X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন এ কে আজাদ

ফরিদপুর প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২৩, ১২:০২আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ১২:০৫

ফরিদপুর-৩ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদারের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কে আজাদ বলেন, ‘ফরিদপুরে একটি শিল্পাঞ্চল গড়ে তোলা হবে। যাতে সেখানে কিছু কর্মসংস্থানের সৃষ্টি হয়। এর পাশাপাশি আমরা এলাকায় বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল গড়েছি।’

তিনি বলেন, ‘ফরিদপুরের চরাঞ্চলে আমরা মাজেদা বেগম মা ও শিশুকল্যাণ কেন্দ্র নামে একটি হাসপাতাল গড়ে তুলেছি। যেখানে দরিদ্র সাধারণ মানুষরা চিকিৎসা পেত না, তারা এখন চিকিৎসা পাচ্ছে। আমরা আটটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলেছি। সেখানে কোয়ালিটি এডুকেশন দেওয়া হচ্ছে। এ ছাড়া ফরিদপুর সদর  এলাকার মধ্যে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে মানসম্মত পড়ালেখা হচ্ছে না সেগুলোর মান উন্নয়নে কাজ করবো।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী হওয়া নিয়ে আমাদের প্রতি কোনও চাপ নেই। কারণ পার্টি থেকে ঘোষণা করা হয়েছে, আমরা যারা মনোনয়ন চেয়েছিলাম তাদের সবাইকে মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি। অতএব পার্টির মধ্য থেকে যদি আমরা স্বতন্ত্র প্রার্থী হই তাহলে দলের কোনও আপত্তি থাকবে না।

নিজের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ জানিয়ে জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর এই সদস্য বলেন, ‘এর মধ্যে প্রশাসনের সঙ্গে আমাদের যত রকমের মতবিনিময় হয়েছে, তারা নিশ্চয়তা দিয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি একশ ভাগ তাদের নিয়ন্ত্রণে থাকবে। এ ছাড়া শান্তিতে মানুষ ভোট প্রয়োগ করতে পারবে এবং কোনও প্রার্থীর প্রচারে বাধা সৃষ্টি করা হবে না।’

এ কে আজাদ গণমাধ্যমকে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের যে ধারা চলছে, তা অব্যাহত রাখার লক্ষ্য নিয়েই একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছি। ফরিদপুরের এই আসন থেকে নির্বাচিত হলে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করা হবে।’

ভবিষ্যতে নির্বাচনি এলাকার ১২টি ইউনিয়নের সবকটিতে গার্মেন্টসকর্মী প্রশিক্ষণকেন্দ্র গড়ে তোলা হবে প্রতিশ্রুতি দিয়ে এ কে আজাদ বলেন, ‘আমার প্রথম অগ্রাধিকার কর্মসংস্থান। সাধারণ কোনও কর্মসংস্থান নয়, বরং প্রশিক্ষণ দিয়ে তারপর কর্মসংস্থান।’

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. শাহজাহান,  জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. সুবল চন্দ্র সাহা, সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. শামসুল হক ভোলা মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শাহ আলম মুকুল, খলিফা কামাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সদস্য শহিদুল ইসলাম নিরু, জেলা আওয়ামী লগের মহিলা বিষয়ক সম্পাদক আইভী মাসুদ, ফরিদপুর শহর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান মিঠু, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, অ্যাডভোকেট বদিউজ্জামান বাবুল, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুসরাত রাসুল তানিয়াসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মী।

/কেএইচটি/
সম্পর্কিত
পরাজয় ঢাকতে অভিযোগ তুলছে বিএনপিনির্বাচনে অংশ নিতে জাপার ওপর চাপ ছিল: জি এম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
সার্বিক অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি: ওবায়দুল কাদের
সর্বশেষ খবর
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা