X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

পদ্মা সেতুর সুবাদে শরীয়তপুরের অর্থনীতিতে সুবাতাস

রাজিব হোসেন রাজন, শরীয়তপুর
২৫ জুন ২০২৩, ১১:০০আপডেট : ২৫ জুন ২০২৩, ১১:০০

পদ্মা সেতু চালুর পর সুফল পেয়েছেন নদী পাড়ের জেলা শরীয়তপুরের বাসিন্দারা। নৌযান-নির্ভরতা কমে যাওয়ায় জীবন-জীবিকায় এসেছে বড় ধরনের পরিবর্তন। এরই মধ্যে পদ্মা সেতুর সঙ্গে শরীয়তপুর জেলা সদর পর্যন্ত নির্মিত হচ্ছে ২৭ কিলোমিটার চারলেনের সংযোগ সড়ক। নাওডোবা প্রান্তে গড়ে উঠেছে সরকারি-বেসরকারি পর্যায়ে ব্যবসা প্রতিষ্ঠান, কলকারখানা, পোশাকশিল্প, হোটেল-মোটেল ও রেস্টুরেন্ট। বেড়েছে জমির দাম। হয়েছে অনেকের কর্মসংস্থান। যোগাযোগ ব্যবস্থায় এসেছে বৈপ্লবিক পরিবর্তন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে আরও উন্নয়ন ও পরিবর্তন দৃশ্যমান হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ব্যবসা প্রতিষ্ঠান, কল-কারখানার মালিক ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, পদ্মা সেতু চালুর এক বছর পূর্ণ হচ্ছে রবিবার (২৫ জুন)। ইতোমধ্যে সেতুর প্রভাবে বদলে গেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অনেক জনপদ। জাজিরা, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুরে নির্মিত হচ্ছে নতুন নতুন বাণিজ্যিক ভবন। রাজধানীর সঙ্গে যোগাযোগ সহজ ও দ্রুত হওয়ায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের আয় বেড়েছে। ব্যবসা-বাণিজ্যের বিস্তার ঘটছে, আমদানি-রফতানিতে গতি এসেছে। অর্থনীতিতে সুবাতাস বইছে।

পদ্মা সেতু টোল প্লাজা

এরই মধ্যে শরীয়তপুর অঞ্চলে বিনিয়োগ করতে শুরু করেছেন বিনিয়োগকারীরা। গড়ে উঠেছে ব্যবসা প্রতিষ্ঠান, কলকারখানা, পোশাকশিল্প, হোটেল-মোটেল ও রেস্টুরেন্ট। এর মধ্যে বেশিরভাগের নির্মাণাধীন। জাজিরার কাজির হাটে হচ্ছে সিকদার হিমাগার, সিকদার অটো ব্লক ফ্যাক্টরি ও সিকদার হ্যাচারি। সেতুর পাশে নাওডোবায় শুরু হয়েছে ভূঁইয়া অটো ব্লক ফ্যাক্টরির নির্মাণকাজ। পাশেই চলছে আরেকটি অটো কনস্ট্রাকশন ফ্যাক্টরি নির্মাণ। গোসাইরহাট উপজেলার কোদালপুরে গড়ে উঠেছে মিনা ফ্যাশন হাউজ।

এ ছাড়া সরকারিভাবে চলছে শেখ হাসিনা তাঁতপল্লির কাজ; যাতে তাঁতিরা কাঁচামাল সংগ্রহ ও উৎপাদিত পণ্য সহজে আনা-নেওয়া করতে পারেন। তাঁতপল্লির প্রথম পর্যায়ে মাটি ভরাট ও সীমানাপ্রাচীরের কাজ শেষ হব চলতি জুনের মধ্যে। এই শিল্পনগরী প্রতিষ্ঠিত হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থান হবে ১০ লাখ মানুষের। 

নাওডোবা ইউনিয়নের নাওডোবা এলাকার বাসিন্দা মাহবুবুল হাসান বলেন, ‘পদ্মা সেতু ঘিরে ব্যাপক উন্নয়ন কর্মযজ্ঞ চলছে। জমির দাম বেড়েছে চারগুণ। অনেকের কর্মসংস্থান হয়েছে। সামনে আরও বহু মানুষের কর্মসংস্থান হবে।’

ভূঁইয়া অটো ব্লক ফ্যাক্টরির কর্মকর্তা আবছার উদ্দিন ও খাজা মঈনউদ্দিন জানান, এই অঞ্চলে কলকারখানা গড়ে উঠায় আমাদের কর্মসংস্থান হয়েছে। আরও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠছে। এতে এই অঞ্চলের মানুষ আরও সুফল পাবেন। জীবনযাত্রা গতিশীল হবে।’

বিকেনগর ইউনিয়নের বাংলাবাজার সংলগ্ন এলাকায় ভূঁইয়া অটো ব্লক ফ্যাক্টরি

বিনিয়োগকারীরা বলছেন, পদ্মা সেতু ঘিরে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তারা। এখানের কলকারখানা থেকে দ্রুত সময়ে পণ্য রফতানি সহজ হবে। সেইসঙ্গে পণ্য সহজে আনা-নেওয়া করা যাবে।

হোটেল-মোটেল ব্যবসায়ীরা বলছেন, প্রতিনিয়ত পদ্মা সেতু এলাকায় দর্শনার্থী আসছেন। তাদের আগমন ঘিরে এখানে হোটেল-মোটেল ও রেস্টুরেন্ট নির্মাণ করেছেন তারা।

নাওডোবা প্রান্তে ফুড এক্সপ্রেস নামে রেস্টুরেন্ট দিয়েছেন তারিকুল ইসলাম। তিনি বলেন, ‘পদ্মা সেতু ও সেতু এলাকা দেখতে আসা পর্যটক এবং দর্শনার্থীদের ঘিরে রেস্টুরেন্ট দিয়েছি। ইতোমধ্যে বেচাকেনা জমে উঠেছে। ভালোই হচ্ছে ব্যবসা।’

বিকেনগর ইউনিয়নের বাংলাবাজার সংলগ্ন এলাকায় ভূঁইয়া অটো ব্লক ফ্যাক্টরি স্থাপন করা হয়েছে। ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক রাজু আহমেদ বলেন, ‘ব্যাংকের চাকরি ছেড়ে ব্যবসায় এসেছি। আমাদের ফ্যাক্টরি চালু হয়েছে কয়েক মাস আগে। পদ্মা সেতু চালু হওয়ায় পণ্য আনা-নেওয়া সহজ হয়েছে।’

নাওডোবা প্রান্তে ফুড এক্সপ্রেস রেস্টুরেন্ট

এই অঞ্চলের মানুষের কথা চিন্তা করে এখানে বিনিয়োগ করেছি বলে জানালেন জাজিরা উপজেলা চেয়ারম্যান ও সিকদার পোশাক শিল্পের মালিক মোবারক আলী সিকদার। তিনি বলেন, ‘পদ্মা সেতু ঘিরে শরীয়তপুরে অপার সম্ভাবনা তৈরি হয়েছে। শিল্প ও পর্যটনসহ নানা ব্যবসার প্রসারে অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে। ’ 

এখানে নতুন নতুন বিনিয়োগকারী আসছেন উল্লেখ করে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল বলেন, ‘ইতোমধ্যে ছোট-বড় কলকারখানা গড়ে উঠছে। জমির দাম বেড়েছে কয়েকগুণ। পর্যটনকেন্দ্র ঘিরে থ্রি স্টার মানের হোটেল-মোটেল তৈরি হচ্ছে। গার্মেন্টস, মাঝারি শিল্প, মৎস্য, গবাদিপশু, কৃষিখাত ও পরিবহন খাতসহ বিভিন্ন ক্ষেত্র প্রসারিত হচ্ছে।’

শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মাদ তালুত বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পদ্মা সেতুর যোগাযোগ ব্যবস্থা কাজে লাগিয়ে অনেকগুলো বৃহৎ শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠছে। আমরা পর্যটনশিল্পকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করছি। অনেকে বিনিয়োগ করেছেন। সংশ্লিষ্টদের উৎসাহিত করছি আমরা।’

/এএম/
সম্পর্কিত
টোল আদায়ে দেড় হাজার কোটির মাইলফলকে পদ্মা সেতু
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
দিয়াবাতেকে ছাড়া মোহামেডানের হোঁচট, ৫ গোলের ম্যাচে ব্রাদার্সের চমক
দিয়াবাতেকে ছাড়া মোহামেডানের হোঁচট, ৫ গোলের ম্যাচে ব্রাদার্সের চমক
সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেন, ব্যতিক্রম থাকতেই পারে
মুক্ত গণমাধ্যম দিবসে প্রেস কাউন্সিলের চেয়ারম্যানসাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেন, ব্যতিক্রম থাকতেই পারে
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ