X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বাণিজ্য মেলায় লক্ষাধিক ক্রেতা-দর্শনার্থী, শত কোটি টাকার পণ্য বিক্রি

আরিফ হোসাইন কনক, নারায়ণগঞ্জ
২১ জানুয়ারি ২০২৩, ২২:২৬আপডেট : ২১ জানুয়ারি ২০২৩, ২২:২৬

ছুটির দিনে আবারও জমজমাট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলার ২১তম দিনে শনিবার (২১ জানুয়ারি) লক্ষাধিক লোকের সমাগম ঘটেছে। এদিন সকাল থেকে ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় দেখা গেছে মেলায়। অনেকে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে এসেছেন, কিনেছেন পছন্দের জিনিসপত্র। ফলে বিক্রেতাদের মুখে হাসি ফুটেছে।

আয়োজক ও ব্যবসায়ীরা বলছেন, শনিবার সকাল থেকে ক্রেতাদের ভিড় ছিল। বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লক্ষাধিক লোকের সমাগম ঘটে। এতে স্টলগুলোতে বেচাকেনা বেড়ে যায়। এ পর্যন্ত শত কোটি টাকার বেচাকেনা হয়েছে মেলায়।

গত ১ জানুয়ারি থেকে ঢাকার পূর্বাচলের ৪ নম্বর সেক্টরে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) দ্বিতীয় বারের মতো মাসব্যাপী বাণিজ্য মেলার আসর বসে। মেলার শুরু থেকে লোকসমাগম কম ছিল। সেইসঙ্গে শীতের তীব্রতা বেশি ছিল। তবে পঞ্চম দিন থেকে ক্রেতা ও দর্শনার্থী বাড়তে থাকে। এরই ধারাবাহিকতায় ৬ জানুয়ারি থেকে জমে ওঠতে শুরু করে মেলা। দ্বিতীয় শুক্রবার (১৩ জানুয়ারি) পুরোদমে মেলা জমে ওঠে। তৃতীয় শুক্রবার (২০ জানুয়ারি) দুই লাখ দর্শনার্থী আসে মেলায়; যা এবারের সর্বোচ্চ। এর ধারাবাহিকতায় শনিবার (২১ জানুয়ারি) ছুটির দিনে লক্ষাধিক দর্শনার্থীর সমাগম ঘটে।

স্টলগুলোতে ছিল ক্রেতা-দর্শনার্থীর ভিড়

মেলার আয়োজক সূত্রে জানা গেছে, শেষ দিকে এসে ক্রেতা-দর্শনার্থীদের সংখ্যা বেড়েছে। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় মেলায় দর্শনার্থীদের ভিড় থাকে বেশি। অনেক স্থানে তিল ধারণের জায়গা ছিল না। পাশাপাশি শেষ দিকে বিভিন্ন পণ্যে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। ক্রেতা-দর্শনার্থী বেশি হওয়ার এটি একটি অন্যতম কারণ। ফলে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেলায় দর্শনার্থীদের উপচেপড়া ভিড় ছিল।

রাজধানীর পান্থপথ থেকে মেলায় ঘুরতে এসেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাশেদুল ইসলাম। তিনি বলেন, ‘অনেক ধরে আসার পরিকল্পনা করেছিলাম। আজ মেলায় ঘুরতে এসেছি। আমার সঙ্গে সহপাঠীরাও এসেছেন। মেলায় বিভিন্ন পণ্যে ছাড় দেখে কেনার আগ্রহ হয়েছে। এজন্য একটি ব্লেজার কিনেছি। সহপাঠীরা শাল কিনেছেন।’ 

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা থেকে মেলায় কেনাকাটা করতে এসেছেন কায়সার আহমেদ। তিনি বলেন, ‘মেলার শুরুতে পণ্যের দাম বেশি ছিল। এখন দাম কমেছে। বিভিন্ন পণ্যে ডিসকাউন্ট দেওয়া হয়েছে। যে কারণে ক্রেতা অনেক বেড়েছে।’

ব্লেজার ও কোটের স্টলগুলোতে বেশি ছাড়

সিরামিকসের নানা পণ্য দিয়ে স্টল সাজিয়েছেন ক্লে ইমেজ সিরামিকসের মালিক ও প্রতিষ্ঠাতা রেহানা আক্তার। তিনি বলেন, ‘ছুটির দিনে ক্রেতা-দর্শনার্থী বেড়েছে। শেষ দিকে এখন ক্রেতা বেশি। আশা করছি, দিন যত ফুরিয়ে আসবে ক্রেতা তত বাড়বে। আমার স্টলে সিরামিকসের নানা পণ্য রয়েছে। বেচাকেনা খুব ভালো হচ্ছে।’ 

ব্লেজার ও কোটের স্টলগুলোতে বেশি ছাড় দেওয়া হয়েছে। আশিক ফ্যাশনের ম্যানেজার সাইফুল ইসলাম বলেন, ‘আমাদের স্টলে কোট ১৩০০ টাকা, ব্লেজার ১৮০০ টাকা এবং শিশুদের ব্লেজার ১৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এসব পণ্যের ওপর ৩০-৪০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে।’

স্টল মালিকরা বলছেন, প্রতি বছরের মতো এবারও মেলায় ডিসকাউন্ট দেওয়া হয়েছে। একদিকে ডিসকাউন্টের ঝোঁক, অন্যদিকে শীত কমে যাওয়ায় ক্রেতা বেড়ে গেছে। তবে বিগত সময়ে রাজধানীতে অনুষ্ঠিত বাণিজ্য মেলার তুলনায় এখানে বেচাকেনা কম হচ্ছে বলে অভিযোগ করেছেন কয়েকজন স্টল মালিক। 

অনেকে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে এসেছেন, কিনেছেন পছন্দের জিনিসপত্র

আজ ছুটির দিনে মেলায় প্রায় দুই লাখ লোকের সমাগম হয়েছে বলে জানালেন রফতানি উন্নয়ন ব্যুরোর সচিব ও বাণিজ্য মেলার পরিচালক ইফতেখার আহমেদ চৌধুরী। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘পুরোদমে জমে উঠেছে মেলা। শেষ দিকে লোকসমাগম আরও বাড়বে, বেচাকেনাও বেশি হবে।’ 

মেলার ২১ দিনে কত টাকার বেচাকেনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘এ পর্যন্ত শত কোটি টাকার পণ্য বিক্রি হয়েছে। বিভিন্ন স্টলে পণ্যের ওপর ছাড় দেওয়া হয়েছে। যে কারণে বেচাকেনা বেড়েছে। এবারের মেলায় ১৩০ থেকে ১৫০ কোটি টাকার পণ্য বিক্রির টার্গেট করেছি আমরা। আশা করছি, টার্গেট পূরণ হবে।’ 
 
মেলায় দেশি-বিদেশি ৩৩১ প্রতিষ্ঠানের স্টল রয়েছে জানিয়ে ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, ‘এর মধ্যে কয়েকটি প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন রয়েছে। গত বছরের চেয়ে এবার ১০৬টি স্টল বেড়েছে। বিদেশি ১০ দেশের ১৭টি স্টল রয়েছে। এবার বড় পরিসরে মেলার আয়োজন করা হয়েছে।’

শনিবার সন্ধ্যা থেকে স্টলগুলোতে ক্রেতাদের ভিড় ছিল

খোঁজ নিয়ে জানা গেছে, মেলায় খাদ্যপণ্যের মান এবং মূল্যের বিষয়ে নানা পদক্ষেপ নিয়েছেন আয়োজকরা। খাদ্যপণ্যের মূল্য নির্দিষ্ট থাকবে। মেলায় যাতায়াতে যাতে কোনও ধরনের নিরাপত্তার ব্যাঘাত না ঘটে, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। মেলায় যাতায়াতের সুবিধার জন্য গতবারের মতো বাস সার্ভিসের ব্যবস্থা আছে। কুড়িল বিশ্বরোড থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত ৭০টি বিআরটিসি বাস চলাচল করছে। প্রয়োজনে এই সংখ্যা আরও বাড়ানো হবে। এসব বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। তবে সাপ্তাহিক বন্ধের দিন রাত ১০টা পর্যন্ত মেলা চলবে।

শেষ দিকে এসে ক্রেতা-দর্শনার্থীদের সংখ্যা বেড়েছে

এবার মেলায় প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য ৪০ টাকা এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য ২০ টাকা। মেলার টিকিট অনলাইনে কিনলে ৫০ শতাংশ ছাড় আছে। মেলায় প্রায় এক হাজার গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে।

/এএম/
সম্পর্কিত
বাণিজ্য মেলায় বিক্রি ৪০০ কোটি, রফতানি আদেশ ৩৯২ কোটি
আন্তর্জাতিক বাণিজ্য মেলাকে বহুমুখী করা হবে: বাণিজ্য প্রতিমন্ত্রী
ছুটির দিনে বাণিজ্য মেলায় লক্ষাধিক মানুষ, সর্বোচ্চ বিক্রি
সর্বশেষ খবর
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
চাঁদপুরে লঞ্চে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১০
চাঁদপুরে লঞ্চে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১০
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া