X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

পাশাপাশি বসেছেন শামীম ওসমান-আইভী, বলেছেন কথাও

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২৩, ১৩:৩৮আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ১৩:৩৮

অবশেষে একসঙ্গে বসেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১০টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন উপলক্ষে নগর ভবন অডিটোরিয়ামে তাদের একসঙ্গে বসতে দেখা গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্পগুলোর উদ্বোধন করেন।

প্রত্যক্ষদর্শী ও নেতাকর্মী সূত্রে জানা গেছে, উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে নগর ভবনে অতিথিদের প্রথম সারিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর পাশে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বসেছেন। ওই সারিতে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনকেও দেখা গেছে।

একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। তিনি বলেন, প্রধানমন্ত্রী সিটি করপোরেশনের প্রকল্প উদ্বোধন করেন। সেই অনুষ্ঠানে নগর ভবনে যোগ দিয়েছেন সংসদ সদস্য শামীম ওসমানসহ অন্য এমপিরা। একই অনুষ্ঠান উপলক্ষে মেয়র আইভী উপস্থিত ছিলেন। সেখানে আইভী ও শামীম ওসমান এক সারিতে বসেছেন। তারা দুজন কথাও বলেছেন। এ ছাড়া উপস্থিত সবাই সংসদ সদস্যসহ নেতাকর্মীদের সঙ্গে মেয়র আইভী কথা বলেছেন এবং চা পান করেছেন। 

উদ্বোধন করা ১০টি প্রকল্প হলো- নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবন, শেখ রাসেল পার্ক, পাইকপাড়া মিউচ্যুয়াল ক্লাব, বাবুরাইল খাল, সিদ্ধিরগঞ্জ খাল, পাক পাঞ্জাতন সিটি জামে মসজিদ, আলী আহাম্মদ চুনকা সিটি পাঠাগার ও মিলনায়তন, কলরব কিন্ডার গার্টেন স্কুল, সিটি ওয়েলফেয়ার মাঠ ও শিশু পার্ক এবং সোনাকান্দা খেলার মাঠ।

প্রসঙ্গত, ২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে মেয়র আইভী ও এমপি শামীম ওসমানের মধ্যে প্রকাশ্যে দ্বন্দ্ব শুরু হয়। এরপর বিভিন্ন সময়ে সেই দ্বন্দ্ব প্রবল আকার ধারণ করেছে। জেলার গণ্ডি পেরিয়ে সারা দেশে বেশ আলোচিত ও সমালোচিত হয়েছে তাদের দ্বন্দ্ব। সর্বশেষ ২০২২ সালের ১৬ জানুয়ারি অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনকে কেন্দ্র করে বাকযুদ্ধ দেখা গিয়েছিল। ওই নির্বাচনে শামীম ওসমান ও ডা. সেলিনা হায়াৎ আইভীকে নিয়ে একত্রে একমঞ্চে বসার চেষ্টা করেছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

/এফআর/
সম্পর্কিত
হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে আইভী
শামীম ওসমানের দুটি প্লট জব্দ, ২৯ ব্যাংক হিসাব অবরুদ্ধ
ফের দুই দিনের রিমান্ডে আইভী
সর্বশেষ খবর
শহর জুড়ে আতঙ্ক ছড়াতে আসছে ‘কানাগলি’
শহর জুড়ে আতঙ্ক ছড়াতে আসছে ‘কানাগলি’
জিম্বাবুয়েকে ৩২৮ রানে হারালো দক্ষিণ আফ্রিকা
জিম্বাবুয়েকে ৩২৮ রানে হারালো দক্ষিণ আফ্রিকা
মুক্তি পেলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দি
মুক্তি পেলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দি
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা হয়নি: সিইসি
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা হয়নি: সিইসি
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট