X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

বাংলা ট্রিবিউনের এক যুগে পদার্পণে বাংলাদেশ ন্যাপের শুভেচ্ছা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২৫, ১৪:০৪আপডেট : ১৩ মে ২০২৫, ১৪:০৪

দায়িত্বশীল সাংবাদিকতার মধ্য দিয়ে ১১ পেরিয়ে ১২ বছরে পা রাখায় দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।

মঙ্গলবার (১৩ মে) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া বাংলা ট্রিবিউনের দ্বাদশ বর্ষে পদার্পণ করায় প্রতিষ্ঠানটিতে কর্মরত সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

তারা বলেন, বাংলা ট্রিবিউন তার প্রতিষ্ঠালগ্ন থেকেই নির্মোহভাবে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে পাঠকের হৃদয়ে স্থান করে নিয়েছে। পাঠক অনেক ক্ষেত্রে সত্য প্রকাশে বাংলা ট্রিবিউনের সাহসী পদক্ষেপ দেখেছে। বাংলা ট্রিবিউনের অনেক মন্তব্য, রচনা ও সংবাদ প্রকাশ গতানুগতিকতার বাইরে নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরার চেষ্টা করেছেন পাঠকের কাছে সকল সময়।

নেতৃদ্বয় বলেন, গণমাধ্যম বা সংবাদপত্র সমাজের দর্পণ- এ কথা আদিকাল থেকে প্রচলিত। সমাজও হয়তো আজও তাই ভাবে। সাধারণের ধারণা, আজও গণমাধ্যম ও সংবাদপত্র সমাজের প্রতি দায়বদ্ধ। সমাজের এ ধারণা অমূলক নয়। কেননা সমাজের প্রতি দায়বদ্ধতা গণমাধ্যম ও সংবাদপত্র এবং সংবাদমাধ্যমের পূর্বশর্ত। কিন্তু পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় নিলে আশান্বিত হওয়ার কারণ দেখি না। করপোরেট পুঁজি ও মালিকপক্ষের গোষ্ঠীগত স্বার্থের প্রয়োজনই মুখ্য। এর মধ্যেও যে কয়টি গণমাধ্যম পাঠকের হৃদয়ে স্থান করে নিতে সক্ষম হয়েছে তার মধ্যে বাংলা ট্রিবিউন অবশ্যই অন্যতম।

তারা আরও বলেন, গণতন্ত্রে স্বাধীন গণমাধ্যমে সজীব ও নির্ভীক মতপ্রকাশের স্বাধীনতা অপরিহার্য। আজকালকার মানুষের মধ্যে যারা স্বাধীন মতপ্রকাশ করতে চায়, তাদের জন্য মতপ্রকাশ কঠিন বিষয়ে পরিণত হয়েছে। সরকার কোনোকিছু বললে সেটাই শুদ্ধ, বাকি কিছুই শুদ্ধ না এমনটি নয়। এ অবস্থায় পাঠকের প্রত্যাশা বাংলা ট্রিবিউন সত্যকে সত্য হিসেবে প্রকাশ করবে, গোঁজামিল দিয়ে কোনও অসত্য ও উদ্দেশ্যমূলক কিছু প্রকাশ করবে না।

নেতৃদ্বয় বলেন, বাংলা ট্রিবিউন একাদশ বর্ষ শেষ করে দ্বাদশ বর্ষে পদার্পণের মাধ্যমে ধীরে ধীরে অনেক বেশি বস্তুনিষ্ঠ ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে। ভবিষ্যতেও বাংলা ট্রিবিউন তার সাহসী সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে নির্মোহ অবদান রেখে যাবে বলে পাঠকরা আশা করে। এই এগার বছরে বাংলা ট্রিবিউন পাঠক এবং প্রচারেও অভিন্নতা ঘটেছে বলে মনে হয় না। এগার বছর একনাগাড়ে সমানতালে চালিয়ে যাওয়া এবং টিকে থাকা চাট্টিখানি কথা নয়। এই দীর্ঘ সময়ে বাংলা ভাষাভাষী মানুষের কাছে সংবাদ পরিবেশনে ভূমিকা রাখার ক্ষেত্রে অবশ্যই বাংলা ট্রিবিউন প্রশংসার দাবি রাখে।

বাংলা ট্রিবিউনের একাদশ বছরে পদার্পণে সংহতি জানিয়ে দুই নেতা প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
সাংবাদিক নুরুজ্জামান লাবুকে হুমকি, উদ্বেগ জানালো ফ্রন্ট লাইন ডিফেন্ডার্স
তেল ও চাল নিয়ে তেলেসমাতি বন্ধ করতে হবে: বাংলাদেশ ন্যাপ
মাজারসহ বিভিন্ন স্থানে হামলাকারীরা ফ্যাসিবাদের দোসর: বাংলাদেশ ন্যাপ
সর্বশেষ খবর
এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ: সাক্ষ্যগ্রহণ শুরু
এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ: সাক্ষ্যগ্রহণ শুরু
এনবিআর কেন বিভক্ত হয়েছে, ব্যাখ্যা দিলো প্রধান উপদেষ্টার প্রেস উইং
এনবিআর কেন বিভক্ত হয়েছে, ব্যাখ্যা দিলো প্রধান উপদেষ্টার প্রেস উইং
প্রোটিয়াদের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্কোয়াডে রাবাদা
প্রোটিয়াদের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্কোয়াডে রাবাদা
এনবিআর বিভক্ত করায় রাজস্ব আদায়ে কোনও প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা
এনবিআর বিভক্ত করায় রাজস্ব আদায়ে কোনও প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি