X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

গাজীপুরে পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ

গাজীপুর পতিনিধি
০৯ নভেম্বর ২০২৩, ১৮:৫৮আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ১৯:২৯

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী বিসিক শিল্প এলাকায় পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (০৯ নভেম্বর) দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তুসকা গার্মেন্টস কারখানার শ্রমিকরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান। এতে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ন্যূনতম বেতন ২৩ হাজার টাকা করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন গাজীপুরের বিভিন্ন কারখানার শ্রমিকরা। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে শ্রমিকরা আন্দোলনে নামেন। দুপুরের পর থেকে কোনাবাড়ী বিসিক এলাকায় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ শুরু হয়। এরপর পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিলে উত্তেজিত শ্রমিকরা কোনাবাড়ীর তুসকা কারখানা এলাকায় আবারও পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান। পরে শ্রমিকদের লক্ষ্য করে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি বিজিবি ও র‌্যাবের একাধিক টিম কাজ করছে।

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল ৮টার দিকে চান্দনা চৌরাস্তা-শিববাড়ি সড়ক বন্ধ করে আন্দোলন শুরু করেন শ্রমিকরা। পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। এরপর মহানগরীর বাসন থানা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ শুরু করেন। এ সময় শ্রমিকরা মিছিল নিয়ে মহাসড়কে কাঠ, গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে অবরোধ করলে পুলিশ টিয়ারশেল ছুড়ে ছত্রভঙ্গ করে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। দুপুরের পর শ্রমিকরা আবারও আন্দোলন শুরু করেন। প্রথমে কোনাবাড়ী বিসিক এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকরা আন্দোলন করেন। এরপর মিছিল নিয়ে এসে সড়ক অবরোধ করেন। পুলিশ তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দিলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এ সময় তুসকা গার্মেন্টস লিমিটেড কারখানার শ্রমিকরাও রাস্তায় নেমে আসেন। তখন সংঘর্ষ শুরু হয়। বিকাল ৪টা পর্যন্ত দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন আহত হন।

তুসকা গার্মেন্টস কারখানার শ্রমিকরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান

র‌্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন বলেন, ‘শ্রমিকদের প্রথমে আমরা শান্ত থাকতে অনুরোধ করি। তারা আমাদের অনুরোধ উপেক্ষা করে আন্দোলনে নামেন এবং নাশকতামূলক কর্মকাণ্ড শুরু করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনী শ্রমিকদের সরিয়ে নেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। তবে বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক আছে।’

গাজীপুর-২ শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মঈনুল হক বলেন, ‘পুলিশের সঙ্গে শ্রমিকদের কয়েক দফা সংঘর্ষ হয়েছে। আমরা ঘটনাস্থলে আছি।’

/এএম/এমওএফ/
সম্পর্কিত
যশোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে প্রবাসীর মৃত্যু, গ্রেফতার ৬
রামপুরায় রিকশাচালকের রহস্যজনক মৃত্যু
‘নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম শক্ত হাতে দমন করা হবে’
সর্বশেষ খবর
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আ.লীগেরর কার্যক্রম নিষিদ্ধে সরকারের সিদ্ধান্ত যুগান্তকারী: মজলিস
আ.লীগেরর কার্যক্রম নিষিদ্ধে সরকারের সিদ্ধান্ত যুগান্তকারী: মজলিস
যুক্তরাজ্যের অভিবাসন আইনে আসতে যাচ্ছে ব্যাপক পরিবর্তন
যুক্তরাজ্যের অভিবাসন আইনে আসতে যাচ্ছে ব্যাপক পরিবর্তন
তারকাদের মা দিবস…
তারকাদের মা দিবস…
সর্বাধিক পঠিত
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ