X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

রবীন্দ্রনাথ-জীবনানন্দের বই মিলছে ১০ টাকায়

টাঙ্গাইল প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৫৩আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৫৩

টাঙ্গাইলে স্কুল-কলেজের শিক্ষার্থীদের বই পড়তে উদ্বুদ্ধ করতে মাত্র ‘১০ টাকায়’ বই বিক্রির উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন শিশুদের জন্য ফাউন্ডেশন ও যুবদের জন্য ফাউন্ডেশন। রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও জীবনানন্দ দাশসহ বিখ্যাত লেখকদের প্রতিটি বই মাত্র ১০ টাকা করে বিক্রি করছে এই সংগঠন দুটি।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে অবস্থিত শহীদ মিনার চত্বরে শতাধিক শিক্ষার্থী ১০ টাকায় বই কিনেছেন।

এই আয়োজনে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’, ‘দুই বোন’, ‘সেজুতি’, ‘চতুরঙ্গ’, ‘মালঞ্চ’, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘দেবদাস’, ‘চন্দ্রনাথ’, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘কপালকুণ্ডলা’, জীবনানন্দ দাশের ‘রূপসী বাংলা’, জাহানারা ইমামের ‘জীবনমৃত্যু’, আল মাহমুদের ‘প্রেমপত্র পল্লবে’র মতো বই ছাড়াও বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও মুক্তিযুদ্ধ নিয়ে লেখা বিভিন্ন লেখকদের বই বিক্রি করা হয়।

বই কিনতে আসা শিক্ষার্থী মরিয়ম আক্তার বলেন, ‘অনেক সময় বেশি টাকা দিয়ে চাইলেও পছন্দের লেখকের বই কেনা সম্ভব হয় না। কিন্তু এখানে মাত্র ১০ টাকায় বিখ্যাত লেখকদের বই কিনতে পারছি। এটা খুবই ভালো উদ্যোগ।’

শিক্ষার্থী আহনাফ তাসিন বলেন, ‘কোথাও এত কম দামে বই কেনা সম্ভব না। কিন্তু এখানে মাত্র ১০ টাকায় বই কিনতে পেরেছি। এমন আয়োজন সত্যিই অনেক ভালো লেগেছে। এখন অনেক শিক্ষার্থীই বই পড়তে উদ্বুদ্ধ হবে।’

শিশুদের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মুঈদ হাসান তড়িৎ বলেন, ‘শহরের পাঠাগারে শিক্ষার্থীদের পদচারনা একেবারেই কম। তারা এখন ইন্টারনেটে আসক্ত। শিক্ষার্থীদের বই পড়তে উদ্বুদ্ধ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে আমরা প্রায় ৯ হাজার টাকার বই এনেছি। ১০০ থেকে ১২০ টাকার বই আমরা মাত্র ১০ টাকায় বিক্রি করছি। প্রতি মাসে একবার করে আমরা ১০ টাকায় বই বিক্রি করবো। এবার শতাধিক বই আনা হয়েছিল। সামনে বইয়ের সংখ্যা বাড়বে।’

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘যক্ষ্মা নিয়ন্ত্রণের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে সামাজিক কুসংস্কার’
‘যক্ষ্মা নিয়ন্ত্রণের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে সামাজিক কুসংস্কার’
নারী উদ্যোক্তাদের বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহার বিষয়ক প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত
নারী উদ্যোক্তাদের বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহার বিষয়ক প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
ছেলেকে প্রার্থী করায় এমপি একরামুলকে দল থেকে বহিষ্কারের দাবি
ছেলেকে প্রার্থী করায় এমপি একরামুলকে দল থেকে বহিষ্কারের দাবি
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী