X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

উন্নয়ন হচ্ছে, ভোটটা ঠিকমতো দিয়েন, উল্টাপাল্টা কইরেন না: রেলমন্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২৩, ১৬:৫২আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩, ১৭:৩৪

আসন্ন সংসদ নির্বাচনে নৌকায় ভোট চেয়ে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘রেলের ডাবল লাইনের কাজ হচ্ছে। নারায়ণগঞ্জবাসী খুব সহজে ঢাকা যেতে পারবে। কাজ শেষে হলে এখান থেকে ঢাকা যেতে সময় লাগবে ১৫ থেকে ২০ মিনিট। উন্নয়ন হচ্ছে। সামনে ভোট আসতেছে। উন্নয়নের কাজ যেন ঠিকভাবে চালিয়ে নেওয়া যায়। ভোটটা ঠিকমতো দিয়েন, উল্টাপাল্টা কইরেন না।’

শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ রেল স্টেশন পরিদর্শনে শেষে উপস্থিত জনগণের উদ্দেশে তিনি এ কথা বলেন। এর আগে চাষাঢ়া রেল স্টেশন ও নারায়ণগঞ্জ রেল স্টেশনের মধ্যবর্তী লেভেল ক্রসিংয়ে ডাবল লাইন নির্মাণে ভূমি সংক্রান্ত জটিলতা সরেজমিনে পরিদর্শন করেছেন মন্ত্রী।

পরিদর্শন শেষে নূরুল ইসলাম সুজন বলেন, ‘উন্নয়নের প্রয়োজনে রেলওয়ের জায়গা কেউ দখল করে রাখলে, তা সরাসরি উচ্ছেদ করবো। আমাদের কতগুলো জায়গা বেদখল হয়ে গেছে। রেলের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দিক বিবেচনা করে আমরা উচ্ছেদের সিদ্ধান্ত নেবো। এখানে রেলের জায়গা ছিল। এটাকে উদ্যোগ নিয়ে একটি সরকারি সংস্থা পার্ক করেছে। এটা ভালো উদ্যোগ নেওয়া হয়েছে। যেসব এলাকায় জনস্বার্থে, দেশ ও এলাকার স্বার্থে জায়গা নেওয়া হয়েছে, সেগুলো সমঝোতার দৃষ্টিতে সমাধান করেছি।’

মন্ত্রী বলেন, ‘কিছু সমস্যা ছিল, এখনও কিছু আছে। ডাবল লাইন করতে গেলে কী হতে পারে, এমনিতে এখন এক লাইনের রেল ক্রসিংয়ের সময়ে রাস্তা বন্ধ হয়ে থাকে, জ্যাম তৈরি হয়। সে বিষয়ে নারায়ণগঞ্জের মেয়র কনসার্ন (উদ্বিগ্ন)। তাহলে তো আমাদের এসব বন্ধ হয়ে যাবে। তাহলে আন্ডারপাস ও ওভারপাস করা যায় কি না- তা নিয়ে উনি ভাবছেন এবং আমরাও চিন্তা ভাবনা করছি। এ বিষয়ে কী করা যায় তা নিয়ে আলোচনা করা হয়েছে।’

তিনি বলেন, ‘সড়কের কিছু অংশ নিয়ে আমাদের ডাবল লাইন করতে হচ্ছে। সশরীরে এটা দেখার জন্য আমি এসেছি। আমি যা দেখলাম, সড়কের খুব বেশি একটা সমস্যা হবে না বলে আমার ধারণা। আমার সঙ্গে মেয়র মহোদয় নিজেও দেখেছেন।’

রেল লাইনের উন্নয়নের বিষয়ে মন্ত্রী বলেন, ‘রেলের অ্যাক্টিভিটিস দিন দিন বাড়ছে। রেল ডেভেলপ করছে। তাই উন্নয়নের কাজ চলমান রয়েছে। কমলাপুরে মাল্টি মডেল হাব হচ্ছে। চট্টগ্রামে যে পোর্ট হচ্ছে, সেখানে রেল স্টেশনের সংযুক্ত আছে। ঢাকার সঙ্গে চট্টগ্রামের লাইন হবে। নারায়ণগঞ্জও যুক্ত হবে। চিটাগাংয়ের সঙ্গে ঢাকা ও নারায়ণগঞ্জের রেলপথের দূরত্ব ৯০ কিলোমিটার কমে যাবে। এখন আছে ৩২১ কিলোমিটার তখন হবে ২৩১ কিলোমিটার। নারায়ণগঞ্জের যেমন পরিবর্তন হচ্ছে এভাবে গোটা দেশের উন্নয়ন হচ্ছে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/এফআর/
সম্পর্কিত
চ্যালেঞ্জ মোকাবিলায় তৎপর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
চালক-স্টেশন মাস্টারের দায়িত্বহীনতার কারণে দুই ট্রেনের সংঘর্ষ: রেলমন্ত্রী
মাঝেমধ্যে ট্রেন দুর্ঘটনা ঘটছে, যতটুকু বোঝার বুঝে নিয়েছি: রেলমন্ত্রী
সর্বশেষ খবর
রেলের প্রতিটি টিকিটের জন্য গড়ে হিট পড়েছে ৫ শতাধিক
রেলের প্রতিটি টিকিটের জন্য গড়ে হিট পড়েছে ৫ শতাধিক
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
সর্বাধিক পঠিত
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ