X
শনিবার, ১০ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

আগুনে পুড়লো খামারির ১৩টি গরু ও সাড়ে তিন হাজার মুরগি

মাদারীপুর প্রতিনিধি
১২ জুন ২০২৪, ১৪:০৭আপডেট : ১২ জুন ২০২৪, ১৪:০৭

মাদারীপুরের শিবচরে অগ্নিকাণ্ডে একটি খামারের ১৩টি গরু ও পাশের মুরগির খামারের সাড়ে তিন হাজার মুরগি পুড়ে মারা গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী খামারি।

মঙ্গলবার (১১ জুন) দিবাগত রাত ৩টার দিকে শিবচরে উমেদপুর ইউনিয়নের কালিখোলা এলাকার মিলন মুন্সির গরুর খামারে এ অগ্নিকাণ্ড ঘটে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে প্রথমে আগুন লাগে মিলন মুন্সির গরুর খামারে। ওই খামারে ১৪টি গরু বাঁধা ছিল। আগুনের টের পেয়ে রশি কেটে দিলে একটি গরু ছুটে যায়। কিন্তু মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে খামারে থাকা বাকি ১৩টি গরু পুড়ে যায়। এ সময় আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পাশের মুরগির খামারের আরও তিন হাজার ৫০০টি মুরগি মারা যায়।

খামারমালিক মিলন মুন্সি বলেন, ‘গত বছর গরুগুলো কিনেছি। এ বছর কোরবানিতে বিক্রি করার জন্য গরুগুলো প্রস্তুত করা হয়েছিল। অনেক কষ্ট করে তিল তিল করে গরুগুলোকে লালন-পালন করেছি। বর্তমান বাজারে গোখাদ্যের মূল্য অনেক চড়া । তারপরও কিছুটা লাভের আশায় গরুগুলোকে লালন-পালন করেছি। আজকে বিভিন্ন হাটে এই গরুগুলোকে বিক্রির জন্য নেওয়ার কথা ছিল। কিন্তু রাতেই আগুনে খামারের ১৩টি গরু ও পাশে থাকা মুরগির খামারের সাড়ে তিন হাজার মুরগি পুড়ে মারা গেলো।’

উমেদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুজ্জামান মুন্সী জানান, অগ্নিকাণ্ডে ১৩টি গরু পুড়ে মারা গেছে। এ ছাড়া সাড়ে তিন হাজার ব্রয়লার মুরগি পুড়ে মারা যায়। বিষয়টি নাশকতা নাকি দুর্ঘটনা খতিয়ে দেখতে স্থানীয় প্রশাসনের কাছে তদন্তের জোর দাবি জানিয়েছেন তিনি।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
আগুনে পুড়ে গেছে রাজবাড়ীর এক ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার
কালীগঞ্জে ৪ ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন, চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে
বেইলি রোডের সিরাজ টাওয়ারে আগুনআরেকটি গ্রিন কটেজ থেকে রক্ষা পেলাম: ফায়ার সার্ভিস
সর্বশেষ খবর
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
চলচ্চিত্র পরিচালক সমিতির নেতৃত্বে দুই শাহীন!
চলচ্চিত্র পরিচালক সমিতির নেতৃত্বে দুই শাহীন!
শনিবার সারা দেশে গণজমায়েতের ডাক হাসনাতের
শনিবার সারা দেশে গণজমায়েতের ডাক হাসনাতের
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৭ কিলোমিটার যানজট
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৭ কিলোমিটার যানজট
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের