X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

হাতকড়া-ডান্ডাবেড়ি নিয়ে মায়ের জানাজা পড়ালেন বিএনপি নেতা

গাজীপুর প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০২২, ০১:৪৮আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, ১৫:৩২

হাতকড়া আর ডান্ডাবেড়ি নিয়ে মায়ের জানাজা পড়ালেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম। মায়ের মৃত্যুতে মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে গাজীপুর জেলা কারাগার থেকে তিনি প্যারোলে মুক্তি পান। পরে কালিয়াকৈরের পাবরিয়াচালায় বাড়িতে মায়ের জানাজা পড়ান।

শেষবারের মতো মাকে দেখতে সোমবার (১৯ ডিসেম্বর) বিকালে আইনজীবীর মাধ্যমে গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) বরাবর প্যারোলে মুক্তির আবেদন করেন তিনি। মঙ্গলবার তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান আলী আজম। এর আগে রবিবার (১৮ ডিসেম্বর) বিকালে আলী আজমের মা সাহেরা বেগম (৬৭) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।     

আলী আজমের ভাই আতাউর রহমান বলেন, প্যারোলে মুক্তি পেয়ে সকাল ১০টায় নিজ বাড়ির পাশে মায়ের জানাজায় উপস্থিত হন আলী আজম। বেলা ১১টায় জানাজা শেষে দাফন সম্পন্ন হলে তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়। জানাজা ও দাফনের পুরো সময় আলী আজম হাতকড়া-ডান্ডাবেড়ি পরা অবস্থায় ছিলেন।

তিনি আরও বলেন, জেলা প্রশাসক বরাবর প্যারোলে মুক্তির আবেদন করলে আমার ভাইকে তিন ঘণ্টার জন্য মুক্তি দেওয়া হয়। জানাজা পড়ার সময় পুলিশকে অনুরোধ করা হয়েছিল, তার হাতকড়া ও ডান্ডাবেড়ি খুলে দেওয়ার জন্য। কিন্তু পুলিশ আমাদের অনুরোধ রাখেনি।

এদিকে, মায়ের জানাজা পড়ার সময় আলী আজমের হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিহিত ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সমালোচনার সৃষ্টি হয় এবং জানাজায় উপস্থিত লোকজন ক্ষোভ প্রকাশ করেন।

জানাজায় উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী সাইয়েদুল আলম বাবুল, সাধারণ সম্পাদক পারভেজ আহমেদসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কালিয়াকৈর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ বলেন, মায়ের মৃত্যুর খবরে আবেদনের পরিপ্রেক্ষিতে আলী আজমকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় জানাজার সময়ও তার হাতকড়া ও ডান্ডাবেড়ি খুলে দেওয়া হয়নি।

এ বিষয়ে গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, বিষয়টি পুলিশের কাছ থেকে শুনতে হবে। আমি ব্যস্ত ছিলাম। আসলে কী ঘটেছে জানি না। তবে জেল কোডে বলা আছে, আদালতে তোলার সময় ডান্ডাবেড়ি খুলে দিতে হবে। বাকি সময় ডান্ডাবেড়ি পরা থাকতে হবে। পুলিশকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া থাকে। সেভাবে পুলিশ নিয়ে যায়। নিরাপত্তার দায়িত্ব থাকে পুলিশের। নিরাপত্তার বিষয়ে পুলিশের যতটুকু পদক্ষেপ নেওয়া দরকার ততটুকু পুলিশ নেবে। 

গাজীপুর জেলা কারাগারের সুপার মোহাম্মদ বজলুর রশিদ বলেন, আলী আজমকে ৯ জন পুলিশ সদস্য জেল আইন মেনে বাড়িতে নিয়ে গিয়েছিল। প্যারোলের সময় শেষে তাকে আবার কারাগারে পাঠানো হয়েছে। 

উল্লেখ্য, গত ২৯ নভেম্বর কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় আওয়ামী লীগ কার্যালয়ে হামলার অভিযোগে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। ওই মামলায় ২ ডিসেম্বর আলী আজমকে গ্রেফতার করা হয়। এ মামলায় আলী আজমসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতনামা আসামি করা হয় আরও ১৫০ জনকে। আওয়ামী লীগ কার্যালয়ের অফিস সহকারী আবদুল মান্নান শেখ বাদী হয়ে এ মামলা করেন।

/এলকে/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রোহিঙ্গাদের জন্য ৩১৬ কোটি টাকায় পরামর্শক প্রতিষ্ঠান
রোহিঙ্গাদের জন্য ৩১৬ কোটি টাকায় পরামর্শক প্রতিষ্ঠান
নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে: আমির খসরু
নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে: আমির খসরু
এক নম্বর হতে চান মিরাজ
এক নম্বর হতে চান মিরাজ
ইস্তাম্বুলে রুশ প্রতিনিধি নয়, পুতিনের সঙ্গে বৈঠক চান জেলেনস্কি
ইস্তাম্বুলে রুশ প্রতিনিধি নয়, পুতিনের সঙ্গে বৈঠক চান জেলেনস্কি
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি