X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

‘বেঁচে থাকার শক্তি জুগিয়েছে এই ঘর, শেখ হাসিনার কাছে আমরা চিরঋণী’

এনায়েত করিম বিজয়, টাঙ্গাইল
০৯ আগস্ট ২০২৩, ২০:০৭আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ২০:০৭

‘নদীভাঙনে ভিটেবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছিলাম। আশ্রয় নিয়েছিলাম অন্যের জমিতে। স্বামীকে হারিয়ে আরও অসহায় অবস্থায় ছিলাম। সন্তান থাকতেও নেই। খুব কষ্টে দিনাতিপাত করতে হচ্ছিল। এ অবস্থায় বেঁচে থাকার শক্তি হারিয়ে ফেলেছিলাম। সবশেষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর বেঁচে থাকার শক্তি জুগিয়েছে।’ 

বুধবার (০৯ আগস্ট) প্রধানমন্ত্রীর উপহারের ঘরের দলিল পাওয়ার পর এভাবেই নিজের অনুভূতি ব্যক্ত করেছেন বাছাতন বেগম। তিনি টাঙ্গাইলের বাসাইল উপজেলার বিলপাড়া গ্রামের মৃত বদর উদ্দিনের স্ত্রী। বাসাইল উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ঘরের কাগজপত্র নিতে আসা বাছাতন বেগমের সঙ্গে কথা হয় এই প্রতিনিধির। এ সময় তিনি বলেন, ‘বাবা, আমি অসহায়। প্রধানমন্ত্রী আমাকে ঘর উপহার দিয়েছেন, এ জন্য আজ অনেক খুশি। এতদিন অন্যের জমিতে বসবাস করে আসছিলাম। নিজের নামে জমিসহ ঘর পেয়েছি। এখন নিজের ঘরে শান্তিতে ঘুমাতে পারবো। প্রধানমন্ত্রীর কাছে আমি চিরঋণী।’

তিনি আরও বলেন, ‘আমার দুই মেয়ে এক ছেলে। স্বামী মারা গেছেন এক বছর আগে। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। সেসময় আমরা দুই জনে মিলে হোটেলের দোকান করে সংসার চালাতাম। ছেলেটা বিয়ে করে পৃথক হয়ে গেছে। অটোরিকশা চালিয়ে স্ত্রী-সন্তানদের নিয়ে কোনও রকমে সংসার চালাচ্ছে ছেলে। দুই মেয়েকে বিয়ে দিয়েছিলাম। এর মধ্যে বড় মেয়ের ডিভোর্স হয়েছে। এরপর থেকে বড় মেয়ে পাশের উপজেলা সখীপুরে দিনমজুরের কাজ করছে। আমারও ভিটেবাড়ি ছিল। দুঃখের বিষয় হলো নদীগর্ভে বিলীন হয়ে গেছে। মাথা গোঁজার ঠাঁই ছিল না। প্রায় পাঁচ বছর আগে ভিটেবাড়ি হারিয়ে আশ্রয় নিয়েছিলাম মির্জাপুরের গ্রামনাহালিতে। এখন মাথা গোঁজার ঠাঁই হয়েছে। প্রধানমন্ত্রীর উপহার দেওয়া নিজের ঘরেই বসবাস করবো।’

সেখানে কথা হয় উপহারের ঘর পাওয়া শিপন চন্দ্র দাসের সঙ্গে। তিনি বলেন, ‘বাবার যেটুকু ভিটেমাটি ছিল, তা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সবকিছু হারিয়ে প্রায় ১০ বছর ধরে অন্যের জমিতে থাকছিলাম। কয়েক বছর ভাড়া বাসায় ছিলাম। বর্তমানে এক ব্যক্তির জমিতে ছোট্ট একটি ঘর তুলে দুই শিশু সন্তান ও স্ত্রীকে নিয়ে বসবাস করছি। অটোরিকশা ও দিনমজুরের কাজ করে সংসার চালাই। প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে আমি অনেক আনন্দিত। দিনমজুরের কাজ করে কখনও জমি ও ঘর করতে পারতাম না। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে জমিসহ ঘর উপহার দিয়েছেন। প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ।’

ঘরের কাগজপত্র নিতে আসা আর্জিনা বেগম বলেন, ‘স্বামী রাজমিস্ত্রির কাজ করে সংসার চালান। দুই সন্তানের লেখাপড়া ও পরিবারের খরচ শেষে কিছুই সঞ্চয় থাকে না। স্বামীর নামে যেটুকু ভিটেমাটি ছিল, তা বিক্রি করে ঋণ পরিশোধ করেছিলাম। এরপর থেকে ভাড়া বাসায় আছি। প্রধানমন্ত্রী আমাদের ঘর উপহার দিয়েছেন। এখন আর অন্যের জমি কিংবা ভাড়া বাসায় থাকতে হবে না। প্রধানমন্ত্রীর কাছে আমরা চির কৃতজ্ঞ।’

তাদের মতো চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে আশ্রয়ণ প্রকল্প-২-এর আওতায় টাঙ্গাইলে আরও ৩১৪টি ভূমি ও গৃহহীন পরিবার ঘর পেয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন। 

টাঙ্গাইলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে ঘরের দলিল তুলে দেন জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম। বাসাইল উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার। 

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, পৌরসভার মেয়র রাহাত হাসান টিপুসহ অন্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাসাইল, নাগরপুর, মির্জাপুর, কালিহাতী ও ঘাটাইল উপজেলাকে গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়।

/এএম/
সম্পর্কিত
‘শেখ হাসিনা কেবল দেশের উন্নয়ন করেননি, জাতিকে কলঙ্কমুক্তও করেছেন’
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
সর্বশেষ খবর
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ