X
সোমবার, ২৭ মার্চ ২০২৩
১৩ চৈত্র ১৪২৯

পথচারীদের চাপা দেওয়ায় ৬টি বাসে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা

গাজীপুর প্রতিনিধি
১০ জানুয়ারি ২০২৩, ২৩:০৮আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ২৩:০৮

গাজীপুর মহানগরীর গাছা থানার হারিকেন এলাকায় পথচারীদের চাপা দেওয়ায় ছয়টি বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে ৩০টি গাড়ি ভাঙচুর করেছে তারা। 

‘বাসচাপায় দুজন মারা গেছে’ এমন গুজব ছড়িয়ে মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বাসে আগুন ও ভাঙচুর করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, গাজীপুর থেকে অনাবিল পরিবহনের দুটি বাস পাল্লা দিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় চার পথচারী মহাসড়ক পর হওয়ার চেষ্টা করেন। তখন দ্রুতগতির অনাবিল পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে তায়রুন্নেছা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে তিন জন নারী এবং একজন পুরুষ। তাদের নাম জানা যায়নি। 

এর কিছুক্ষণ পর ‘বাসচাপায় দুজন মারা গেছে’ এমন গুজব ছড়িয়ে পড়ে। এতে উত্তেজিত হয়ে অনাবিল পরিবহনের তিনটি, উজানভাটি পরিবহনের একটি, বলাকা এবং আজমেরী পরিবহনের দুটি বাসে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরই মধ্যে চারটি বাস পুড়ে যায়।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ‘ছয়টির মধ্যে চারটি বাস পুড়ে গেছে। এর মধ্যে দুটি অনাবিল, একটি উজানভাটি এবং একটি বলাকা পরিবহন।’

আহতদের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তায়রুন্নেছা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক আশরাফ হোসেন।

‘বাসচাপায় দুজন মারা গেছে’ এমন গুজব ছড়িয়ে বাসে আগুন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার আলমগীর হোসেন। তিনি বলেন, ‘চার পথচারী মহাসড়ক পার হওয়ার সময় অনাবিল পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে তারা আহত হন। পরে আহতদের মধ্যে দুজনের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে ক্ষুব্ধ হয়ে ছয়টি গাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। আগুন নিভিয়ে রাত সাড়ে ৮টার দিকে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। তবে দুর্ঘটনায় কেউ নিহত হননি।’

 

/এএম/
সম্পর্কিত
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো ২ বাংলাদেশির
ট্রাকচাপায় প্রাণ গেলো স্কুলছাত্রের
মাদারীপুরে বাসের চাপায় অটোরিকশাচালক নিহত
সর্বশেষ খবর
মাশরাফির ৫ উইকেট শিকারে ৮০ রানে অলআউট মোহামেডান
মাশরাফির ৫ উইকেট শিকারে ৮০ রানে অলআউট মোহামেডান
আজকের আবহাওয়া: ২৭ মার্চ ২০২৩
আজকের আবহাওয়া: ২৭ মার্চ ২০২৩
কারিগরি শিক্ষকদের প্রশিক্ষণ ইনস্টিটিউট নির্মাণ: ব্যয় কমে বেড়েছে সময়
কারিগরি শিক্ষকদের প্রশিক্ষণ ইনস্টিটিউট নির্মাণ: ব্যয় কমে বেড়েছে সময়
পুরান ঢাকার সেরা ৫ বিরিয়ানি
পুরান ঢাকার সেরা ৫ বিরিয়ানি
সর্বাধিক পঠিত
স্যার না ডেকে ভাই বলায় শিক্ষকের ওপর খেপলেন সরকারি কর্মকর্তা
স্যার না ডেকে ভাই বলায় শিক্ষকের ওপর খেপলেন সরকারি কর্মকর্তা
সোমবার থেকে সরকারি অফিস ও ব্যাংক চলবে নতুন সময়সূচিতে
সোমবার থেকে সরকারি অফিস ও ব্যাংক চলবে নতুন সময়সূচিতে
ইফতার-সেহরি বিক্রিতে ব্যস্ত ওমর সানী ও মাহিয়া মাহি
ইফতার-সেহরি বিক্রিতে ব্যস্ত ওমর সানী ও মাহিয়া মাহি
চলন্ত মোটরসাইকেলে ফণা তুলে বসলো বিষধর সাপ
চলন্ত মোটরসাইকেলে ফণা তুলে বসলো বিষধর সাপ
চেকিংয়ের আগেই আনসার সদস্যকে লাথি মেরে লাগেজ নিয়ে পালিয়েছেন যাত্রী
চেকিংয়ের আগেই আনসার সদস্যকে লাথি মেরে লাগেজ নিয়ে পালিয়েছেন যাত্রী