X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

হাসপাতালে ঢুকে চিকিৎসকের মাথায় ঠেকানো পিস্তলটি খেলনা

রাজবাড়ী প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০২৩, ২২:২৯আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ২২:২৯

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসককে অস্ত্র ঠেকিয়ে কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ছাড়া তাদের কাছে থাকা খেলনা পিস্তল, নগদ টাকা ও লুণ্ঠিত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার আসামিরা হলেন- উপজেলার হাউলিকেউটিল এলাকার গনির ছেলে রনি (২৩), কুমড়াকান্দি এলাকার সালামের ছেলে ইমরান (২৭) ও নছর উদ্দিন সরদার পাড়া এলাকার চেনারুদ্দিন ফকিরের ছেলে রুবেল ফকির।

জানা যায়, রবিবার (৮ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১১টার দিকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্তব্যরত উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ জরুরি বিভাগের পাশের একটি কক্ষে বসে ছিলেন। এ সময় দুজন দুর্বৃত্ত ওই কক্ষে প্রবেশ করে পিস্তল ও ধারালো ছুরি ঠেকিয়ে তার কাছে থাকা নগদ অর্থ ও তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় এবং তারা তাকে ভেতরে রেখে কক্ষ বাইরে থেকে আটকে দিয়ে চলে যায়। পরে তিনি চিৎকার করলে হাসপাতালের অন্যান্য স্টাফরা এগিয়ে এসে উদ্ধার করেন।

এদিকে ঘটনার পরপরই হাসপাতালে উপস্থিত হয় থানা পুলিশের একটি টহল দল। পুলিশ ছিনতাইকারীদের পিছু নিয়ে কিছুদূর গিয়ে ছিনতাই হওয়া মোবাইল ফোনে কল দিলে বেজে ওঠে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

ভুক্তভোগী মো. আবুল কালাম আজাদ বলেন, ‘আমি রবিবার দুপুর ২টা থেকে জরুরি বিভাগে দায়িত্ব পালন করছিলাম। রাত সাড়ে ১১টার পর দুজন এসে হঠাৎ আমার মাথায় পিস্তল ও পেটে ধারালো অস্ত্র ঠেকিয়ে এবং হাতে ও মাথায় আঘাত করে আমার মানিব্যাগে থাকা নগদ ছয় হাজার টাকা, ব্যবহৃত একটি স্মার্ট ফোনটি  ছিনিয়ে নেয়। আমি এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেবো।’

এ ঘটনায় পুলিশ সোমবার বেলা ১১টার দিকে হাসপাতালের সিসি টিভির ফুটেজ পরীক্ষা করতে গেলে দেখা যায়, সিসি টিভির ক্যাবল ডিভাইস থেকে বিচ্ছিন্ন করা।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. শাহ মোহাম্মদ শরিফ জানান, সিসি টিভির ক্যাবল বিচ্ছিন্ন এবং সম্প্রতি পর পর কয়েকটি ঘটনায় মনে হচ্ছে, এ ঘটনায় হাসপাতালের কেউ যুক্ত থাকতে পারে।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, রবিবার ঘটনার পরে রাত থেকেই অভিযুক্তদের সন্দেহ করে তাদের পরিচয় শনাক্ত করে সোমবার দুপুরে লুণ্ঠিত মোবাইল ফোন, নগদ দুই হাজার টাকা ও একটি খেলনা পিস্তলসহ তাদের তিন জনকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, রাতে তাদের কাছে থাকা খেলনা পিস্তল দিয়ে ভুক্তভোগীকে ভয় দেখিয়ে এ ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে। তাদের বিরুদ্ধে মামলার পর আগামীকাল সোমবার জেলা আদালতে সোপর্দ করা হবে।

/এফআর/
সম্পর্কিত
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা গায়েব
বাড়ি লিখে না দেওয়ায় বাবাকে ছুরিকাঘাত
সর্বশেষ খবর
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ সুবিধা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ সুবিধা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়