X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

একসময় যাদের গ্রুপে থেকে এলাকা নিয়ন্ত্রণ করতেন তাদের হাতেই খুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৭ জুলাই ২০২৩, ০৮:৫৮আপডেট : ০৭ জুলাই ২০২৩, ১০:২৬

নারায়ণগঞ্জের বন্দরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রাজিব (২০) নামে এক যুবক নিহতের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৬ জুলাই) রাতে নবীগঞ্জের কামাল উদ্দিন মোড়ের ওয়ালটন শোরুমের সামনে এ ঘটনা ঘটে।

নিহত যুবক বন্দর উপজেলার নবীগঞ্জ কাইতাখালি এলাকার তারা মিয়ার ছেলে। 

তার বন্ধু আলম মিয়ার দাবি, গত রোজায় রাতুল, সনেট ও রানা গ্রুপের সঙ্গে রাজিবের ঝামেলা হয়েছিল। এর জেরে প্রায় সময় তারা ক্ষিপ্ত থাকতো। কোরবানির ঈদের তিন দিন আগে একটি অটোরিকশা চুরি হয়। সেই চুরির দায় রাজিবের ওপর দেওয়া হয়। পরে সেই চুরির অভিযোগে বিচারের জন্য নবীগঞ্জ বাসস্ট্যান্ড নবানকুর ক্লাবে নিয়ে যাওয়ার জন্য তারা চাপ দেয়।

তিনি দাবি করেন, ওই সালিশ আমরা যেতে চাইনি। অপরদিকে তারা আগে থেকেই প্রস্তুত ছিল। সালিশ বসার আগেই সনেট, রাতুল, রানাসহ ৫-৬ মিলে রাজিবকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে কামাল উদ্দিনের মোড়ে গেলে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এক সময়ে তারা একই গ্রুপের লোক ছিল। বন্দরের নবীগঞ্জ কদমতলী, রূপনগর, কাইতাখালী, নোয়াদ্দাসহ বেশ কিছু এলাকা ছিল তাদের নিয়ন্ত্রণে। মাদক ব্যবসাসহ প্রভাব বিস্তার নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার পরিদর্শক (তদন্ত) আবু বকর সিদ্দিক বাংলা ট্রিবিউনকে বলেন, অটোরিকশা চুরি নিয়ে একটি সালিশ হওয়ার কথা ছিল। এর আগে কয়েকজন যুবক তাকে ছুরিকাঘাত করে জখম করে। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয়। মূলত বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা তদন্তের বিষয়। অনেকের নাম শোনা যাচ্ছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
প্রতিপক্ষকে ফাঁসাতে জান্নাতিকে হত্যা করে বাবা-মা ও চাচি, আদালতে স্বীকারোক্তি
নড়াইলে ভাই-ভাতিজার বিরুদ্ধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
পাওনা টাকা চাওয়ায় যুবককে পিটিয়ে হত্যা
সর্বশেষ খবর
পূজার অনুষ্ঠানে হামলায় আহত ৩, গ্রেফতার ২
পূজার অনুষ্ঠানে হামলায় আহত ৩, গ্রেফতার ২
এনবিআর ভেঙে দুই ভাগ হলো, অধ্যাদেশ জারি
এনবিআর ভেঙে দুই ভাগ হলো, অধ্যাদেশ জারি
কালুরঘাটে হচ্ছে নতুন সেতু, ভিত্তিপ্রস্তরে থাকছে না প্রধান উপদেষ্টার নাম
কালুরঘাটে হচ্ছে নতুন সেতু, ভিত্তিপ্রস্তরে থাকছে না প্রধান উপদেষ্টার নাম
টিভিতে আজকের খেলা (১৩ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১৩ মে, ২০২৫)
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি