X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

ওষুধ ব্যবসায়ীর পায়ের রগ কেটে টাকা ছিনিয়ে নিলো দুর্বৃত্তরা

ফরিদপুর প্রতিনিধি
০১ এপ্রিল ২০২৩, ২২:৪৪আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ২২:৪৪

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের ওষুধ ব্যবসায়ী মুক্তি রাম মন্ডলের (৫০) পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় তার কাছে থাকা নগদ ৫০ হাজার টাকা ছিনতাই করে নিয়েছে দুবৃর্ত্তরা।

শুক্রবার (৩১ মার্চ) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে যাওয়ার পথে উপজেলার রুপাপাত ইউনিয়নের বনমালীপুর কামারবাড়ি গ্রাম এলাকা এ ঘটনা ঘটে। রাতেই আহত অবস্থায় মুক্তি রাম মন্ডলকে পাশের আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ভোরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাজমুল হাসান জানিয়েছেন।

এলাকা সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে সহস্রাইল বাজারের ওষুধের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের বনমালীপুর কামারবাড়ি গ্রামের বাসিন্দা রাম মন্ডল। এ সময় তিনি বাড়ির সামনে পৌঁছালে ৫-৬ জনের দুর্বৃত্তের দল গতিরোধ করে তার কাছে থাকা টাকা দিয়ে দিতে বলে। সে টাকা দিতে রাজি না হওয়ায় তার হাত-পা বেঁধে মারধর করে এবং তার ডান পায়ের গোড়ালির রগ কেটে দিয়ে তার কাছে থাকা ৫০ হাজার টাকা নিয়ে যায়।

তিনি আহত অবস্থায় হামাগুড়ি দিয়ে বাড়িতে পৌঁছালে পরিবারের লোকজন তাকে দ্রুত আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাজমুল হাসান বলেন, মুক্তি রাম মন্ডল নামের একজনকে শুক্রবার রাতে হাসপাতালে আনা হয়েছিল। তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর পাঠানো হয়েছে। তার ডান পায়ের জয়েন্ট কাটা ছিল।

আলফাডাঙ্গা থানার ওসি মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, ব্যবসায়ীর পায়ের রগ কাটার বিষয়টি কেউ জানায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ
শর্তসাপেক্ষে জেল থেকে রেহাই পেলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার
শর্তসাপেক্ষে জেল থেকে রেহাই পেলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার
দ্রুত আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না এলে আবারও ‘ঢাকা মার্চ’: নাহিদ ইসলাম
দ্রুত আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না এলে আবারও ‘ঢাকা মার্চ’: নাহিদ ইসলাম
মাদ্রাসাসহ সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি
মাদ্রাসাসহ সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ