X
বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩
৬ আশ্বিন ১৪৩০

জিয়া মুক্তিযোদ্ধা না, এটা আমি মেনে নিই না: কাদের সিদ্দিকী

টাঙ্গাইল প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২৩, ২৩:০৭আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ২৩:০৭

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘জিয়া মুক্তিযোদ্ধা না, এটা আমি মেনে নিই না। ওনাকে অনেকেই বঙ্গবন্ধুর খুনী বলে। খুনের সঙ্গে জড়িত আছে অথবা জানতো, এমনটাও বলতে শোনা যায়। এগুলো মুখে না বলার চাইতে মামলা দিয়ে সাক্ষী প্রমাণ দিয়ে ওনাকে মরণোত্তর ফাঁসি দেন আমার কোনও আপত্তি নাই। কিন্তু তিনি মুক্তিযোদ্ধাই না, পাকিস্তানের এজেন্ট একথা বলে মুক্তিযুদ্ধকে ছোট করা ভালো না।’

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকালে টাঙ্গাইলের সখিপুর উপজেলার সালগ্রামপুর বাজারে দাড়িয়াপুর ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের তৃতীয় বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, ‘জীবনের শ্রেষ্ঠ ভুল কামাল হোসেনকে বড় নেতা মেনে তার পাশে গিয়েছিলাম। তিনি বিএনপির সঙ্গে জোট করেছে। কিন্তু তিনি নেতা না। যে ভোটার নির্বিঘ্নে এসে ভোট দিতে পারবে, ঈদের দিনের মতো উৎসবমুখর পরিবেশে ভোট দেবে, সেই ভোটে যদি আপনি জেতেন, আপনি নেতা হবেন। ভোট চুরি করা যাবে না। সবার পরে যখন বিএনপির জোটে গেয়েছিলাম তেমনি এক মাসের মধ্যে জোট ছেড়ে দিয়েছিলাম। জোট ছেড়েছিলাম এজন্য যে ভোটটা হয় নাই। মেয়ে এই আসনে (টাঙ্গাইল-৮) দাঁড়িয়েছিল। মানুষ ঘণ্টা দুই ভোট দিয়েছে। গণফোরামের একজনের মতো যদি আমার মেয়েটা সংসদে যাইতো তাহলে কি আমার মানসম্মানটা থাকতো? তাই ওনারা (আওয়ামী লীগ) চুরি করছেন।

এর আগে একইদিনে দুপুরে উপজেলার হতেয়া পশ্চিমপাড়া এলাকায় নিহত শিশু মিম (৯) ও ঝুমার (৯) বাড়িতে সমবেদনা জানাতে গিয়ে তিনি বলেন, ‘ইউনিয়ন পর্যায়ে দলীয় প্রতীকে নির্বাচনের কারণে রাজনৈতিক বিভক্তি পরিবারেও ছড়িয়ে পড়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে মার্কা (দলীয় প্রতীক) পছন্দ করি না। আমি প্রধানমন্ত্রীকেও একথা বলেছি। আপনি দেশটাতে তো আগুন জ্বালিয়ে দিলেন। এমপি ইলেকশন হোক দলীয় প্রতীক দিয়ে, উপজেলাতে হোক মার্কা দিয়ে। তার নিচে কেন যাবেন। এতে চাচার সঙ্গে ভাতিজার, ভাতিজার সঙ্গে ভাইয়ের প্রতিদ্বন্দ্বিতা লেগে যায়, মনোমালিন্য হয়। কেন এটা করতে গেলেন। প্রধানমন্ত্রী এটা স্বীকারও করেছেন এটা ঠিক হয়নি।’

ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি দেলোয়ার হোসেন নবীর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা (বীরপ্রতীক), কৃষক শ্রমিক জনতা লীগ নেতা শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সালেক হিটলু, সখিপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব, যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহবায়ক হাবিবুন্নবী সোহেল প্রমুখ।

/কেএইচটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন অধ্যায়ে পরীর প্রথম নায়ক সাইমন
নতুন অধ্যায়ে পরীর প্রথম নায়ক সাইমন
বাংলাদেশের দুঃখ গোলপোস্ট
বাংলাদেশের দুঃখ গোলপোস্ট
মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ইউপি সদস্য খুন, অভিযোগ পরিবারের
মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ইউপি সদস্য খুন, অভিযোগ পরিবারের
দুই ঠিকানায় যাচ্ছে মা ও তার যমজ সন্তান
দুই ঠিকানায় যাচ্ছে মা ও তার যমজ সন্তান
সর্বাধিক পঠিত
জাস্টিন ট্রুডো কি তাহলে নিজের পায়েই কুড়াল মারলেন? 
জাস্টিন ট্রুডো কি তাহলে নিজের পায়েই কুড়াল মারলেন? 
গ্রাহকের অজান্তে ইস্টার্ন ব্যাংক থেকে টাকা নিয়ে গেলো কারা?
গ্রাহকের অজান্তে ইস্টার্ন ব্যাংক থেকে টাকা নিয়ে গেলো কারা?
তালেবানি কালচার চাই, ওপেন কালচার চাই না: শাবি উপাচার্য
তালেবানি কালচার চাই, ওপেন কালচার চাই না: শাবি উপাচার্য
‘মামলা থেকে নাম আউট করতে ৫০ হাজার টাকা লাগবে’
‘মামলা থেকে নাম আউট করতে ৫০ হাজার টাকা লাগবে’
ঢাবি শিক্ষার্থী ফিরোজের মৃত্যু: চিরকুট নিয়ে ‘রহস্য’
ঢাবি শিক্ষার্থী ফিরোজের মৃত্যু: চিরকুট নিয়ে ‘রহস্য’