X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

নৌকার গণজোয়ার দেখে ভয়ে মাঠে নেই বিএনপি: পাটমন্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০১ জানুয়ারি ২০২৪, ১৭:৪০আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ১৭:৪৪

নারায়ণগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, ‘প্রতিপক্ষের কিছু দুষ্ট লোকেরা নির্বাচনকে প্রতিহত করতে চায়। আমার নৌকা প্রতীকের পক্ষে গণজোয়ার দেখে তারা (প্রতিপক্ষ) ভয় পেয়েছে। বিএনপির লোকেরা নির্বাচন বন্ধ করার জন্য এটা করতে পারে। কে করতে পারে তা নিশ্চিত নই। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এই সম্ভাবনা বেশি। কেননা, বিএনপি ভয় পেয়ে মাঠে নেই। তারা দূরে আছে। যেহেতু আমাদের নৌকার ক্যাম্প পুড়িয়েছে, সে হিসেবে আমরা ধরে নিতে পারি প্রতিপক্ষের লোকেরা এটা করেছে।’

সোমবার (১ জানুয়ারি) দুপুরে দাউদপুর ইউনিয়নের আতলাপুর পূর্ব বাজার এলাকায় গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

টাকার বিনিময়ে জনগণ ভোট বিক্রি করবে না উল্লেখ করে তিনি বলেন, ‘যত বেশি চাপ আসছে ভোটাররা তত বেশি উৎসাহিত হচ্ছে। কারও চোখ রাঙানিতে কোনও লাভ হবে না। টাকা দিয়ে ভোট কিনলে জনগণের বাড়িঘর যে থাকবে না সেটা তারা ভালো জানে। কারণ, টাকা দিয়ে ভোট কিনে ভূমিদস্যুরা ক্ষমতায় এসে সব কিছু দখল করবে। তা ছাড়া জনগণ ভূমিদস্যুদের হাতে এ দেশকে তুলে দেবে না। নির্বাচনে জয়ের বিষয়ে আমরা শতভাগ আশাবাদী।’

মন্ত্রী বলেন, ‘প্রতিটি ওয়ার্ডে আমাদের কমিটি আছে। নির্বাচনি প্রচারণায় প্রতিটি ওয়ার্ডে গণজোয়ার লেগেছে। এই গণজোয়ারের মধ্যে নেতাকর্মীরা আমাকে পেয়ে জয়ের বিষয়ে নানান আশ্বাস দিচ্ছেন। গতকাল একসঙ্গে নৌকার ১২৮টি কেন্দ্রে মিছিল হয়েছে। চারদিকে মিছিলে মিছিলে গণজোয়ার লেগে গেছে, যা বাংলাদেশের কোথাও দেখা যায়নি।’

প্রসঙ্গত, ২০০৮ সাল থেকে টানা তিন মেয়াদে এই আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেছেন গোলাম দস্তগীর গাজী। এর মধ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন। এবারও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন। সেই লক্ষ্যে দিনব্যাপী প্রচার-প্রচারণা চালাচ্ছেন তিনি ও দলীয় নেতাকর্মীরা।

/কেএইচটি/
সম্পর্কিত
পরাজয় ঢাকতে অভিযোগ তুলছে বিএনপিনির্বাচনে অংশ নিতে জাপার ওপর চাপ ছিল: জি এম কাদের
এমপিপুত্র প্রার্থী হওয়ায় ‘আগুন জ্বলছে’ সেলিম প্রধানের গায়ে
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
সর্বশেষ খবর
বৃষ্টির অপেক্ষায় নার্সারি ও গাছপ্রেমীরা
বৃষ্টির অপেক্ষায় নার্সারি ও গাছপ্রেমীরা
নিজ্জর হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
নিজ্জর হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
পিকআপের পেছনে ট্রাকের ধাক্কা, উল্টে গিয়ে ২ শ্রমিক নিহত
পিকআপের পেছনে ট্রাকের ধাক্কা, উল্টে গিয়ে ২ শ্রমিক নিহত
নবযুগ প্রকাশনীর কর্ণধার অশোক রায় নন্দী মারা গেছেন
নবযুগ প্রকাশনীর কর্ণধার অশোক রায় নন্দী মারা গেছেন
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের