X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘আর নৌকা নিয়ে নির্বাচন করবে না কমিউনিস্ট পার্টি’

ফরিদপুর প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২৩, ২০:০৯আপডেট : ২১ জানুয়ারি ২০২৩, ২০:০৯

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, ‘অতীতে অনেক ভুল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। সে ভুলের খেসারত আজও দিতে হচ্ছে। আমরা আর ভুল করবো না। ভবিষ্যতে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবে না সিপিবি।’

শনিবার (২১ জানুয়ারি) দুপুরে ফরিদপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্র ইউনিয়নের সাত দশক পূর্তি উপলক্ষে অভিভাবক সংবর্ধনা, স্মৃতিচারণ ও আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। আলোচনা সভার আয়োজন করেছে ‘বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সংগ্রামের সাত দশক উদযাপন পরিষদ’।

অনুষ্ঠানে মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘আমরা এখন থেকে যা করবো স্বাধীনভাবে করবো। নির্বাচন করবো স্বাধীনভাবে। একবার জিততে না পারলে দুবার, দুবার জিততে না পারলে তিনবার দেখবো। তবে বামপন্থীদের ক্ষমতায় আসতে হবে। দেশে শোষণহীন সমাজ ব্যবস্থা কায়েম করতে এর কোনও বিকল্প নেই।’

আমরা বীরের জাতি, কিন্তু দুঃখজনক হলেও সত্য বীরত্বের ফল ধরে রাখতে পারিনি উল্লেখ করে সেলিম বলেন, ‘আমরা মুক্তিযুদ্ধ করেছিলেম শত ফুল ফোটানোর জন্য। অন্যের কাছে হাত পাতার জন্য যুদ্ধ করিনি। সবাই চাকরি পাবে এবং মাস শেষে বেতন পাবে—এমন দেশের স্বপ্ন দেখেছিলাম। কিন্তু দেশ আজ লুটেরা শ্রেণির দখলে চলে গেছে। তারা টাকা লুট করে বিদেশে পাঠাচ্ছে। গত ১১ বছরে ১৬ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে।’

‘অনেকে বলেন, শেখ হাসিনার পেনাল্টি কখনও মিস হয় না। কেননা শেখ হাসিনা পেনাল্টি মারেন গোল বারের দুই ফুট দূর থেকে এবং বল ঠেকানোর জন্য গোলকিপার থাকে না। বাস্তবে এই সরকারের পায়ের নিচে মাটি নেই। এই সরকার জানে নির্বাচন করলে হারবে। তাই বিএনপির সঙ্গে ৬০-৪০ আসনের জন্য দর-কষাকষি করছে। তবে সুষ্ঠু নির্বাচন হলে এই সরকার টিকতে পারবে না’ বলেও মন্তব্য করেন সেলিম।

ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে সেলিম বলেন, ‘ভেজাল মুক্তিযোদ্ধার মতো ভেজাল ছাত্র ইউনিয়ন হলে কাজ হবে না। মন ও মননে মানবিকতা থাকতে হবে। মানবিকতার মূল্যবোধ ছড়িয়ে দিতে হবে।’

সিপিবির এই নেতা আরও বলেন, ‘দেশে উন্নয়নের কথা বলে মানুষকে ভেল্কি দেখানো হচ্ছে। অতীতে আইয়ুব খান, ব্রিটিশ ও মোগলরা একই কাজ করেছে। সেদিন এক নারী আমাকে বলেছিলেন, “বড় লোকের জন্য স্যাটেলাইট আর আমাদের হালুয়াটাইট”।’

সিপিবিসহ সব বাম শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মুজাহিদুল ইসলাম সেলিম আরও বলেন, ‘সমাজে সব বামপন্থী চেতনার লোকদের ঐক্যবদ্ধ করতে হবে। সিপিবির কার্ড হোল্ডারদের অহংবোধ আছে। তারা মনে করে, তারাই সেরা। কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয়, কোনও কোনও আন্দোলনে কার্ড হোল্ডারদের চাইতে অকার্ড হোল্ডারদের ভূমিকা বেশি।’

সভায় সভাপতিত্ব করেন প্রবীণ ন্যাপ নেতা বীর মুক্তিযোদ্ধা চিত্ত রঞ্জন ঘোষ। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন গোপালগঞ্জ সিপিবির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু হোসেন, ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল মালেক সিকদার, জেলা উদীচীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব, প্রকৌশলী শর্মিষ্ঠা সাহা ও সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য নিমাই গাঙ্গুলী।

/এএম/
সম্পর্কিত
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিপিবির কর্মসূচি
ক্ষমতাসীনরা অপরাজনীতি করছে: সিপিবি
সর্বশেষ খবর
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত