X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

নির্ঘুম রাত কাটে ৪ হাজার পরিবারের

মইনুল হক মৃধা, রাজবাড়ী
২৩ জুলাই ২০২৩, ০৮:০১আপডেট : ২৩ জুলাই ২০২৩, ০৮:০১

কয়েক বছর আগে একমাত্র ছেলের মৃত্যুতে অনেকটাই নিঃস্ব রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম মুন্সীবাজার এলাকার পদ্মা পাড়ের বাসিন্দা খবির সরদার (৭০)। স্ত্রী, এক মেয়ে ও তিন নাতনি নিয়ে পদ্মার পাড়ে ভাঙন আতঙ্কে দিন পার করছেন। ছেলের কবর থেকে ১০ হাত দূরে পদ্মা নদী। যেকোনো সময় ছেলের কবরটি নদীগর্ভে চলে যাবে। ভাঙনের তীব্রতা বাড়লে তার বসতিও নদীতে বিলীন হবে।

তার মতো উপজেলার দেবগ্রাম মুন্সীবাজারের ছয় গ্রামের দুই হাজার পরিবার ভাঙনের ঝুঁকিতে রয়েছে। পাশাপাশি দৌলতদিয়া ইউনিয়নের পদ্মা পাড়ের আরও দুই হাজার পরিবার ভাঙন আতঙ্কে আছে। আতঙ্কে নির্ঘুম রাত কাটে তাদের।

এসব এলাকার কয়েকজন বাসিন্দা বলছেন, দৌলতদিয়া ঘাট এলাকাসহ পদ্মা পাড়ের বিভিন্ন স্থানে অসময়ে পদ্মায় ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এতে পদ্মা পাড়ের বাসিন্দাদের মাঝে ভাঙন আতঙ্ক দেখা দিয়েছে। দৌলতদিয়া ঘাট আধুনিকায়ন প্রকল্পের আওতায় নদীশাসন সম্পন্ন হলে গুরুত্বপূর্ণ নৌপথ দৌলতদিয়া ফেরিঘাটসহ গোটা গোয়ালন্দ উপজেলা এলাকা ভাঙনের হাত থেকে স্থায়ীভাবে রক্ষা পাবে।

দেবগ্রাম মুন্সীবাজারের ছয় গ্রামের দুই হাজার পরিবার ভাঙনের ঝুঁকিতে

খবির সরদার বলেন, ‌‘প্রায় ২৫ বছর আগে দৌলতদিয়ার ধোপাগাথি গ্রামে পদ্মার ভাঙনে বাড়িঘর বিলীন হলে এখানে তিন বিঘা জমি কিনে বসতি গড়ি। লালু মন্ডলপাড়া ও ১ নম্বর ব্যাপারীপাড়ায় দুটি গ্রাম ছিল। ভাঙনে গ্রাম দুটি শেষ। এখন ভাঙন আমার বসতির পাড়ে এসে ঠেকেছে। এবার বোধহয় ঘরবাড়ি কিছুই থাকবে না। এই চিন্তায় ঘুম হয় না। সবাই আতঙ্কে আছি।’

একই আতঙ্কের কথা বললেন দৌলতদিয়া নতুনপাড়ার কৃষিশ্রমিক দুলাল মন্ডল (৪৫)। তিনি বলেন, ‘১৫ বিঘা জমি ও বাড়ি ছিল। তিনবার ভাঙনে সব শেষ। এখন পরের জায়গায় থাকছি। খুব ঝুঁকির মুখে আছি। এক চাপ কইরা ভাঙতে ভাঙতে নদীর পাড়ে পইরা গেছি। অনেক কষ্টে আছি, এরপর কোথায় যাবো, বুঝতেছি না।’

নদীভাঙনে আমরা দিশেহারা উল্লেখ করে দুলাল মন্ডল আরও বলেন, ‘পানি উন্নয়ন বোর্ড, বিআইডব্লিউটিএ শুকনো মৌসুমে জিও ব্যাগ না ফেলে বর্ষাকালে ফেলে। এসব জিও ব্যাগ ভাঙনের কোনও কাজে আসে না। কারণ সব নদীতে চলে যায়। আবার দেখা যায়, ৫০টি জিও ব্যাগ ফেলে বলে ১০০টি ফেলা হয়েছে। কাজের কাজ কিছুই হয় না। আমাদের আতঙ্কও আর কাটে না।’

দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম বলেন, ‘আমার ইউনিয়নের ছয় গ্রামের দুই হাজার পরিবার ভাঙনের ঝুঁকিতে আছে। গত দুই বছরে প্রায় এক হাজার পরিবার ভাঙন আতঙ্কে অন্যত্র চলে গেছে। প্রায় ৫০০ একর কৃষিজমি নদীতে বিলীন হয়েছে। এ বছর বর্ষার শুরুতে ভাঙন শুরু হওয়ায় দ্রুত পদক্ষেপ নিতে পাউবো ও বিআইডব্লিউটিএকে অনুরোধ জানিয়েছি। এখনও কাজ শুরু হয়নি।’

দৌলতদিয়া ইউনিয়নের পদ্মা পাড়ের আরও দুই হাজার পরিবার ভাঙন আতঙ্কে আছে

গোয়ালন্দের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল বলেন, ‘আমার ইউনিয়নের পাঁচ গ্রামের দুই হাজার পরিবার ভাঙনের ঝুঁকিতে আছে। ভাঙনরোধে উপজেলা প্রশাসনের মাধ্যমে বিআইডব্লিউটিএর কাছে আবেদন করেছি। গত দুই বছরে আমার ইউনিয়নের প্রায় দুই হাজার পরিবার ভাঙন আতঙ্কে অন্যত্র চলে গেছে। বিলীন হয়েছে প্রায় দুই হাজার একর কৃষিজমি। কিন্তু ভাঙনরোধে স্থায়ী কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।’ 

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, ‘ভাঙনরোধে দৌলতদিয়া ও পাটুরিয়ায় আটটি করে ঘাট নির্মাণসহ নৌপরিবহন মন্ত্রণালয়ে প্রায় দুই হাজার কোটি টাকার প্রকল্পের প্রস্তাব পাঠিয়েছে পাউবো। মন্ত্রণালয় চারটি করে ঘাট নির্মাণে সম্মতি দিয়ে পুনরায় ব্যয় সংশোধন করতে বলেছে। প্রকল্প পাস হলে কাজ শুরু হবে।’

/এএম/
সম্পর্কিত
পদ্মায় গোসল করতে নেমে ৩ কিশোরের মৃত্যু
বাবা-খালুর পর নিখোঁজ কিশোরের মরদেহও উদ্ধার হলো পদ্মা থেকে
পদ্মায় ফেরিডুবির পাঁচ দিন পর মিললো ইঞ্জিন মাস্টারের মরদেহ
সর্বশেষ খবর
বৃষ্টির প্রার্থনায় বিশ্ববিদ্যালয়ে নামাজ আদায়
বৃষ্টির প্রার্থনায় বিশ্ববিদ্যালয়ে নামাজ আদায়
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ
ফেসবুক স্টোরিতে লালনের গান, আটক ব্যক্তির জামিন
ফেসবুক স্টোরিতে লালনের গান, আটক ব্যক্তির জামিন
খালেদা জিয়ার দুই মামলায় অভিযোগ গঠন শুনানি ২১ জুলাই
খালেদা জিয়ার দুই মামলায় অভিযোগ গঠন শুনানি ২১ জুলাই
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ