X
সোমবার, ০৫ মে ২০২৫
২২ বৈশাখ ১৪৩২

নাটেশ্বরে বৌদ্ধ বিহারের খনন আপাতত সমাপ্ত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:০৯আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:০৯

 নাটেশ্বরে বৌদ্ধবিহার মুন্সীগঞ্জের নাটেশ্বরে বৌদ্ধবিহার খনন এই বছরের মত সমাপ্ত ঘোষণা করা হয়েছে। আগামী বছর শীতের শুরুতে আবারও খনন কাজ শুরু করা হবে।
তবে এ ঘোষণার আগে নাটেশ্বরে প্রত্নস্থান পরিদর্শন ও গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করেছেন দুই মন্ত্রী। শনিবার দুপুর সাড়ে ১২টায় জেলার টঙ্গিবাড়ী উপজেলার নাটেশ্বর গ্রামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সভাপতি ড. নূহ-উল-আলমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংস্কৃতিক সচিব আকতারী মমতাজ, চীনের ডেপুটি অ্যামবাসেডর মি. ইয়াং সি, অধ্যাপক ড. সুফী মোস্তাফিজুর রহামান প্রমুখ।
পর্যটন মন্ত্রী রাশেদ খান বলেন,‌‘একজন পর্যটক ১১ জনের কর্মসংস্থান করেন। তাই নাটেশ্বর তথা বিক্রমপুরে পর্যটন শিল্প বিকাশের ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা করা হবে।’
এদিকে সংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, মাটির নিচে ইতিহাস, পুরাকীর্তি চাপা পড়ে ছিল দীর্ঘ শত  শত বছর ধরে,অগ্রসর ফাউন্ডেশন মাটি খনন এর মাধ্যমে তা উম্মোচন করেছে।
নাটেশ্বর বৌদ্ধবিহার থেকে পাওয়া নানান প্রত্ন সামগ্রী অনুষ্ঠান শেষে নাটেশ্বরের বৌদ্ধ বিহারের খনন কাজ এক বছরের জন্য সমাপ্ত ঘোষণা করে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলির সদস্য ও অগ্রসর মিক্রপুর ফাউন্ডেশনের সভাপতি নূহ-উল-আলম লেনিন। উল্লেখ্য,নাটেশ্বরে চীন ও বাংলাদেশের যৌথ খননে ৫টি নির্মাণযুগসহ প্রায় এক হাজার বছরের প্রাচীন বৌদ্ধ নগরী আবিস্কৃত হয়েছে। ২০১০ সালে রামপাল ও বজ্রযোগিনী ইউনিয়নের তিনটি গ্রামে ৯টি পরিক্ষামূলক উৎখনন পরিচালিত হয় যার ধারাবাহিকতায় রামপালের রঘুরামপুরে ৯৯০-১০৫০ খ্রিষ্টাব্দের (কার্বন-১৪ পরীক্ষা) কটি বৌদ্ধবিহার আবিষ্কৃত হয়। রঘুরামপুরে বৌদ্ধ বিহার আবিষ্কারে সামিল হতে না পারলেও ২০১৪ সালে জেলার টঙ্গিবাড়ী উপজেলার নাটেশ্বর গ্রামে প্রত্নতাত্ত্বিক খনন কাজের সঙ্গে চীনের হুনান প্রভেন্সিয়াল ইনস্টিটিউট অব কালচারাল রেলিকস অ্যান্ড আর্কেওলজির সহযোগী অধ্যাপক লি উয়ান বো (LiYuan Bo)এর নেতৃত্বে যুক্ত হয়েছে চীনের একদল প্রত্নগবেষক।

চীন ও বাংলাদেশের যৌথ প্রত্নতাত্ত্বিক খননে অষ্টোকোণাকৃতি স্তূপের বাহু, কোন এবং অভ্যন্তরীণ অষ্টোকোণাকৃতি স্তূপ, চেম্বার ও মণ্ডপসহ নানা কিছু বেরিয়ে এসেছে।

/জেবি/এসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গণহত্যার দায়ে আ.লীগের বিচারে ব্যর্থতার সর্বশেষ শিকার হাসনাত আব্দুল্লাহ: এনসিপি
গণহত্যার দায়ে আ.লীগের বিচারে ব্যর্থতার সর্বশেষ শিকার হাসনাত আব্দুল্লাহ: এনসিপি
চট্টগ্রামে কোরবানিদাতা বেড়েছে ৬৭ হাজার, পশুর ঘাটতি
চট্টগ্রামে কোরবানিদাতা বেড়েছে ৬৭ হাজার, পশুর ঘাটতি
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৫)
আজ থেকে কর্মবিরতিতে যাচ্ছেন সরকারি প্রাথমিকের শিক্ষকরা
আজ থেকে কর্মবিরতিতে যাচ্ছেন সরকারি প্রাথমিকের শিক্ষকরা
সর্বাধিক পঠিত
এবার আড়াই হাজার ভোট পাওয়া আরিফুরকে মেয়র ঘোষণা করলেন আদালত
এবার আড়াই হাজার ভোট পাওয়া আরিফুরকে মেয়র ঘোষণা করলেন আদালত
এনায়েত উল্লাহর ১৯০টি যানবাহন জব্দ
এনায়েত উল্লাহর ১৯০টি যানবাহন জব্দ
খোসাসহ কাঁচা আমের আচার বানিয়ে ফেলতে পারেন এভাবে
খোসাসহ কাঁচা আমের আচার বানিয়ে ফেলতে পারেন এভাবে
বাংলাদেশের জন্য চিকিৎসা ভিসা প্রক্রিয়া সহজ করলো চীন
বাংলাদেশের জন্য চিকিৎসা ভিসা প্রক্রিয়া সহজ করলো চীন
‘পরিকল্পিত ষড়যন্ত্রের’ শিকার এশিয়াটিক?
‘পরিকল্পিত ষড়যন্ত্রের’ শিকার এশিয়াটিক?