X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

শ্বশুরবা‌ড়ির কাঁঠাল গা‌ছ থে‌কে যুবকের ঝুলন্ত মর‌দেহ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৩৪আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৪২

মাদারীপুর জেলার শিবচরে শ্বশুরবাড়ির কাঁঠাল গাছ থেকে নাইম হোসেন সাইম (৩২) নামের এক ব‌্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ।

সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের সরকারেরচর গ্রামের শিকদার বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবক গাজীপুরের কাপাসিয়া উপজেলার উজানি এলাকার মোরশেদ মুন্সীর ছেলে। সে তার শ্বশুর মজিবর শিকদারের বাড়িতে রবিবার (২৪ সেপ্টেম্বর) রাতে এসেছিল।

স্থানীয় ও শিবচর থানা সূত্রে জানা গেছে, সোমবার সকালে সরকারেরচর এলাকার মজিবর শিকদারের বাড়ির কাঁঠাল গাছের সঙ্গে মরদেহ ঝুলতে দেখে বাড়ির লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠায়। নিহত যুবক নাইমের দ্বিতীয় স্ত্রী মজিবর শিকদারের ছোট মেয়ে রুবিয়া আক্তার।

জানা গেছে, আগের বিয়ের কথা গোপন করে দ্বিতীয় স্ত্রী রু‌বিয়া‌কে বি‌য়ে ক‌রে নাইম। প‌রে দ্বিতীয় স্ত্রীর চা‌পে প্রথম স্ত্রী‌কে তালাক দেয় নাইম। এরপর তা‌দের সংসা‌রে বি‌ভিন্ন সময় ক‌লহ লে‌গেই থাক‌তো। বেশ ক‌য়েক মাস আগে পা‌রিবা‌রিক ক‌লহের পর স্ত্রী‌র অসামা‌জিক কর্মকাণ্ড নি‌য়েও তর্কবিতর্ক সৃষ্টি হয় পরিবারে।

এদিকে গত এক মাস ধ‌রে ব‌নিবনা না হওয়ায় স্বামীর সংসার রে‌খে বাবার বা‌ড়ি‌তে চ‌লে আসে রুবিয়া। গতকাল রাত ১১টার দিকে ব‌্যবসায়‌ী নাইম তার শ্বশুরবা‌ড়িতে আসেন। রাতে ফোনে স্ত্রীকে ঘরের দরজা খুলতে বললে স্ত্রী দরজা না খুলে মোবাইল ফোন বন্ধ করে রাখেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

পরে ভো‌রে পা‌শের বা‌ড়ির লোকজন কাঁঠাল গা‌ছে মর‌দেহ ঝুল‌তে দে‌খে চিৎকার দি‌লে বা‌ড়ির সবাই‌ এসে দেখ‌তে পান নাইমের মর‌দেহ ঝুল‌ছে। এলাকাবাসী পু‌লি‌শে খবর দি‌লে পু‌লিশ মর‌দেহ উদ্ধার ক‌রে সুরতহাল শে‌ষে মাদারীপুর ম‌র্গে পাঠায়।

শ্বশুরবাড়ির লোকজন এবং স্থানীয়রা ধারণা করছেন, স্ত্রী রাতে দরজা না খোলায় অভিমান করে আত্মহত্যা করেছে সে। তবে এ বিষয়ে স্ত্রী বা তার স্বজনদের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

নিহ‌তের মামা এমদাদ হো‌সেন বলেন, ‘আমার ভা‌গনের সঙ্গে দ্বিতীয় স্ত্রীর বি‌য়ের পর থে‌কেই ক‌লহ লেগেই থাকতো। রু‌বিয়া আমার ভা‌গনেকে সব সময় মান‌সিক যন্ত্রণা দি‌য়ে আস‌ছি‌লে। মৃত‌্যুর সময় স্ত্রী‌কে দা‌য়ী করে লেখা একটি চিরকুট পাওয়া গে‌ছে। আমা‌দের ধারণা, স্ত্রীর পর‌কীয়ার বিষয় নি‌য়ে তাদের ম‌ধ্যে ক‌ল‌হের জে‌রে এ ঘটনা ঘটেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, ‘শ্বশুরবা‌ড়ির কাঁঠাল গাছ থে‌কে নাইম না‌মের এক ব‌্যক্তির ঝুলন্ত মর‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। মর‌দেহ‌টি মাদারীপুর ম‌র্গে পাঠিয়েছি। ময়নাতদন্ত শে‌ষে পরবর্তী ব‌্যবস্থা গ্রহণ করা হ‌বে।’

/কেএইচটি/
সম্পর্কিত
মায়ের কাছে চিঠি লিখে মাদ্রাসাছাত্রীর ‘আত্মহত্যা’
বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সাবেক স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর প্রাণ দিলেন স্বামীও
সর্বশেষ খবর
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল