X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

বঙ্গবন্ধুকে যারা খুন করেছে তারাও এখন প্রধানমন্ত্রীর পাশে আছে: কাদের সিদ্দিকী

টাঙ্গাইল প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২৩, ২২:৫৩আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ২৩:০৬

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘বঙ্গবন্ধুর চামড়া দিয়ে যারা জুতা বানাইছে ও বঙ্গবন্ধুকে যারা খুন করেছে তারাও এখন আমার বোনের (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) পাশেই  আছে। আমি কিছুই করতে পারি না। কিন্তু আমার এলাকার একজন শিশু মারা যাবে, আর পুলিশ ভুঁড়ি ভাসাইয়া হাঁটবে—এটা হতে পারে না। সেই পুলিশদের এখানে (সখীপুরে) থাকার দরকার নেই।’

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের সখিপুর উপজেলার দাড়িয়াপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী অপহরণের পর খুন হওয়া সামিয়ার বাবা-মাকে সান্ত্বনা দিতে গিয়ে তিনি একথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, ‘আমি তো এমন দেশ চাই না। আমি সেই দেশ চেয়েছি, যেখানে সাধারণ মানুষের নিরাপত্তা থাকবে। নিহত সামিয়ার বাবা আসামিদের নাম দিলেও পুলিশ কেন গত ছয় দিনেও আসামি ধরতে পারল না, এর জবাব পুলিশকে দিতে হবে। আমার বোন শেখ হাসিনার যেমন নিরাপত্তা দরকার, তেমনি সামিয়ার বাবারও নিরাপত্তা দরকার।’

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামকে উদ্দেশ করে তিনি বলেন, ‘জোয়াহের তুমি এমপি এখন, তুমি যদি ভালোভাবে ডিউটি করতে না পারো, তাহলে তোমারও কিন্তু বিচার হবে। জোয়াহের তোমাকে সাত দিন সময় দেওয়া হলো। আমি এ হত্যার বিচার চাই।’

এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান খোকা বীরপ্রতীক, সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন, নিহত শিশু সামিয়ার বাবা রঞ্জু মিয়া ও মা রুপা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

গত বুধবার সকাল সাড়ে সাতটার দিকে সামিয়া বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথের কাছে প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট পড়া শেষ হলে সহপাঠীদের সঙ্গে বাড়ি ফেরার উদ্দেশ্যে বের হয়। পথে একটি দোকানে সহপাঠীরা কেনাকাটা করতে দাঁড়ালে সামিয়া একাই বাড়ির উদ্দেশে রওনা হয়। এদিকে মেয়ের বাড়ি ফিরতে দেরি হওয়ায় মা রুপা আক্তার শিক্ষককে ফোন দিয়ে জানতে পারেন তার মেয়ে অনেক আগেই বাড়ি চলে গেছে। পরে মেয়েকে খুঁজতে বের হলে তিনি বাড়ির কাছাকাছি একটি স্থানে মেয়ের ব্যবহৃত জুতা পড়ে থাকতে দেখেন। এর কিছুক্ষণ পর সামিয়ার বাবার মোবাইল ফোনে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে ইমুতে একটি অডিও বার্তা দেয় দুর্বৃত্তরা। ওই অডিও বার্তা পাওয়ার ৪৮ ঘণ্টা পর গত শুক্রবার দুপুরে বাড়ির ৪০০ গজ দূরে একটি গহীন বনের পাশে মাটি খুঁড়ে সামিয়ার গলাকাটা ও চোখ উপড়ে ফেলা লাশ উদ্ধার করে পুলিশ।

এদিকে, গত ৬ দিনেও এ শিশু হত্যার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতার না হওয়ার বিষয়ে জানতে চাইলে সখীপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন বলেন, ‘আমরা হত্যার রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেফতারে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। পাশাপাশি এই হত্যার রহস্য উদঘাটনে পুলিশের আরও কয়েকটি সংস্থা কাজ করছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আমের এই আচার বানিয়ে ফেলা যায় তেল ছাড়াই
আমের এই আচার বানিয়ে ফেলা যায় তেল ছাড়াই
২০২২ সালের খসড়া চুক্তিকে কেন্দ্র করে শান্তি আলোচনা চায় রাশিয়া
২০২২ সালের খসড়া চুক্তিকে কেন্দ্র করে শান্তি আলোচনা চায় রাশিয়া
তিনি এখন হলিউডের শীর্ষ কাঙ্ক্ষিত ব্যাচেলর!
তিনি এখন হলিউডের শীর্ষ কাঙ্ক্ষিত ব্যাচেলর!
সাবেক এমপি শামীমা কারাগারে
সাবেক এমপি শামীমা কারাগারে
সর্বাধিক পঠিত
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ