X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

কিশোর গ্যাংয়ের হামলায় কলেজছাত্র নিহত, জড়িতদের গ্রেফতার দাবিতে সড়ক অবরোধ

টাঙ্গাইল প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩৩আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩৩

টাঙ্গাইলের বাসাইলে কিশোর গ্যাংয়ের হামলায় জিজান হাসান দীপ্ত (১৮) নামের এক কলেজশিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন এবং সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। 

শনিবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে বাসাইল বাসস্ট্যান্ড চত্বরে দেড় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে মানববন্ধন করা হয়। এ সময় হামলার মূলহোতা কিশোর গ্যাংয়ের প্রধান টিকটক শাকিলসহ তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। সেইসঙ্গে কিশোর গ্যাংয়ের ইন্ধনদাতাদের শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়। দাবি বাস্তবায়নে আগামী সাত দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে। পরে পুলিশ অপরাধীদের গ্রেফতারের আশ্বাস দিলে সড়ক অবরোধ তুলে নেয় এলাকাবাসী।

মানববন্ধনে বক্তব্য রাখেন জিজান হাসানের মা সোহেলী সুলতানা দীপা, নানা দেলোয়ার হোসেন, চাচা ওয়াজেদ মল্লিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউস, আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক শফিউল আরেফিন, সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ও কাউন্সিলর প্রিন্স মাহমুদসহ স্থানীয় এলাকাবাসী।

বাসাইল থানার পরিদর্শক (তদন্ত) আবু হানিফ সরকার বলেন, ‘ঘটনায় জড়িত তিন জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি। সড়ক অবরোধকারীদের আমরা বিচারের আশ্বাস দিয়েছি। পরে তারা কর্মসূচি স্থগিত করেন।’

এর আগে গত ২৩ জানুয়ারি বাসাইল দক্ষিণপাড়া এলাকায় তার নানা রফিকুল ইসলামের বাড়িতে বেড়াতে আসেন জিজান। ২৪ জানুয়ারি দুপুরে সমবয়সী বাসাইল উত্তরপাড়ার নাঈম ও সজল খানের সঙ্গে বাসাইল বাজারে ঘুরতে যান। সেখান থেকে নাঈমকে পূর্বশত্রুতার জেরে কিশোর গ্যাংয়ের প্রধান শাকিল বাজারের একটি ভবনের ছাদে ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয়। এ সময় জিজান ও সজল খান উপস্থিত ছিলেন। সন্ধ্যায় আবার তারা তিন জন মিলে বাজারের দিকে যাওয়ার সময় মনি ক্লিনিকের সামনের মোড়ে পৌঁছালে শাকিলের নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়। এ সময় নাঈম ও সজল দৌড়ে পালিয়ে যান। এ সুযোগে জিজানকে ধারালো দা, কাঠের স্ট্যাম্প, লোহার পাইপে মোটরসাইকেলের চেইন প্রিমিয়াম ঝালাইযুক্ত দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়।

স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে ঢাকায় নেওয়া হয়। ওই দিন থেকে ঢাকার একটি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। ৯ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত শুক্রবার (০২ ফেব্রুয়ারি) মৃত্যু হয়। জিজান সখিপুর উপজেলার চাকদহ গ্রামের জাহাঙ্গীর আলম মল্লিকের ছেলে। ঢাকায় বিজিবি পিলখানায় অবস্থিত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ থেকে ২০২৩ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। মেডিক্যাল কলেজে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।

এ ঘটনায় নিহতের মা সোহেলী সুলতানা বাদী হয়ে গত ২৭ জানুয়ারি বাসাইল থানায় মামলা করেন। মামলার আসামিরা হলো কিশোর গ্যাংয়ের প্রধান বাসাইল থানাপাড়ার হোসেন আলীর ছেলে শাকিল আহামেদ (২৫), বাসাইল শ্মশানঘাটা এলাকার টুইনার ছেলে আলমগীর হোসেন (২৪), থানাপাড়ার শাহ আলমের ছেলে স্বাধীন মিয়া (২০), বিরু আহামেদের ছেলে মনা মিয়া (১৯), থানাপাড়ার মনির হোসেনের ছেলে অনিক মিয়া (১৯), একই এলাকার সেলিম মিয়ার ছেলে রাহাত হাসান (২০), শুকুর মিয়ার ছেলে জিহাদ মিয়া (১৯) ও কালু মিয়ার ছেলে সীমান্ত মিয়া (১৯)। মামলার পর ঘটনার মূলহোতা শাকিল ও তার সহযোগী অনিক এবং আসাদ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

/এএম/
সম্পর্কিত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
মুগদায় তীব্র গরমে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু
ভাসানটেকে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় একে একে পরিবারের সবার মৃত্যু
সর্বশেষ খবর
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই