X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

বিএনপি নেতা খায়রুল কবিরের বাসভবনে আগুন, পদবঞ্চিত নেতার দায় স্বীকার

গাজীপুর প্রতিনিধি
০১ জুন ২০২৩, ০০:০২আপডেট : ০১ জুন ২০২৩, ০০:০২

নরসিংদীতে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বাসভবন ও জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন দেওয়া হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছেন। তবে ঘটনার সময় খায়রুল কবিরের বাসভবনে কেউ ছিল না। 

বুধবার (৩১ মে) বিকাল সোয়া ৫টার দিকে সদর উপজেলার চিনিশপুরে ওই নেতার বাসভবনে আগুন দেওয়া হয়। এদিকে, খায়রুল কবিরের বাসভবন ও জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আগুন দেওয়ার কথা স্বীকার করেছেন জেলা ছাত্রদলের পদবঞ্চিত নেতা মাইন উদ্দিন ভূঁইয়া। বুধবার রাতে নিজের কর্মী-সমর্থকদের নিয়ে ভবনটিতে ভাঙচুরের পর আগুন দেওয়ার কথা স্বীকার করেন তিনি।

স্থানীয় সূত্র জানায়, বিকাল সোয়া ৫টার দিকে সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের তিতাস গ্যাসের আঞ্চলিক কার্যালয়ের পাশে খায়রুল কবিরের বাসায় আগুন দেন ২০-২৫ জন যুবক। এ সময় প্রতিটি কক্ষে ভাঙচুর চালান তারা। সেইসঙ্গে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

দলীয় সূত্রে জানা যায়, জেলা ছাত্রদলের গত আহ্বায়ক কমিটির সদস্য সচিব মাইন উদ্দিন গত ২৬ জানুয়ারি জেলা ছাত্রদলের পাঁচ সদস্যের আংশিক কমিটিতে সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ছিলেন। কিন্তু তাকে এই পদ না দিয়ে সিনিয়র সহসভাপতি করায় সঠিক মূল্যায়ন করা হয়নি বলে মনে করেন তার কর্মী-সমর্থকেরা।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন নেতাকর্মী জানান, গত বৃহস্পতিবার জেলা ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা কমিটি বাতিলের দাবিতে মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করেন। এ সময় শহরের জেলখানা মোড়ে দুর্বৃত্তের হামলায় জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছাদিকুর রহমান এবং তার কর্মী আশরাফুল হক গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ছাদিকুর মারা যান। পরদিন সকালে চিকিৎসাধীন অবস্থায় আশরাফুল মারা যান। দুই জন নিহতের ঘটনার জেরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আজ।

খায়রুল কবিরের বাসভবনে আগুন

দলীয় নেতাকর্মীরা জানান, খায়রুল কবিরের বাসভবন থেকে জেলা বিএনপির সব কার্যক্রম পরিচালিত হওয়ায় এটি বিএনপির অস্থায়ী কার্যালয় হিসেবেও পরিচিত। গত ২৬ জানুয়ারি জেলা ছাত্রদলের পাঁচ সদস্যের আংশিক কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ। দীর্ঘ ১২ বছর পর ঘোষিত ওই কমিটিতে সিদ্দিকুর রহমানকে সভাপতি ও মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক করা হয়। ২৬ জানুয়ারি পদবঞ্চিত নেতাদের ২০-২৫ জন সমর্থক জেলা বিএনপির ওই বাড়িতে বিএনপির কার্যালয়ের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে শতাধিক প্লাস্টিকের চেয়ার, ব্যানার, প্রচারপত্র ও ফেস্টুনে আগুন লাগিয়ে দেন। ৩০ জানুয়ারি বিকালে একই স্থানে খায়রুল কবিরের কুশপুত্তলিকা দাহ করেন তারা। সেই ঘটনার সূত্র ধরেই এসব ঘটনা ঘটছে।

নরসিংদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা রায়হান বলেন, ‌‘বিএনপি নেতার বাসভবনে আগুন লাগার খবর পেয়ে বিকাল সোয়া ৫টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আনা হয়।’

সদর থানার পরিদর্শক (তদন্ত) হারুনুর রশীদ বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িতদের এখনও শনাক্ত করতে পারিনি আমরা। কয়েকদিন আগে পদবঞ্চিতদের মিছিলে গুলিতে দুই জন নিহতের ঘটনার জেরে এ ঘটনা ঘটেছে বলে শুনেছি। তবে তা নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
বিএনপি নেতার টাকা দাবির অডিও রেকর্ড ভাইরাল, ‘এডিটেড’ বলছেন অভিযুক্ত
কালীগঞ্জে ৪ ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন, চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে
বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্ব, প্রধান শিক্ষকের চেয়ার ঝুলছে গাছে
সর্বশেষ খবর
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
এক যুগ আগে নিখোঁজ বিএনপিনেতার বাসায় পুলিশ: ডিএমপির দুঃখ প্রকাশ, এসআই প্রত্যাহার
এক যুগ আগে নিখোঁজ বিএনপিনেতার বাসায় পুলিশ: ডিএমপির দুঃখ প্রকাশ, এসআই প্রত্যাহার
হাফ ভাড়া নিয়ে তর্ক, কলেজশিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ
হাফ ভাড়া নিয়ে তর্ক, কলেজশিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ
মঞ্চ থেকে হলো জুমার আজান,  নামাজের পর বক্তব্য দেবেন নেতারা
মঞ্চ থেকে হলো জুমার আজান, নামাজের পর বক্তব্য দেবেন নেতারা
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ