X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

পানি সংকট ও অব্যবস্থাপনায় অগ্নিঝুঁকিতে নারায়ণগঞ্জ

আরিফ হোসাইন কনক, নারায়ণগঞ্জ
১৭ মার্চ ২০২৩, ২২:০০আপডেট : ১৭ মার্চ ২০২৩, ২২:০০

সম্প্রতি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় নড়েচড়ে বসেছেন ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অগ্নিকাণ্ড ঘটছে রাজধানীর লাগোয়া নারায়ণগঞ্জ জেলাতেও। সরকারি তথ্য অনুযায়ী, ২০২২ সালে জেলাটিতে ৫৯৩টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি এড়াতে এ জেলার ফায়ার সার্ভিসের সক্ষমতা ও নানান সংকট নিয়ে প্রশ্ন উঠছে। যদিও ফায়ার সার্ভিস বলছে, নারায়ণগঞ্জে দুর্ঘটনা মোকাবিলায় তাদের যথেষ্ট সক্ষমতা ও প্রস্তুতি রয়েছে। তবে অগ্নিনির্বাপণে সংকট হিসেবে শিল্প প্রতিষ্ঠান ও বহুতল ভবনে ‘যথাযথ পানির রিজার্ভ না থাকা’ ও ‘অবকাঠামো অব্যবস্থাপনা’ রয়েছে বলে স্বীকার করছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ২০২২ সালে নারায়ণগঞ্জ জেলায় ৫৯৩টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৮ কোটি ২৭ লাখ ৩৯ হাজার ৫০০ টাকার আর্থিক ক্ষতি হয়েছে, আহত হয়েছেন ১৪ জন। অবশ্য দুর্ঘটনায় ঘটনাস্থল ছাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কেউ মারা গেলে তা ফায়ার সার্ভিসের নিহতের তালিকায় অন্তর্ভুক্ত হয় না বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। ২০২২ সালে অগ্নিকাণ্ডের ঘটনার মধ্যে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে বৈদ্যুতিক গোলযোগ থেকে। এরফলে ২৩৫টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এছাড়া বিড়ি-সিগারেটের জ্বলন্ত টুকরা থেকে ৮৩টি, গ্যাস লাইনের আগুন ৬৯টি, চুলা (ইলেকট্রিক, গ্যাসের, মাটির ইত্যাদি) ৩০টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

সবশেষ চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের ফতুল্লার শিবু মার্কেট কাঠেরপুল এলাকায় গ্যাস লিকেজ থেকে বাসাবাড়িতে বিস্ফোরণের ঘটনায় পাঁচ জন দগ্ধ হয়েছেন। পরে চিকিৎসাধীন অবস্থায় এক দম্পতি মারা গেছেন।

আগুন নির্বাপণে ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ

নারায়ণগঞ্জে শিল্পাঞ্চলের মধ্যে অগ্নিঝুঁকিতে রয়েছে শহরের নয়ামাটি হোসিয়ারি এলাকা, ফতুল্লা পঞ্চবটি এলাকার বিসিক শিল্প নগরী, সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডসহ বিভিন্ন এলাকা। এসব এলাকা ও তার আশেপাশে লাখ লাখ শ্রমিক বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে কাজ করেন। এমন ঘনবসতিপূর্ণ এলাকায় কোনও ধরনের দুর্ঘটনা ঘটলে ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছাতে অনেক বেগ পোহাতে হয়। ঘিঞ্জি এলাকা, অপ্রশস্ত সড়ক, ভবনের সরু সিঁড়ি, বহুতল ভবন ও শিল্প প্রতিষ্ঠানে যথাযথ পানির রিজার্ভার না রাখাসহ নানা সংকটের কথা জানিয়েছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস। ফলে এমন ঘনবসতিপূর্ণ এলাকায় অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটলে বিপুল পরিমাণে ক্ষয়ক্ষতি ও হতাহত হওয়ার আশঙ্কা করছে ফায়ার সার্ভিস। 

নারায়ণগঞ্জে ফায়ার সার্ভিসের অধীনে দুটি জোন (জোন-১ ও জোন-২) রয়েছে। ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ জোন-১ এর অধীনে রয়েছে জেলার সদর উপজেলা। ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ জোন-২ এর অধীনে রয়েছে বন্দর, সোনারগাঁ, আড়াইহাজার ও রূপগঞ্জ উপজেলা। 

জেলায় অগ্নি দুর্ঘটনা মোকাবিলায় ‘শতভাগ সক্ষমতা ও প্রস্তুতি’ রয়েছে উল্লেখ করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জোন-১ এর উপ সহকারী পরিচালক ফখর উদ্দিন আহাম্মদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আমরা শতভাগ প্রস্তুতি ও সক্ষমতা রয়েছে। আমার এরিয়ায় পাঁচটি ফায়ার সার্ভিস স্টেশনে দেড়শ কর্মী রয়েছে। এছাড়া আরও তিনটি ফায়ার সার্ভিস স্টেশনের কাজ চলমান রয়েছে। এসব স্টেশনের কাজ সম্পন্ন হলে আমাদের সক্ষমতা আরও বেড়ে যাবে।’

কোন স্টেশন থেকে কতগুলো ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে তা উল্লেখ করে তিনি বলেন, ‘পাঁচটি ফায়ার সার্ভিস স্টেশনের মধ্যে নারায়ণগঞ্জ সদর, ফতুল্লা, আদমজী ইপিজেড, হাজীগঞ্জ ও নারায়ণগঞ্জ নদী স্টেশন। নারায়ণগঞ্জ সদর স্টেশনে সাত থেকে আটটি ফায়ার সার্ভিসের ইউনিট এবং ফতুল্লা, আদমজী ইপিজেড ও হাজীগঞ্জ স্টেশনে তিনটি করে ইউনিট রয়েছে। এছাড়া নারায়ণগঞ্জ নদী স্টেশনের অধীনে দুটি স্পিড বোর্ড ও একটি লঞ্চ রয়েছে। এ জেলা যেহেতু নদী বেষ্টিত, সে হিসেবে নদী স্টেশনের কর্মীরা নৌপথ যোগে আগুন নেভাতে সহযোগিতা করে থাকে।

শিল্প প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড ঘটলে তা নির্বাপনের জন্য যথাযথ পানির ব্যবস্থা নেই উল্লেখ করে তিনি বলেন, ‘আগুন নির্বাপণের মূল মাধ্যম হচ্ছে পানি। আর এ জেলায় পানির অনেক সংকট রয়েছে। কোথাও আগুন লাগলে প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের দুটো ইউনিট কাজ শুরু করে। দুই ইউনিটের গাড়ির মধ্যে একটিতে পানি থাকে, অন্য গাড়িতে পাম্প মেশিন থাকে। এই পানি দিয়ে সর্বোচ্চ ১০-১৫ মিনিট আগুন নির্বাপণের কাজ করা যায়। তবে গাড়ির পানি দিয়ে বেশিক্ষণ কাজ করা যায় না। এজন্য পানির বিকল্প উৎস থেকে পানি সংগ্রহ করে কাজ করতে হয়। তবে বর্তমানে পুকুর-ডোবাসহ বিভিন্ন জলাশয় ভরাট হয়ে গেছে। আর বিভিন্ন প্রতিষ্ঠানের ভবনের নিচে পানি সংরক্ষণের ব্যবস্থা নেই। ফলে পানি সংকট দেখা দেয়। এছাড়াও অবকাঠামোগত অব্যবস্থাপনার ফলে প্রায় সময় নানা সমস্যায় পড়তে হয়। যেমন সরু সড়ক, ক্ষতিগ্রস্থ ভবনের সরু সিড়িসহ অবকাঠামোগত নানা অব্যবস্থাপনার ফলে আমাদের আগুন নেভানোর কাজ করতে ভীষণ সমস্যায় পড়তে হয়।’

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জোন-২ এর উপসহকারী পরিচালক আলমগীর হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের যথেষ্ট পরিমাণ সক্ষমতা রয়েছে। তবে বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটলে আমাদের জন্য কষ্টকর হয়ে পড়বে। তবে এক্ষেত্রে বরাবরে মত রাজধানীর ঢাকা, নারায়ণগঞ্জ জোন-১ সহ আশেপাশের জেলার ফায়ার সার্ভিস টিমের সহযোগিতা পেয়ে থাকি। সম্প্রতি রূপগঞ্জ ও আড়াইহাজার উপজেলায় প্রায় একই সময়ে দুটি প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এক্ষেত্রে রাজধানীর ঢাকাসহ আশেপাশের জেলার ফায়ার সার্ভিস টিমের সহযোগিতা পেয়েছি।’

পানি সংকট ও অব্যবস্থাপনায় অগ্নিঝুঁকিতে নারায়ণগঞ্জ

সক্ষমতা বৃদ্ধি করতে আরও চারটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের কথা ভাবছে কর্তৃপক্ষ। সে বিষয়ে তিনি বলেন, ‘এই এরিয়ার অধীনে চারটি ফায়ার সার্ভিস স্টেশনে প্রায় ৯৬ জন কর্মী রয়েছে। এছাড়াও চারটি পয়েন্টে আরও চারটি ফায়ার সার্ভিস স্টেশন হবে। ইতোমধ্যে জায়গা নির্ধারণের কাজ চলছে। সম্প্রতি আড়াইহাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নি-নির্বাপণের সময়ে রোবট ব্যবহার করা হয়েছে। এটা রাজধানীর ঢাকা হেড কোয়ার্টার থেকে আনা হয়েছিল। আমাদের অধীনে এরূপ রোবট থাকলে ভালো হতো। তবে এই জেলায় অগ্নিনির্বাপণ কাজ খুব একটা ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে না।’

অগ্নিনির্বাপণের সময় পানি সংকট এড়াতে প্রত্যেকটি ভবনে পানির রিজার্ভার রাখার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘বহুতল ভবন করার সময় আন্ডারগ্রাউন্ড রিজার্ভার করার কথা রয়েছে। সেই রিজার্ভারের ৫০ শতাংশ পানি ফায়ার সার্ভিস ব্যবহার করবে, সেই ব্যবস্থা রাখার জন্য আমরা বলে আসছি। কিন্তু সেটি বাস্তবায়ন হচ্ছেনা। এতে করে আগুন নেভাতে গিয়ে আমাদের পানি সংকটের সম্মুখীন হতে হয়।’
 
সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলার সভাপতি সভাপতি ধীমান সাহা জুয়েল বলেন, ‘গ্যাসলাইন লিকেজসহ নানা দুর্ঘটনায় নারায়ণগঞ্জে বিগত সময়ে লাশের মিছিল দেখেছি। বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে সবাই নড়েচড়ে বসে। কিছুদিন পর সবাই ভুলে যায়। ফলে স্থায়ীভাবে সমস্যার সমাধান সম্ভব হয় না।‘ 

বহুতল ভবন নির্মাণে পানির রিজার্ভারসহ নানা ব্যবস্থা রাখার বিষয়ে ফায়ার সার্ভিসের সাথে একমত হয়েছেন সুজনের এই নেতা। এক্ষেত্রে রাজউক ও সিটি করপোরেশনকে সমন্বয় করে কাজ করার অনুরোধ করে তিনি বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের ও বসতবাড়ির বহুতল ভবন নির্মাণে পানির রিজার্ভার, প্রশস্ত সিঁড়ি ও এক্সিট (বহির্গমন) পয়েন্টসহ অগ্নিনির্বাপণের জন্য যথাযথ ব্যবস্থা রাখতে হবে। এটা নিশ্চিত করতে রাজউক ও সিটি করপোরেশনকে সমন্বয় করে কাজ করতে হবে অথবা এককভাবে কোনও দফতরকে এই দায়িত্ব দিতে হবে। তবে এমনটি এখনও বাস্তবায়ন হয়নি। ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিভাতে গিয়ে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হয়। এছাড়া শহরের নয়ামাটিসহ ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন লাগলে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। আমাদের শহর ও শহরের আশেপাশের সড়কগুলো আরও প্রশস্ত করা প্রয়োজন রয়েছে। এক্ষেত্রে নগর পরিকল্পনার অভাব রয়েছে। তবে এসব বিষয় একদিনে সমাধান করা সম্ভব নয়। অতিদ্রুত এসব সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণ করতে হবে। নতুবা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে।’

/ইউএস/
সম্পর্কিত
বছরের পর বছর অগ্নিকাণ্ড বাড়ছে, কারণ কী?
স্কয়ার কসমেটিকসের গোডাউনে আগুন, দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে
স্বাধীনতা দিবস উপলক্ষে ফায়ার সার্ভিসের নানা আয়োজন
সর্বশেষ খবর
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
সর্বাধিক পঠিত
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা