X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

জিয়া মুক্তিযোদ্ধা না, এটা আমি মেনে নিই না: কাদের সিদ্দিকী

টাঙ্গাইল প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২৩, ২৩:০৭আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ২৩:০৭

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘জিয়া মুক্তিযোদ্ধা না, এটা আমি মেনে নিই না। ওনাকে অনেকেই বঙ্গবন্ধুর খুনী বলে। খুনের সঙ্গে জড়িত আছে অথবা জানতো, এমনটাও বলতে শোনা যায়। এগুলো মুখে না বলার চাইতে মামলা দিয়ে সাক্ষী প্রমাণ দিয়ে ওনাকে মরণোত্তর ফাঁসি দেন আমার কোনও আপত্তি নাই। কিন্তু তিনি মুক্তিযোদ্ধাই না, পাকিস্তানের এজেন্ট একথা বলে মুক্তিযুদ্ধকে ছোট করা ভালো না।’

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকালে টাঙ্গাইলের সখিপুর উপজেলার সালগ্রামপুর বাজারে দাড়িয়াপুর ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের তৃতীয় বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, ‘জীবনের শ্রেষ্ঠ ভুল কামাল হোসেনকে বড় নেতা মেনে তার পাশে গিয়েছিলাম। তিনি বিএনপির সঙ্গে জোট করেছে। কিন্তু তিনি নেতা না। যে ভোটার নির্বিঘ্নে এসে ভোট দিতে পারবে, ঈদের দিনের মতো উৎসবমুখর পরিবেশে ভোট দেবে, সেই ভোটে যদি আপনি জেতেন, আপনি নেতা হবেন। ভোট চুরি করা যাবে না। সবার পরে যখন বিএনপির জোটে গেয়েছিলাম তেমনি এক মাসের মধ্যে জোট ছেড়ে দিয়েছিলাম। জোট ছেড়েছিলাম এজন্য যে ভোটটা হয় নাই। মেয়ে এই আসনে (টাঙ্গাইল-৮) দাঁড়িয়েছিল। মানুষ ঘণ্টা দুই ভোট দিয়েছে। গণফোরামের একজনের মতো যদি আমার মেয়েটা সংসদে যাইতো তাহলে কি আমার মানসম্মানটা থাকতো? তাই ওনারা (আওয়ামী লীগ) চুরি করছেন।

এর আগে একইদিনে দুপুরে উপজেলার হতেয়া পশ্চিমপাড়া এলাকায় নিহত শিশু মিম (৯) ও ঝুমার (৯) বাড়িতে সমবেদনা জানাতে গিয়ে তিনি বলেন, ‘ইউনিয়ন পর্যায়ে দলীয় প্রতীকে নির্বাচনের কারণে রাজনৈতিক বিভক্তি পরিবারেও ছড়িয়ে পড়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে মার্কা (দলীয় প্রতীক) পছন্দ করি না। আমি প্রধানমন্ত্রীকেও একথা বলেছি। আপনি দেশটাতে তো আগুন জ্বালিয়ে দিলেন। এমপি ইলেকশন হোক দলীয় প্রতীক দিয়ে, উপজেলাতে হোক মার্কা দিয়ে। তার নিচে কেন যাবেন। এতে চাচার সঙ্গে ভাতিজার, ভাতিজার সঙ্গে ভাইয়ের প্রতিদ্বন্দ্বিতা লেগে যায়, মনোমালিন্য হয়। কেন এটা করতে গেলেন। প্রধানমন্ত্রী এটা স্বীকারও করেছেন এটা ঠিক হয়নি।’

ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি দেলোয়ার হোসেন নবীর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা (বীরপ্রতীক), কৃষক শ্রমিক জনতা লীগ নেতা শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সালেক হিটলু, সখিপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব, যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহবায়ক হাবিবুন্নবী সোহেল প্রমুখ।

/কেএইচটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাম্পের মধ্যস্থতায় ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি যে কারণে গুরুত্বপূর্ণ
ট্রাম্পের মধ্যস্থতায় ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি যে কারণে গুরুত্বপূর্ণ
‘গণতান্ত্রিক ব্যবস্থার জন্য যা করা হচ্ছে সেটাকে রাজনীতি বলা যায় না’
‘গণতান্ত্রিক ব্যবস্থার জন্য যা করা হচ্ছে সেটাকে রাজনীতি বলা যায় না’
ময়মনসিংহে ১৫ মিনিটের স্বস্তির বৃষ্টি
ময়মনসিংহে ১৫ মিনিটের স্বস্তির বৃষ্টি
স্বর্ণের দোকানে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র ও ককটেলসহ গ্রেফতার ৭
স্বর্ণের দোকানে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র ও ককটেলসহ গ্রেফতার ৭
সর্বাধিক পঠিত
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ