X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

কুয়াশা কাটতে গড়ালো বেলা, ১০ ঘণ্টা পর চললো ফেরি

রাজবাড়ী প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০২২, ১২:৪৮আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২, ১২:৪৮

ঘন কুয়াশার কারণে দীর্ঘ ১০ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে কুয়াশা কেটে গেলে পুনরায় এই নৌপথে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে, শুক্রবার দিবাগত রাত ১টা থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় ঘাট এলাকায় আটকা পড়ে প্রায় তিন শতাধিক ছোট-বড় যানবাহন। এতে শীতে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।

সরেজমিনে সকাল ৯টায় ঘাট এলাকা ঘুরে দেখা যায়, ঘন কুয়াশায় আচ্ছন্ন দৌলতদিয়া ফেরি ঘাট এলাকা। ফেরি বন্ধ থাকায় ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের দৌলতদিয়া কফিল ফিলিং স্টেশন পর্যন্ত এক কিলোমিটার এলাকাজুড়ে দুই লাইনে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও মাইক্রোবাসের সিরিয়াল তৈরি হয়েছে। আটকে পড়া যানবাহনের চালক ও যাত্রীর দুর্ভোগের পড়েন। বিশেষ করে শিশুরা ও বৃদ্ধরা বেশি ভোগান্তিতে পড়েন।

বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাট অফিস সূত্রে জানা গেছে, ঘন কুয়াশায় রাত ১টার পর পাটুরিয়া থেকে ছেড়ে যাওয়া ফেরি খানজাহান আলী, কেরামত ও হাসনা সামনে না দেখতে পেরে মাঝ নদীতে নোঙর করে রাখে। পরে কুয়াশা কেটে গেলে সকাল সাড়ে ১০ দিকে নোঙর উঠিয়ে দৌলতদিয়া ঘাটের দিকে ছেড়ে যায়।

কুয়াশা কাটতে গড়ালো বেলা, ১০ ঘণ্টা পর চললো ফেরি

চুয়াডাঙ্গা থেকে পাতা কফি নিয়ে আসা ঘাটে আটকা পড়া ট্রাক চালক রাসেল মাহমুদ বলেন, রাত ২টার দিকে ঘাটে এসে কুয়াশায় আটকে পড়ি। ঘন কুয়াশার কারণে ফেরি বন্ধ থাকায় নদী পার হতে পারিনি। কুয়াশা না থাকলে ভোরের মধ্যে ঢাকার কাওরান বাজারে চলে যেতাম। ফেরি বন্ধ থাকায় মালের পার্টি ও আমার অনেক ক্ষতি হয়ে গেল। কুয়াশায় তো কারও হাত নেই। কী আর করা ফেরি না ছাড়া পর্যন্ত ঘাটেই অপেক্ষা করতে হবে।

ঘাটে আসা ঢাকাগামী প্রাইম লাইন নামে যাত্রীবাহী বাসের চালক রিপন বলেন, রাত ১টার কিছুক্ষণ পর এসে ঘাটে আটকা পড়েছি। গাড়িতে ৪৬ জনের মতো যাত্রী রয়েছে। তীব্র শীত ও ঘন কুয়াশায় রাতে যাত্রী ও আমাদের অনেক কষ্ট হয়েছে। এরপর আবার এখানে কোনও পাবলিক টয়লেট নেই- যে কারণে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব‍্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহ উদ্দিন বলেন, ঘন কুয়াশার কারণে শুক্রবার রাত ১টা থেকে পদ্মা নদীতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে গেলে শনিবার বেলা ১১টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। বর্তমানে এ নৌপথে ছোট-বড় ১১ ফেরি যানবাহন পারাপারে চলাচল করছে।

/এফআর/
সম্পর্কিত
দৌলতদিয়া ঘাটে মানুষ ও যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি 
দায়িত্বে গাফিলতির কারণে ডুবে গিয়েছিল রজনীগন্ধা ফেরি, ১১ জন বরখাস্ত
পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চাপ বাড়লেও নেই ভোগান্তি
সর্বশেষ খবর
বিচ্ছেদের পর প্রতারণার অভিযোগে সাবেক স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
বিচ্ছেদের পর প্রতারণার অভিযোগে সাবেক স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
রেমিট্যান্স প্রেরকদের জন্য আরও সুবিধা চায় সংসদীয় কমিটি
রেমিট্যান্স প্রেরকদের জন্য আরও সুবিধা চায় সংসদীয় কমিটি
প্রিমিয়ার ব্যাংকের নতুন এমডি মোহাম্মদ আবু জাফর
প্রিমিয়ার ব্যাংকের নতুন এমডি মোহাম্মদ আবু জাফর
দুর্নীতির অভিযোগে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ