X
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি, আটক বিএনপির ২০ নেতাকর্মী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২৩, ১৮:৪২আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ১৮:৪২

নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছে পুলিশ। বুধবার (১৮ অক্টোবর) দিনব্যাপী মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশে চেকপোস্ট বসিয়ে বাস থামিয়ে তল্লাশি করা হয়। এ ছাড়া মঙ্গলবার দিবাগত রাত থেকে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপির ২০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা।

আটক ২০ নেতাকর্মী হলেন- ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ, রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হোসেন মুন্সি, সোনারগাঁয়ের সাদীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক রাসেল মিয়া, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সদস্য মো. হারুন, সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ড যুবদল কর্মী কাউসার আহমেদ রানা, নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা মেহেদী, নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা জাহিদ, সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রাকিব হাসান, আড়াইহাজার সাতগ্রাম ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মিয়া, আড়াইহাজার সাতগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা ফরহাদ খন্দকার, রূপগঞ্জের চনপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সহসাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাবু, ফতুল্লা বিএনপি নেতা হারুনুর রশিদ হারুন, সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মো. খোরশেদ আলম, গোগনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. লিটন ও ১০ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক হারুন। এ ছাড়া বাকি চার জনের নামপরিচয় জানা যায়নি।

তল্লাশি করা হচ্ছে বাসের ভেতরে

বিএনপির নেতাকর্মীদের আটক প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মঙ্গলবার রাত থেকে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপির ২০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে তাদের বিরুদ্ধে। তারপর যাচাই-বাছাই করে গ্রেফতার করা হবে। তবে ঢাকার সমাবেশকে কেন্দ্র করে তাদের আটক করা হয়নি।’

মহাসড়কে চেকপোস্ট বসানোর বিষয়ে তিনি বলেন, ‘মূলত নাশকতার উদ্দেশে কেউ কোনও অপ্রীতিকর ঘটনা যাতে ঘটনাতে না পারে এজন্য আমাদের পুলিশ প্রশাসন তৎপর রয়েছে। গণপরিবহনে করে কেউ যাতে কোনোরকম বিস্ফোরক নিয়ে যেতে না পারে, এজন্য চেকপোস্ট বসিয়ে চেক করা হচ্ছে।’

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, ‘নারায়ণগঞ্জ জেলা ও মহানগরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। যেসব নেতাকর্মীদের বাড়িতে পেয়েছে তাদের আটক করেছে। মূলত ঢাকার সমাবেশকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে অভিযান চালানো হয়েছে।’

বুধবার দুপুর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ মৌচাক এলাকা, সাইনবোর্ড, সোনারগাঁয়ের কাঁচপুরসহ বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীকে চেকপোস্ট বসিয়ে অভিযান চালাতে দেখা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দায়িত্বরত পুলিশ সদস্যরা যাত্রী ও চালক কে, কোথায় যাচ্ছেন তা জানতে চান। বাসে যাত্রীদের ব্যাগ, ব্যক্তিগত গাড়ির ভেতর ও পেছনে ব্যাকডালা তল্লাশি করা হচ্ছে। তবে তল্লাশি চালিয়ে এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করার তথ্য পাওয়া যায়নি।

কক্সবাজার থেকে শ্যামলী পরিবহনে করে সাইনবোর্ড এলাকায় এসেছেন যাত্রী আসাদুল ইসলাম। তিনি বলেন, ‘আমি কক্সবাজার থেকে বাসে করে এসেছি। পুলিশ চেকপোস্ট বসিয়ে বাস থামিয়ে তল্লাশি করেছে। এ সময় কাউকে সন্দেহজনক মনে হলে নানান রকমের প্রশ্ন করেছে। এমনকি যাত্রীদের ব্যাগ চেক করেছে। তবে বাসের কাউকে আটক করেনি।’

/কেএইচটি/
সম্পর্কিত
দায়িত্বে অবহেলার অভিযোগে ঢাবি ছাত্রদলের ১২ নেতা বহিষ্কার
‘উপজেলা পর্যায়ে নিম্ন আদালত ও জরুরি আইন সংস্কারে বিএনপির আপত্তি নেই’
নির্বাচন দেরি হলে জুডিশিয়াল-আইনশৃঙ্খলা ভেঙে পড়বে: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
আগারগাঁওয়ে ককটেল সদৃশ বোমা উদ্ধার, মৌচাক ও কাকরাইলে বিস্ফোরণ
আগারগাঁওয়ে ককটেল সদৃশ বোমা উদ্ধার, মৌচাক ও কাকরাইলে বিস্ফোরণ
অন্তর্বর্তী সরকারের সময়েই সংস্কার শেষ করতে হবে: আখতার হোসেন
অন্তর্বর্তী সরকারের সময়েই সংস্কার শেষ করতে হবে: আখতার হোসেন
গণমাধ্যমকে হুমকির প্রতিবাদ জানিয়ে অর্ধশতাধিক সাংবাদিকের বিবৃতি
গণমাধ্যমকে হুমকির প্রতিবাদ জানিয়ে অর্ধশতাধিক সাংবাদিকের বিবৃতি
শেষ ম্যাচ কি খেলতে পারবেন শান্ত?
শেষ ম্যাচ কি খেলতে পারবেন শান্ত?
সর্বাধিক পঠিত
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
তিন নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের
তিন নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের