X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

মুন্সীগঞ্জে ভাড়া বাসায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১২ নভেম্বর ২০২৩, ১৮:২৫আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ১৮:২৫

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন আব্দুল্লাহপুর গ্রামের একটি ভাড়া বাসার কক্ষ থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

রবিবার (১২ নভেম্বর) দুপুর ১টার দিকে নিজ কক্ষের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়। শনিবার (১১ নভেম্বর) রাতের কোনও একসময়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত রাহাফুল খান (২২) ভবেরচর ইউনিয়নের চরপাথালিয়া গ্রামের মো. জাহিদ হোসেনের ছেলে।

নিহত রাহাফুল খান

নিহতের বড় ভাই হৃদয় খান বলেন, ‘ভবেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন বাউশিয়া বহুমুখী উন্নয়ন সমিতি মার্কেটের দোতলায় নিউ নবাবপুর ইলেকট্রনিকস পণ্যের দোকান রয়েছে রাহাফুলের। এতদিন চরপাথালিয়া গ্রাম থেকে দোকানে যাওয়া-আসা করলেও রাতে বাড়ি ফিরতে দেরি হওয়ায় গত ১ নভেম্বর দোকানের পাশে আব্দুল্লাহপুর গ্রামের ওয়াজেদ আলীর বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে থাকতো। রবিবার সকালে জানতে পারি, গত দুই দিন ধরে রাহাফুল দোকানে যায় না। পরিবারের সদস্যদের সঙ্গে সর্বশেষ শনিবার সকালে কথা হয়েছিল। এরপর থেকে মোবাইল নম্বর বন্ধ ছিল। রবিবার সকালে দোকান বন্ধ দেখে দুপুর ১টার দিকে তার ভাড়া বাসায় যাই আমরা। সেখানে গেলে কক্ষের বাইর থেকে দুর্গন্ধ পাচ্ছিলাম। বাইর থেকে কক্ষের দরজায় তালা দেওয়া ছিল। বিষয়টি সন্দেহজনক হওয়ায় পুলিশকে জানাই। পুলিশ এসে কক্ষের তালা ভেঙে দেখে সোফার ওপর লাশ পড়ে আছে। মাথা, পেট ও গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত। আশপাশে জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে ছিল। রাহাফুল যে কক্ষে থাকতো তার পাশের কক্ষের ভাড়াটিয়া পালিয়ে গেছে। তাকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে।’

গজারিয়া থানার ওসি মোল্লা সোহেব আলী বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করছি, শনিবার রাতের কোনও একসময়ে তাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার তদন্ত চলছে। তদন্তের পর হত্যার রহস্য জানা যাবে।’

/এএম/
সম্পর্কিত
ব্রহ্মপুত্রে নৌকাডুবি: আরও দুই শিশুর মরদেহ উদ্ধার
বাসা থেকে বিচারকের স্ত্রীর লাশ উদ্ধার
বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
ঠাকুরগাঁওয়ে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম
ঠাকুরগাঁওয়ে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম
এনবিআরের আরও ৫ কর্মকর্তার দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক 
এনবিআরের আরও ৫ কর্মকর্তার দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক 
গুমের সঙ্গে সেনাসদস্যদের সংশ্লিষ্টতার অভিযোগ তদন্ত করছে সেনাবাহিনী
গুমের সঙ্গে সেনাসদস্যদের সংশ্লিষ্টতার অভিযোগ তদন্ত করছে সেনাবাহিনী
পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’