X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

কৃষক ২ ভাইয়ের কয়েক হাজার ভুট্টা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

রাজবাড়ী প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ২১:০৮আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ২১:০৮

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের রিয়াজ উদ্দিন পাড়ার দুই কৃষক ভাইয়ের ছয় বিঘা জমির ভুট্টা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। রবিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতের কোনও এক সময় দুর্বৃত্তরা কয়েক হাজার গাছ কেটে ফেলে। এতে অন্তত দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী কৃষক হাসেম মৃধা ও তার ভাই আব্দুর রাজ্জাক মৃধার দাবি করেছেন।

ক্ষতিগ্রস্ত কৃষক হাসেম মৃধা উজানচর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও স্থানীয় ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি।

তারা জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে প্রতিবেশী অনিক মৃধা বাড়ির পেছনে গেলে কিছু ভুট্টা গাছ কাটা পড়ে থাকতে দেখা যায়। তিনি তাৎক্ষণিকভাবে তাদেরকে মোবাইলে কল করে বিষয়টি জানান। খবর পেয়ে তারা দুই ভাই ভুট্টা খেতে গিয়ে দেখেন, বিভিন্ন স্থানে কাটা গাছ অবস্থায় পড়ে আছে। বাড়ির সামনে মৃধাডাঙ্গা সড়ক পার হয়ে পশ্চিমে রোপণ করা প্রায় চার বিঘা জমির বিভিন্ন স্থানে গোড়া থেকে কাটা গাছ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। বাড়ির পাশে পূর্বদিকে রোপণ করা আরও দুই বিঘা জমিতেও ধরন্ত ভুট্টা খেতের সারিবদ্ধভাবে গোড়া থেকে কেটে ফেলা গাছ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।

কৃষক ২ ভাইয়ের কয়েক হাজার ভুট্টা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

হাসেম মৃধা বলেন, রাস্তার পূর্ব পাশে চার বিঘা জমিতে সাড়ে তিন মাস আগে ভুট্টা রোপণ করি। এর এক মাস আগে বাড়ির পাশে রাস্তার পূর্ব পাশে আরও দুই বিঘা জমিতে ভুট্টা লাগানো হয়। দেড় মাস পরই এই দুই বিঘা জমির ভুট্টা তুলতে পারতেন। ভুট্টা ক্ষেতে ৮০ থেকে ৯০ হাজার টাকার মতো ব্যয় হয়েছে। অথচ রবিবার রাতের কোন সময় দুর্বৃত্তরা গোড়া থেকে কেটে ফেলে। এতে অন্তত দুই হাজারের বেশি গাছ কাটা পড়েছে।

আরেক ভাই কৃষক আব্দুর রাজ্জাক মৃধা বলেন, কে বা কারা এভাবে ধরন্ত ভুট্টা গাছ কেটে ফেলেছে- আমাদের জানা নেই। এসব গাছ কেটে ফেলা আর আমার নিজের সন্তানকে মেরে ফেলা সমান কথা। এতে অন্তত দুই লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।

স্থানীয় পাপ্পু মৃধা বলেন, রাজ্জাক মৃধা ও হাসেম মৃধা দুই ভাই এলাকার মধ্যে অবস্থা সম্পন্ন কৃষক। তারা প্রতি বছর ৮-৯ বিঘা জমিতে ভুট্টার আবাদ করেন। এ বছরও তাদের নিজস্ব ছয় বিঘা জমিতে ভুট্টার আবাদ করেছেন। সোমবার সকালে তারা স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দেখতে পান, সব ক্ষেতের পাশে মাঝ বরাবর লাইন ধরে কোথাও এলোপাতাড়িভাবে কাটা ভুট্টা গাছ পড়ে আছে। এভাবে ধরন্তা ভুট্টা গাছ কেটে ফেলা ন্যক্কারজনক ঘটনা। আমরা এমন ঘৃণিত কাজের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে যান উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা। তিনি বলেন, বর্তমানে দেশের অর্থনৈতিক অবস্থা বেশি ভালো না। এ অবস্থার মধ্যে কৃষক পরিবারের ধরন্ত শত শত ভুট্টা গাছ কেটে ফেলা খুবই ন্যক্কারজনক। এমন জঘন্য কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কৃষক পরিবারকে থানায় মামলা করতে অনুরোধ জানিয়েছি।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা