X
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

প্রথম পূর্ণ মন্ত্রী পেলো রাজবাড়ী

মইনুল হক মৃধা, রাজবাড়ী
১৩ জানুয়ারি ২০২৪, ০৯:৪৪আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ০৯:৪৪

নতুন মন্ত্রিসভায় রেলমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রী শপথ বাক্য পাঠ করেন। শপথের পর তাদের দায়িত্ব বণ্টন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়া জিল্লুল হাকিম ১৯৫৪ সালের ২ জানুয়ারি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার আনন্দবাজার গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা আবুল হোসেন ছিলেন সমাজসেবক এবং শিক্ষানুরাগী। জিল্লুল হাকিমের পৈতৃক বাড়ি পাংশা উপজেলার নারায়ণপুর গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর (এমএ) পাস করেছেন।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় তিনি গোয়ালন্দ মহকুমা কমান্ডার ছিলেন। সংসদ সদস্যের পাশাপাশি একজন সফল ব্যবসায়ী। তার স্ত্রী সাঈদা হাকিম ও দুই ছেলে মিতুল হাকিম ও রাতুল হাকিমও সফল ব্যবসায়ী এবং একমাত্র কন্যা চিকিৎসক।

ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িত। তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মোট ছয়বার সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে পাঁচবার এমপি নির্বাচিত হয়েছেন। ১৯৯৬ সালে প্রথম নির্বাচনে তিনি জাতীয় পার্টির প্রার্থীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। পরেরবার ২০০১ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী নাসিরুল হক সাবুর কাছে হেরে যান। ২০০৮ সালের নির্বাচনে বিএনপির নাসিরুল হক সাবুকে পরাজিত করে ফের সংসদ সদস্য নির্বাচিত হন।

২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়লাভ করেন।

তিনি সংসদ সদস্যের পাশাপাশি রাজবাড়ী জেলা আওয়ামী লীগকে সুসংগঠিত করতে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। সর্বশেষ ২০২১ সালের ১৬ অক্টোবর ত্রি-বার্ষিক সম্মেলনে তৃতীয়বারের মতো রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।

উল্লেখ্য, জিল্লুল হাকিম রাজবাড়ী জেলা থেকে প্রথম পূর্ণ মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন। ইতিপূর্বে ২০১৮ সালে দশম সংসদের শেষ সময়ে রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে এক বছর এবং এর আগে বিএনপির আমলে জাহানারা বেগম সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে পাঁচ বছর দায়িত্ব পালন করেন।

জেলা থেকে প্রথম পূর্ণ মন্ত্রী নির্বাচিত হওয়ায় উৎসবের আমেজ বিরাজ করছে। জেলাবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

শপথের পর রাতে রাজবাড়ী ও পাংশায় আতশবাজি ফুটিয়ে উৎসব করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম বুড়ো বলেন, রেলমন্ত্রী হওয়ার সংবাদটি পাওয়ার পর থেকেই পাংশা শহরে আতশবাজি ফুটিয়ে উৎসব করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দলীয় নেতাকর্মী ও বিভিন্ন পেশাজীবী মানুষ বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিমের মন্ত্রী হওয়ার খবরে তাকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তিনি মন্ত্রী হওয়ায় পাংশা-বালিয়াকান্দি-কালুখালী তথা রাজবাড়ী জেলার ব্যাপক উন্নয়ন হবে। আমরা পাংশাবাসী গর্বিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।

প্রতিক্রিয়া ব্যক্ত করে জিল্লুল হাকিম বলেন, আমি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি যেন নিষ্ঠার সঙ্গে প্রধানমন্ত্রীর দেওয়া দায়িত্ব পালন করতে পারি সে জন্য সবার সহযোগিতা কামনা করছি।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৯৯৯ নম্বরে ফোন করে মেয়ে বললেন ‘আমি আমার বাবাকে হত্যা করেছি’
৯৯৯ নম্বরে ফোন করে মেয়ে বললেন ‘আমি আমার বাবাকে হত্যা করেছি’
সিঙ্গাপুরের গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে নীড়ের দারুণ শুরু
সিঙ্গাপুরের গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে নীড়ের দারুণ শুরু
রাখাইনে পাচারকালে ৭৪২ বস্তা সারসহ ১১ পাচারকারী আটক
রাখাইনে পাচারকালে ৭৪২ বস্তা সারসহ ১১ পাচারকারী আটক
বাংলাদেশের ভক্তদের জন্য শমিত সোমের বার্তা 
বাংলাদেশের ভক্তদের জন্য শমিত সোমের বার্তা 
সর্বাধিক পঠিত
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
সিঁদুর অভিযান: ভূপাতিত ভারতীয় বিমানের সংখ্যা নিয়ে ধোঁয়াশা
সিঁদুর অভিযান: ভূপাতিত ভারতীয় বিমানের সংখ্যা নিয়ে ধোঁয়াশা
বাণিজ্যিক স্পেস ভাড়া দেওয়া হবে মেট্রোরেলের ২ স্টেশনে
বাণিজ্যিক স্পেস ভাড়া দেওয়া হবে মেট্রোরেলের ২ স্টেশনে
র‌্যাব কর্মকর্তার লাশ উদ্ধার, চিরকুটে লেখা ‘আমার মৃত্যুর জন্য আমিই দায়ী’
র‌্যাব কর্মকর্তার লাশ উদ্ধার, চিরকুটে লেখা ‘আমার মৃত্যুর জন্য আমিই দায়ী’
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ