই সড়কের ওপর এলোপাতাড়ি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে বাদী পুলিশকে খবর দিয়ে ঘটনাস্থল আসার পরপরই মিছিলকারীরা পালিয়ে যান।

এ ঘটনায় পর দিন আকাশ আহমেদ নয়ন বাদী হয়েছে বিএনপি নেতাকর্মীদের আসামি করে সিংগাইর থানায় মামলা করেন। মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুলকে ৯ নম্বর আসামি করা হয়।

বুধবার দুপুরে কথা হয় কামরুল হাসানের সঙ্গে। তিনি জানান, মঙ্গলবার বিকাল ৩টার দিকে পশ্চিম বাস্তা গ্রামে বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাকে থানায় নিয়ে যাওয়া হয়। পরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমানের সুপারিশে সন্ধ্যা ৭টার দিকে পুলিশ তাকে ছেড়ে দেয়।

তিনি দাবি করেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে বাদী এ মামলায় তাকে আসামি করেছেন।

গ্রেপ্তারের পর মুক্তির বিষয়টি নিশ্চিত করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান বলেন, কামরুল স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এ কারণে মামলায় উল্লেখ করা ঘটনার সময়ে সেখানে থাকার কথা নয়। বাদীর সঙ্গে ব্যক্তিগত সমস্যার কারণে এ মামলায় কামরুলকে আসামি করা হয়ে থাকতে পারে। পরে এ বিষয়ে পুলিশের সঙ্গে কথা বলে তাকে থানা থেকে ছাড়িয়ে আনা হয়।

এ বিষয়ে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্লা বলেন, বাদী ভুল করে এজাহারে তার (কামরুল) নাম দিতে পারেন। তবে বিষয়টি তদন্তাধীন।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
উপজেলা নির্বাচনে পলকের হস্তক্ষেপ ঠেকাতে হাইকোর্টে রিট
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
সর্বশেষ খবর
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ