X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৯আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১৬:১৩

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকে বাসের ধাক্কায় তিন জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১২ জন।

বুধবার (৬ সেপ্টেম্বর) ভোরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রামেরখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাসিনা বেগম নামের নিহত একজনের পরিচয় পাওয়া গেলেও অপর দুজনের পরিচয় পাওয়া যায়নি।

এ ঘটনায় আহতরা হলেন, পটুয়াখালী সদর উপজেলা মনিরুল ইসলাম তালুকদার, মঠবাড়িয়া উপজেলার তুসখালি ইউনিয়নের জহিরুল ইসলাম, ইটকানিয়া গ্রামের মফিজুল ইসলাম। তাৎক্ষণিকভাবে অন্য আহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকাগামী একটি মালবাহী ট্রাক চাকা নষ্ট হয়ে গেলে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের সিরাজদিখান উপজেলার রামেরখোলা এলাকায় থামিয়ে রাখে চালক। এদিকে কুয়াকাটা থেকে ছেড়ে আসা লাবিবা পরিবহনের একটি বাস ওই বিকল ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে বাসের বাম পাশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন জন নিহত হন।

শ্রীনগর ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর মাহফুজ রিবেন বলেন, দুর্ঘটনার তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই শ্রীনগর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ও সিরাজদিখান ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট এসে উদ্ধার অভিযান পরিচালনা করে। সাত গুরুতর আহত ব্যক্তিকে শ্রীনগর ও সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি। এ ছাড়া ঘটনাস্থল থেকে নিহত তিন জনকে উদ্ধার করে হাসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করি।

হাসাড়া হাইওয়ে থানার ওসি কাঞ্চন কুমার সিংহ বিষয়টি নিশ্চিত করে বলেন, মালবাহী ট্রাকটি নষ্ট হয়ে যাওয়ায় পথে দাঁড়িয়ে ছিল। পেছন থেকে লাবিবা পরিবহন বাসটি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। বাস ও ট্রাক আমাদের হেফাজতে রয়েছে। এ ঘটনায় ১২ বাসযাত্রী আহত হয়েছেন। তাদের ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

হাইওয়ে সার্কেল নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল কাদের জিলানী বলেন, ভোরের দিকে ট্রাকের পেছনের দুটি চাকা ফেটে যায়। তারা ট্রাকটি থামিয়ে চাকা মেরামত করছিল। এ সময় কুয়াকাটা থেকে ছেড়ে আসা লাবিবা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
হবিগঞ্জের সড়কে ঝরলো একই পরিবারের চার সদস্যসহ ৫ জনের প্রাণ
ফ্লাইওভারে ট্রাকের চাপায় প্রকৌশলী নিহত
চীনে সড়ক ধসে নিহত ১৯
সর্বশেষ খবর
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে অপহরণের শিকার বাবা-ছেলেসহ ৩ জন
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে অপহরণের শিকার বাবা-ছেলেসহ ৩ জন
তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত ৮ বাংলাদেশির মরদেহ আসছে আজ
তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত ৮ বাংলাদেশির মরদেহ আসছে আজ
থাইল্যান্ড সফর নিয়ে সাংবাদিকদের ব্রিফ করছেন প্রধানমন্ত্রী
থাইল্যান্ড সফর নিয়ে সাংবাদিকদের ব্রিফ করছেন প্রধানমন্ত্রী
অবশেষে চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি
অবশেষে চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!