X
সোমবার, ১২ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

‘মা তুমি কাঁদো কেন, কী হইছে বাবার?’

মো. রফিকুল ইসলাম, মাদারীপুর
১৬ জুলাই ২০২৩, ০০:১৫আপডেট : ১৬ জুলাই ২০২৩, ০৯:৫৭

সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিতে ২০২১ সালে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে তিন লাখ টাকা ঋণ নিয়ে সৌদি আরবে পাড়ি জমান মাদারীপুরের জুবায়ের ঢালী। কে জানতো এই যাওয়াই শেষ যাওয়া। স্থানীয় সময় শুক্রবার (১৪ জুলাই) বিকাল ৪টার দিকে সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে ৩৫০ কিমি পূর্বে আল আহসা শহরের হুফুফ ইন্ডাস্ট্রিয়াল সিটি এলাকায় সোফা কারখানায় অগ্নিকাণ্ডে তার মৃত্যু হয়েছে। তার সঙ্গে আরও আট বাংলাদেশি মারা গেছেন। জুবায়েরের মৃত্যুতে বাড়িতে চলছে স্বজনদের আহাজারি।

দুই সন্তানের জনক জুবায়েরের বাড়ি কালকিনি উপজেলার আলিনগর ইউনিয়নের সস্তাল গ্রামে। বাবার নাম ইউনুস ঢালী। চার ভাই ও এক বোনের মধ্যে জুবায়ের সবার বড়। তার এমন মৃত্যু মানতে পারছেন না স্বজনরা।

শিশুসন্তান আবদুল্লাহ (৭) ও মেয়ে আয়েশা (৪) বাবা হারানোর কষ্ট ততটা তেমন অনুভব করতে পারেনি এখনও। তবে স্বামী হারানোর বেদনায় আহাজারি করছেন স্ত্রী শারমিন আক্তার। তার কান্না দেখে ছেলে আবদুল্লাহ বারবার জিজ্ঞেস করছে, ‘মা তুমি কাঁদো কেন? কি হইছে বাবার?’ কিন্তু মায়ের বলার ভাষা নেই। এই অবুঝ শিশু জানে না, তার বাবা কোনোদিন আর ফিরবে না। সেই কথা সন্তানকে কীভাবে বলবেন মা! তার বুকভাঙা আর্তনাদে কাঁদছেন প্রতিবেশীরাও।

শনিবার (১৫ জুলাই) বিকালে জুবায়ের ঢালীর বাড়িতে গিয়ে এমন দৃশ্য দেখা গেছে। তার মৃত্যুতে কাঁদছেন বাবা ও ছোট ভাই। জুবায়েরের ছোট ভাই আকাশ বলেন, ‘বড় ভাই ঋণ নিয়ে বিদেশে যান।। ঋণের কয়েক কিস্তি দিতে পেরেছি। গত দুই বছর করোনার করণে ঠিকমতো কাজ করতে পারেননি ভাই। অনেক কষ্ট করে দিন পার করেছেন। ভাইয়ের এক ছেলে ও এক মেয়ে। তার মৃত্যুতে আমরা একা হয়ে গেলাম।’

বাবা ইউনুস ঢালী বলেন, ‘আমার বাবারে আর দেখতে পারুম না। বাবা আমাগো ভালো রাখতে বিদেশে কত কষ্ট করেছে। শেষ বিদায়ে কত কষ্ট-ই না হয়েছে তার। কী করবো, কীভাবে এত কষ্ট নিয়ে বেঁচে থাকবো।’

স্বামীর মৃত্যুতে আহাজারি করতে করতে করতে স্ত্রী শারমিন আক্তার বলেন, ‘কীভাবে সংসার চলবে? কীভাবে ঋণ পরিশোধ করবো? দুই সন্তান নিয়ে কীভাবে বেঁচে থাকবো। আমাদের সব শেষ হয়ে গেলো।’  

কাল‌কি‌নি উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহা বলেন, ‘লাশ দেশে আনার জন্য যে ধরনের সহযোগিতা লাগবে, উপজেলা প্রশাসন থেকে করা হবে। এ ছাড়া বিদেশ থেকে যে অনুদান দেওয়া হয়, তা পাওয়ার সহযোগিতা করবো। পাশাপাশি ওই পরিবার উপজেলা প্রশাসনে আর্থিক সহায়তা চাইলে আমরা করবো।’

/এএম/
সম্পর্কিত
ছুরিকাঘাতে যুবককে হত্যা, দাফনের পর অভিযুক্ত তিন জনের বাড়িতে আগুন
ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রাঘাতে ৫ জনের মৃত্যু
রামপুরায় রিকশাচালকের রহস্যজনক মৃত্যু
সর্বশেষ খবর
ঋণের চাপে ছোট হচ্ছে বাজেট, উন্নয়নে বরাদ্দ ৪ বছরে সর্বনিম্ন
ঋণের চাপে ছোট হচ্ছে বাজেট, উন্নয়নে বরাদ্দ ৪ বছরে সর্বনিম্ন
দুই গোলে পিছিয়ে পড়েও লিভারপুলকে রুখে দিলো ১০ জনের আর্সেনাল
দুই গোলে পিছিয়ে পড়েও লিভারপুলকে রুখে দিলো ১০ জনের আর্সেনাল
সীমান্তে গোলাবর্ষণের আতঙ্কে ফিরতে চান না বাস্তুচ্যুত গ্রামবাসী
ভারত-পাকিস্তান সংঘাতসীমান্তে গোলাবর্ষণের আতঙ্কে ফিরতে চান না বাস্তুচ্যুত গ্রামবাসী
আমিরাতে সিঙ্গাপুরের গ্র্যান্ডমাস্টারের সঙ্গে তাহসিনের ড্র
আমিরাতে সিঙ্গাপুরের গ্র্যান্ডমাস্টারের সঙ্গে তাহসিনের ড্র
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল