X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

একসময় যাদের গ্রুপে থেকে এলাকা নিয়ন্ত্রণ করতেন তাদের হাতেই খুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৭ জুলাই ২০২৩, ০৮:৫৮আপডেট : ০৭ জুলাই ২০২৩, ১০:২৬

নারায়ণগঞ্জের বন্দরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রাজিব (২০) নামে এক যুবক নিহতের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৬ জুলাই) রাতে নবীগঞ্জের কামাল উদ্দিন মোড়ের ওয়ালটন শোরুমের সামনে এ ঘটনা ঘটে।

নিহত যুবক বন্দর উপজেলার নবীগঞ্জ কাইতাখালি এলাকার তারা মিয়ার ছেলে। 

তার বন্ধু আলম মিয়ার দাবি, গত রোজায় রাতুল, সনেট ও রানা গ্রুপের সঙ্গে রাজিবের ঝামেলা হয়েছিল। এর জেরে প্রায় সময় তারা ক্ষিপ্ত থাকতো। কোরবানির ঈদের তিন দিন আগে একটি অটোরিকশা চুরি হয়। সেই চুরির দায় রাজিবের ওপর দেওয়া হয়। পরে সেই চুরির অভিযোগে বিচারের জন্য নবীগঞ্জ বাসস্ট্যান্ড নবানকুর ক্লাবে নিয়ে যাওয়ার জন্য তারা চাপ দেয়।

তিনি দাবি করেন, ওই সালিশ আমরা যেতে চাইনি। অপরদিকে তারা আগে থেকেই প্রস্তুত ছিল। সালিশ বসার আগেই সনেট, রাতুল, রানাসহ ৫-৬ মিলে রাজিবকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে কামাল উদ্দিনের মোড়ে গেলে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এক সময়ে তারা একই গ্রুপের লোক ছিল। বন্দরের নবীগঞ্জ কদমতলী, রূপনগর, কাইতাখালী, নোয়াদ্দাসহ বেশ কিছু এলাকা ছিল তাদের নিয়ন্ত্রণে। মাদক ব্যবসাসহ প্রভাব বিস্তার নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার পরিদর্শক (তদন্ত) আবু বকর সিদ্দিক বাংলা ট্রিবিউনকে বলেন, অটোরিকশা চুরি নিয়ে একটি সালিশ হওয়ার কথা ছিল। এর আগে কয়েকজন যুবক তাকে ছুরিকাঘাত করে জখম করে। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয়। মূলত বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা তদন্তের বিষয়। অনেকের নাম শোনা যাচ্ছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
অনলাইনে ভাতা কার্ড করা নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত 
ইউনিয়ন পরিষদে ব্যবসায়ীকে হত্যা
সর্বশেষ খবর
স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেওয়ার একদিন পর নারীর মরদেহ উদ্ধার
স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেওয়ার একদিন পর নারীর মরদেহ উদ্ধার
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ভারতে রয়টার্সের এক্স অ্যাকাউন্ট বন্ধ, দায় অস্বীকার সরকারের
ভারতে রয়টার্সের এক্স অ্যাকাউন্ট বন্ধ, দায় অস্বীকার সরকারের
পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু
পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই